২৪ জানুয়ারি

তারিখ
(২৪শে জানুয়ারি থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

২৪ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪তম দিন। বছর শেষ হতে আরো ৩৪১ (অধিবর্ষে ৩৪২) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৩২৮ - ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিয়ে করেন।
  • ১৪৫৮ - প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৫৫৬ - চীনে বড় ধরনের ভূমিকম্প হয়।
  • ১৮৩৯ - চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন।
  • ১৮৪৮ - জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন।
  • ১৮৫৭ - ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
  • ১৯০৮ - ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
  • ১৯২৭ - তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়।
  • ১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে।
  • ১৯৫০ -
    • আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়।
    • ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৫২ - বোম্বে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।
  • ১৯৬৯ - পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা
  • ১৯৭৪ - সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৭৯ - ইরানের অত্যাচারী শাসকের শাহের অনুচররা ইরানের বেশির ভাগ শহরে দুই জনের অধিক লোক একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
  • ১৯৮৪ - অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।
  • ১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন।
  • ১৯৮৮ - চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে পুলিশের হাতে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা