মিশিও কাকু /ˈmi ˈkɑːk/ (加来 道雄, Michio Kaku, জন্ম জানুয়ারি ২৪, ১৯৪৭) একজন আমেরিকান পদার্থ বিজ্ঞানী। তিনি সিটি কলেজ অব নিউ ইয়র্কের একজন হেনরি সিম্যাট অধ্যাপক, একজন ভবিষ্যতদ্রষ্টা, বিজ্ঞান প্রচারনাকারী এবং জনপ্রিয়কারী। তিনি বিজ্ঞান এবং তদসংশ্লিষ্ট বেশ কিছু বই রচনা করেছেন। তিনি প্রায়শই বিভিন্ন রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে অংশগ্রহণ করেন এবং বিজ্ঞান বিষয়ক প্রচুর ব্লগ লিখেছেন। তিনি ফিজিক্স অব দি ইম্পসিবল (২০০৮) এবং ফিজিক্স অব দি ফিউচার (২০১১) নামে দুটি বেস্ট সেলার বই রচনা করেছেন। তিনি বিবিসি, ডিসকভারী চ্যানেল সহ বেশ কিছু চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।

মিশিও কাকু
Michio Kaku
জন্ম (1947-01-24) ২৪ জানুয়ারি ১৯৪৭ (বয়স ৭৭)
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয় (A.B., ১৯৬৮)
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে (পিএইচডি, ১৯৭২)
পরিচিতির কারণString field theory, জনপ্রিয় বিজ্ঞান
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতাত্ত্বিক পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহনিউইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়
ইন্সটিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ
ডক্টরাল উপদেষ্টাস্ট্যানলি ম্যান্ডেস্টাম
ওয়েবসাইটhttp://mkaku.org/home/

বহিঃসংযোগ

সম্পাদনা