২০২৪ ভারত পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাথে খেলার জন্য জুলাই এবং আগস্ট ২০২৪ সালে শ্রীলঙ্কা সফর করছিল।[] [] এই সফরে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) এবং তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ রয়েছিল। [] [] ২০২৩ সালের নভেম্বরে, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ২০২৪ সালের জন্য তার আন্তর্জাতিক ক্যালেন্ডার ঘোষণা করেছিল এবং দ্বিপাক্ষিক সিরিজ নিশ্চিত করেছিল।[] ভারত শেষবার ২০২১ সালে শ্রীলঙ্কা সফর করেছিল।[] জুলাই ২০২৪ সালে, শ্রীলঙ্কা ক্রিকেট সফরের জন্য ফিক্সচার নিশ্চিত করেছিল।[] এটি প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট এবং ভারতের পূর্ণ-সময়ের টি২০আইতে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের প্রথম সিরিজ ছিল।[] []

২০২৪ ভারত পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা ভারত
তারিখ ২৭ জুলাই – ৭ আগস্ট ২০২৪
অধিনায়ক চরিত আশালংকা রোহিত শর্মা (ওডিআই)
সূর্যকুমার যাদব (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান অভিষ্কা ফার্নান্দো (১৩৭) রোহিত শর্মা (১৫৭)
সর্বাধিক উইকেট জেফ্রি ভ্যান্ডারসে (৮) ওয়াশিংটন সুন্দর (৫)
সিরিজ সেরা খেলোয়াড় দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান পাথুম নিশাঙ্কা (১৩৭) সূর্যকুমার যাদব (৯২)
সর্বাধিক উইকেট মাথিশা পাথিরানা (৫) রবি বিষ্ণুই (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সূর্যকুমার যাদব (ভারত)

দলীয় সদস্য

সম্পাদনা
  শ্রীলঙ্কা   ভারত
ওডিআই টি২০আই[১০] ওডিআই[১১] টি২০আই[১২]


২৪ জুলাই ২০২৪-এ, ব্রঙ্কাইটিসের কারণে দুষ্মন্ত চামিরা সিরিজ থেকে বাদ পড়েছিলেন,[১৩] তার স্থলাভিষিক্ত হিসাবে অসিত ফার্নান্দোকে নাম দেওয়া হয়েছিল।[১৪] ২৫ জুলাই ২০২৪-এ, নুয়ান থুশারাকে তার বাম হাতের আঙুল ভাঙ্গা নিয়ে টি২০ সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল,[১৫] তার বদলি হিসেবে দিলশান মাদুশঙ্কার নাম দেওয়া হয়েছিল।[১৬] ২৬ জুলাই, বিনুরা ফার্নান্দো বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন,[১৭] রমেশ মেন্ডিসকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে যোগ করা হয়েছিল।[১৮]

২০২৪ সালের ১লা আগস্ট তারিখে, মাথিশা পাথিরানা এবং দিলশান মাদুশঙ্কা উভয়ই চোটের কারণে বাদ পড়েন এবং মোহাম্মদ শিরাজ এবং ঈশান মালিঙ্গাকে তাদের পরিবর্তনে স্থলাভিষিক্ত করা হয়েছিল।[১৯] কুশল পেরেরা, প্রমোদ মদুশনজেফ্রি ভ্যান্ডারসে তাদেরকে অতিরিক্ত বিকল্প খেলোয়াড় হিসেবে দলে যুক্ত হয়েছিলেন।[২০] ২০২৪ সালের ৩রা আগস্ট তারিখে, ওয়ানিদু হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ের কারণে ওডিআইয়ের বাকি খেলাগুলি থেকে বাদ পড়েছিলেন এবং জেফ্রি ভ্যান্ডারসে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।[২১]

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
২৭ জুলাই ২০২৪
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
২১৩/৭ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৭০ (১৯.২ ওভার)
পাথুম নিশাঙ্কা ৭৯ (৪৮)
রিয়ান পরাগ ৩/৫ (১.২ ওভার)
ভারত ৪৩ রানে জয়ী
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
টেলিভিশন আম্পায়ার: লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা)
রিজার্ভ আম্পায়ার: প্রজেথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সূর্যকুমার যাদব (ভারত)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

সম্পাদনা
২৮ জুলাই ২০২৪
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৬১/৯ (২০ ওভার)
  ভারত
৮১/৩ (৬.৩ ওভার)
কুশল পেরেরা ৫৩ (৩৪)
রবি বিষ্ণুই ৩/২৬ (৪ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা) এবং প্রজেথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা)
টেলিভিশন আম্পায়ার: লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা)
রিজার্ভ আম্পায়ার: রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রবি বিষ্ণুই (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ভারতকে ৮ ওভারে ৭৮ রানের সংশোধিত টার্গেট নির্ধারণ করা হয়েছিল।

৩য় টি২০আই

সম্পাদনা
৩০ জুলাই ২০২৪
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
১৩৭/৯ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৩৭/৮ (২০ ওভার)
শুভমান গিল ৩৯ (৩৭)
মহেশ তীক্ষণ ৩/২৮ (৪ ওভার)
কুশল পেরেরা ৪৬ (৩৪)
রিংকু সিং ২/৩ (১ ওভার)
ম্যাচ টাই (ভারত সুপার ওভারে জয়ী)
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
টেলিভিশন আম্পায়ার: লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা)
রিজার্ভ আম্পায়ার: প্রজেথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়াশিংটন সুন্দর (ভারত)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চামিন্দু বিক্রমাসিংহে (শ্রীলঙ্কা) তার টি২০আইতে অভিষেক হয়েছিল।
  • সুপার ওভার: শ্রীলঙ্কা ২/২, ভারত ৪/০

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
২ আগস্ট ২০২৪
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৩০/৮ (৫০ ওভার)
  ভারত
২৩০ (৪৭.৫ ওভার)
রোহিত শর্মা ৫৮ (৪৭)
চরিত আশালংকা ৩/৩০ (৮.৫ ওভার)
ম্যাচ টাই
আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
টেলিভিশন আম্পায়ার: পল রেইফেল (অস্ট্রেলিয়া)
রিজার্ভ আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা)

২য় ওডিআই

সম্পাদনা
৪ আগস্ট ২০২৪
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৪০/৯ (৫০ ওভার)
শ্রীলঙ্কা ৩২ রানে জয়ী
আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
টেলিভিশন আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
রিজার্ভ আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেফ্রি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা)

৩য় ওডিআই

সম্পাদনা
৭ আগস্ট ২০২৪
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৪৮/৭ (৫০ ওভার)
  ভারত
১৩৮ (২৬.১ ওভার)
শ্রীলঙ্কা ১১০ রানে জয়ী
আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) এবং রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
টেলিভিশন আম্পায়ার: পল রেইফেল (অস্ট্রেলিয়া)
রিজার্ভ আম্পায়ার: রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India to tour Sri Lanka for three ODIs and three T20Is in July-August"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪ 
  2. "Sri Lanka Cricket announces 2024 calendar, India to tour for white-ball series in July-August"CricTracker (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৩-১২-৩০ 
  3. "India to tour Sri Lanka in July 2024 for 3 ODIs and 3 T20Is after T20 World Cup"India Today (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৩-১২-৩০ 
  4. "Fixtures revealed for India tour of Sri Lanka 2024"ThePapare (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪ 
  5. "Men's 2024 Future Tours Program of Sri Lanka Cricket"Sri Lanka Cricket (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৩-১২-৩০ 
  6. "India to tour Sri Lanka for white-ball series after T20 World Cup next year"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৩-১২-৩০ 
  7. "India Men's Team Tour Schedule Announced"Sri Lanka Cricket। ১১ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৪ 
  8. "Virat Kohli tells BCCI he's available for Sri Lanka ODIs as it's Gautam Gambhir's first series as India coach"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 
  9. "Suryakumar Yadav named India's T20I captain ahead of Sri Lanka tour, succeeds Rohit Sharma"Sportstar। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 
  10. "Sri Lanka squad for the India T20I series"SLC। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৪ 
  11. "Team India squad for 3 T20Is & 3 ODIs announced"BCCI। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 
  12. "Suryakumar confirmed as India's T20I captain for Sri Lanka tour"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 
  13. "Dushmantha sick, not injured : SLC names replacement"Newswire। ২৪ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৪ 
  14. "Asitha Fernando replaces injured Dushmantha Chameera for India white-ball series"CricTracker। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪ 
  15. "Thushara out of India T20Is with broken finger"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪ 
  16. "Injured Thushara to miss India series, Madhushanka comes in"Cricbuzz। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪ 
  17. "Binura Fernando hospitalized ahead of first India T20I"Daily Mirror। ২৬ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৪ 
  18. "Sri Lanka Bring in Off-Spinner Ramesh Mendis on Stand-by to Replace Hospitalised Binura Fernando"News18। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪ 
  19. "Pathirana and Madushanka out of ODIs against India"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৪ 
  20. "Sri Lanka pace duo ruled out of India ODIs"International Cricket Council। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৪ 
  21. "Injured Hasaranga to miss remaining ODIs vs India"Cricbuzz। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪ 
  22. "'One man army for Sri Lanka': Fans laud Jeffrey Vandersay's brilliant spell in IND vs SL 2nd ODI"News9live। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা