উইলিয়াম এসকো মোয়ের্নার
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
উইলিয়াম এসকো মোয়ের্নার (জন্ম: ২৪ জুন ১৯৫৩) হলেন একজন মার্কিন ভৌত রসায়নবিজ্ঞানী এবং রাসায়নিক পদার্থবিজ্ঞানী। ২০১৪ সালে তিনি স্বদেশী এরিক বেটজিগ ও জার্মানি’র স্টেফান হেলের সাথে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পান।
উইলিয়াম এসকো মোয়ের্নার | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস, কর্নেল ইউনিভার্সিটি |
পুরস্কার | রসায়নে ওল্ফ পুরস্কার (২০০৮) আর্ভিং ল্যাংমিউয়র অ্যাওয়ার্ড (২০০৯) Peter Debye Award (2013) রসায়নে নোবেল পুরস্কার (২০১৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন, ফলিত পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | Albert J. Sievers III[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] |
জীবনী
সম্পাদনামোয়ের্নার ১৯৫৩ সালের ২৪ জুন ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস থেকে ১৯৭৫ সালে ফাইনাল অনার্সসহ পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব সায়েন্স, তড়িৎ প্রকৌশলে ফাইনাল অনার্সসহ ব্যাচেলর অব সায়েন্স এবং গণিতে সুম্মা কাম লড সহ ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৮ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সদস্যপদ
সম্পাদনা- জ্যেষ্ঠ সদস্য, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, জুন ১৭, ১৯৮৮
- সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস, ২০০৭
- ফেলো, অপটিক্যাল সোসাইটি অব আমেরিকা, মে ২৮, ১৯৯২
- ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, নভেম্বর ১৬, ১৯৯২
- ফেলো, আমেরিকান অ্যাকডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস, ২০০১
- ফেলো, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স, ২০০৪