২০২১ ভারত ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
ভারত ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা জুলাই ২০২১-এ অনুষ্ঠিত হয়। [১]
২০২১ ভারত ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | ভারত | ||
তারিখ | ১৩ – ২৭ জুলাই ২০২১ | ||
অধিনায়ক | দাসুন শানাকা | শিখর ধাওয়ান | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অভিষ্কা ফার্নান্দো (১৫৯) | শিখর ধাওয়ান (১২৮) | |
সর্বাধিক উইকেট |
আকিলা ধনঞ্জয় (৩) প্রবীন জয়াবিক্রমা (৩) ওয়ানিদু হাসারাঙ্গা (৩) | যুজবেন্দ্র চাহাল (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সূর্যকুমার যাদব (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ধনঞ্জয় ডি সিলভা (৭২) | শিখর ধাওয়ান (৮৬) | |
সর্বাধিক উইকেট | ওয়ানিদু হাসারাঙ্গা (৭) | ভুবনেশ্বর কুমার (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) |
দলীয় সদস্য
সম্পাদনাওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ১৮ জুলাই ২০২১
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভানুকা রাজাপক্ষ (শ্রীলঙ্কা), ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব (ভারত) সব তার ওডিআই অভিষেক হয়।
- দাসুন শানাকা শ্রীলঙ্কার অধিনায়কত্ব ওডিআই প্রথমবার।
- শিখর ধাওয়ান ভারতের অধিনায়কত্ব ওডিআই প্রথমবার ও ফর্ম্যাটে তার ৬,০০০ তম রান।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ভারত ১০, শ্রীলঙ্কা ০।
২য় ওডিআই
সম্পাদনা ২০ জুলাই ২০২১
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ভারত ১০, শ্রীলঙ্কা –১।
৩য় ওডিআই
সম্পাদনা ২৩ জুলাই ২০২১
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ৪৭ ওভারে ২৭৭ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করেছিল।
- রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, নিতিশ রানা, চেতন সাকারিয়া ও সঞ্জু স্যামসন (ভারত) সব তার ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ১০, ভারত ০।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা ২৫ জুলাই ২০২১
২০:০০ (রাত) |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- চরিত আশালংকা, চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা), বরুন চক্রবর্তী ও পৃথ্বী শ (ভারত) সব তার টি২০আই অভিষেক হয়।
- শিখর ধাওয়ান ভারতের অধিনায়কত্ব টি২০আই প্রথমবার।
২য় টি২০আই
সম্পাদনা ২৮ জুলাই ২০২১
২০:০০ (রাত) |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রমেশ মেন্ডিস (শ্রীলঙ্কা), ঋতুরাজ গায়কওয়াড়, দেবদূত পাদিক্কাল, নিতিশ রানা ও চেতন সাকারিয়া (ভারত) সব তার টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
সম্পাদনা ২৯ জুলাই ২০২১
২০:০০ night = Yes |
ব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সন্দীপ ওয়ারিয়ার (ভারত) তার টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "India's tour of Sri Lanka in July to comprise three ODIs, three T20Is"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |