২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ২০২৩ সালের ৭ থেকে ১১ জুন সময়ে ইংল্যান্ডের লন্ডনের দি ওভালে অনুষ্ঠিত হয়।[] ম্যাচটিতে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়াভারত[] ম্যাচটিতে ভারতে ২০৯ রানে পরাজিত করে নিজেদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে অস্ট্রেলিয়া।[][]

২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ম্যাচের আয়োজনস্থল দি ওভালের চিত্র
প্রতিযোগিতা২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
অস্ট্রেলিয়া ভারত
৪৬৯ ২৯৬
১২১.৩ ওভার ৬৯.৪ ওভার
এবং এবং
২৭০/৮ঘো ২৩৪
৮৪.৩ ওভার ৬৩.৩ ওভার
তারিখ৭ জুন ২০২৩ – ১১ জুন ২০২৩
মাঠদি ওভাল, লন্ডন
ম্যাচসেরাট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)
আম্পায়ারক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড; মাঠের আম্পায়ার)
রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড; মাঠের আম্পায়ার)
রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড; টেলিভিশন আম্পায়ার)
কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা; রিজার্ভ আম্পায়ার)
২০২৫ →

ফাইনালের পথ

সম্পাদনা
  অস্ট্রেলিয়া[] পর্ব   ভারত[]
প্রতিপক্ষ সিরিজের ফল লিগ পর্ব প্রতিপক্ষ সিরিজের ফল
  ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৪–০ ইংল্যান্ড সিরিজ ১   ইংল্যান্ড ভারত ২–২ ইংল্যান্ড
  পাকিস্তান অস্ট্রেলিয়া ১–০ পাকিস্তান সিরিজ ২   নিউজিল্যান্ড ভারত ১–০ নিউজিল্যান্ড
  শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ১–১ শ্রীলঙ্কা সিরিজ ৩   দক্ষিণ আফ্রিকা ভারত ১–২ দক্ষিণ আফ্রিকা
  ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ২–০ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ৪   শ্রীলঙ্কা ভারত ২–০ শ্রীলঙ্কা
  দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ২–০ দক্ষিণ আফ্রিকা সিরিজ ৫   বাংলাদেশ ভারত ২–০ বাংলাদেশ
  ভারত অস্ট্রেলিয়া ১–২ ভারত সিরিজ ৬   অস্ট্রেলিয়া ভারত ২–১ অস্ট্রেলিয়া
লিগ পর্বে ১ম স্থান
অব দল ম্যাচ হা ড্র সম্ভাব্য মোট পয়েন্ট অর্জিত পয়েন্ট শতাংশ
  অস্ট্রেলিয়া ১৯ ১১ ২২৮ ১৫২ ৬৬.৬৭
লিগ পর্বে সর্বশেষ অবস্থান লিগ পর্বে ২য় স্থান
অব দল ম্যাচ হা ড্র সম্ভাব্য মোট পয়েন্ট অর্জিত পয়েন্ট শতাংশ
  ভারত ১৮ ১০ ২১৬ ১২৭ ৫৮.৮০

দলীয় সদস্য

সম্পাদনা
  অস্ট্রেলিয়া[]   ভারত[]

প্রাথমিকভাবে ভারত দলে ঋতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমারসূর্যকুমার যাদবকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[] ২০২৩ সালের ৫ মে চোটের কারণে লোকেশ রাহুল ভারত দল থেকে ছিটকে যান।[] তাঁর পরিবর্তে ইশান কিশনকে ভারত দলে অন্তর্ভুক্ত করা হয়।[১০] ২০২৩ সালের ২৮ মে ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে যশস্বী জয়সওয়ালকে ভারতের স্ট্যান্ডবাই তালিকায় নেয়া হয়।[১১] মিচেল মার্শম্যাট রেনশকে প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার মূল দলে রাখা হলেও পরবর্তীতে এ দুজনকে স্ট্যান্ডবাই তালিকায় নিয়ে যাওয়া হয়।[১২] ২০২৩ সালের ৪ জুন জশ হ্যাজলউড চোটের কারণে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলে মাইকেল নেসারকে নেয়া হয়।[১৩]

ম্যাচের বিবরণ

সম্পাদনা
৭–১১ জুন ২০২৩
স্কোরকার্ড
৪৬৯ (১২১.৩ ওভার)
ট্র্যাভিস হেড ১৬৩ (১৭৪)
মোহাম্মদ সিরাজ ৪/১০৮ (২৮.৩ ওভার)
২৯৬ (৬৯.৪ ওভার)
অজিঙ্কা রাহানে ৮৯ (১২৯)
প্যাট কামিনস ৩/৮৩ (২০ ওভার)
২৭০/৮ঘো (৮৪.৩ ওভার)
অ্যালেক্স ক্যারি ৬৬* (১০৫)
রবীন্দ্র জাদেজা ৩/৫৮ (২৩ ওভার)
২৩৪ (৬৩.৩ ওভার)
বিরাট কোহলি ৪৯ (৭৮)
নাথান লায়ন ৪/৪১ (১৫.৩ ওভার)
অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১৩ ওভার, ১২ ওভার ও ৭ ওভার খেলা সম্ভব হয়নি।

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা

সম্পাদনা

উৎস: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

স্কোরকার্ড

সম্পাদনা
ফাইনালের স্কোরকার্ড
১ম ইনিংস
  অস্ট্রেলিয়া ব্যাটিং[১৪]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
ডেভিড ওয়ার্নার কোনা শ্রীকর ভরত বো শার্দুল ঠাকুর ৪৩ ৬০ ৭১.৬৬
উসমান খাওয়াজা কোনা শ্রীকর ভরত বো মোহাম্মদ সিরাজ ১০ ০.০০
মার্নাস লাবাসকাখনি বো মোহাম্মদ শামি ২৬ ৬২ ৪১.৯৩
স্টিভেন স্মিথ বো শার্দুল ঠাকুর ১২১ ২৬৮ ১৯ ৪৫.১৪
ট্র্যাভিস হেড কোনা শ্রীকর ভরত বো মোহাম্মদ সিরাজ ১৬৩ ১৭৪ ২৫ ৯৩.৬৭
ক্যামেরন গ্রিন শুভমান গিল বো মোহাম্মদ শামি ৮৫.৭১
অ্যালেক্স ক্যারি এলবিডব্লিউ বো রবীন্দ্র জাদেজা ৪৮ ৬৯ ৬৯.৫৬
মিচেল স্টার্ক রান আউট (অতিরিক্ত [অক্ষর প্যাটেল]) ২০ ২৫.০০
প্যাট কামিনস অজিঙ্কা রাহানে বো মোহাম্মদ সিরাজ ৩৪ ২৬.৪৭
নাথান লায়ন বো মোহাম্মদ সিরাজ ২৫ ৩৬.০০
স্কট বোল্যান্ড অপরাজিত ১৪.২৮
অতিরিক্ত (বাই ১৩, লেগ বাই ১০, নো বল ৭, ওয়াইড ৮) ৩৮
মোট (অল আউট; ১২১.৩ ওভার) ৪৬৯ ৬৪

উইকেট পতন: ১/২ (উসমান খাওয়াজা, ৩.৪ ওভার), ২/৭১ (ডেভিড ওয়ার্নার, ২১.৪ ওভার), ৩/৭৬ (মার্নাস লাবাসকাখনি, ২৪.১ ওভার), ৪/৩৬১ (ট্র্যাভিস হেড, ৯১.১ ওভার), ৫/৩৭৬ (ক্যামেরন গ্রিন, ৯৪.২ ওভার), ৬/৩৮৭ (স্টিভেন স্মিথ, ৯৮.১ ওভার), ৭/৪০২ (মিচেল স্টার্ক, ১০৩.৫ ওভার), ৮/৪৫৩ (অ্যালেক্স ক্যারি, ১১৪.৪ ওভার), ৯/৪৬৮ (নাথান লায়ন, ১১৯.৫ ওভার), ১০/৪৬৯ (প্যাট কামিনস, ১২১.৩ ওভার)

  ভারত বোলিং[১৪]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
মোহাম্মদ শামি ২৯ ১২২ ৪.২০
মোহাম্মদ সিরাজ ২৮.৩ ১০৮ ৩.৭৮
উমেশ যাদব ২৩ ৭৭ ৩.৩৪
শার্দুল ঠাকুর ২৩ ৮৩ ৩.৬০
রবীন্দ্র জাদেজা ১৮ ৫৬ ৩.১১
২য় ইনিংস
  ভারত ব্যাটিং[১৪]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
রোহিত শর্মা এলবিডব্লিউ বো প্যাট কামিনস ১৫ ২৬ ৫৭.৬৯
শুভমান গিল বো স্কট বোল্যান্ড ১৩ ১৫ ৮৬.৬৬
চেতেশ্বর পুজারা বো ক্যামেরন গ্রিন ১৪ ২৫ ৫৬.০০
বিরাট কোহলি স্টিভেন স্মিথ বো মিচেল স্টার্ক ১৪ ৩১ ৪৫.১৬
অজিঙ্কা রাহানে ক্যামেরন গ্রিন বো প্যাট কামিনস ৮৯ ১২৯ ১১ ৬৮.৯৯
রবীন্দ্র জাদেজা স্টিভেন স্মিথ বো নাথান লায়ন ৪৮ ৫১ ৯৪.১১
কোনা শ্রীকর ভরত বো স্কট বোল্যান্ড ১৫ ৩৩.৩৩
শার্দুল ঠাকুর অ্যালেক্স ক্যারি বো ক্যামেরন গ্রিন ৫১ ১০৯ ৪৬.৭৮
উমেশ যাদব বো প্যাট কামিনস ১১ ৪৫.৪৫
মোহাম্মদ শামি অ্যালেক্স ক্যারি বো মিচেল স্টার্ক ১৩ ১১ ১১৮.১৮
মোহাম্মদ সিরাজ অপরাজিত ০.০০
অতিরিক্ত (বাই ১০, লেগ বাই ১০, নো বল ৮, ওয়াইড ১) ২৯
মোট (অল আউট; ৬৯.৪ ওভার) ২৯৬ ৩৫

উইকেট পতন: ১/৩০ (রোহিত শর্মা, ৫.৬ ওভার), ২/৩০ (শুভমান গিল, ৬.৪ ওভার), ৩/৫০ (চেতেশ্বর পুজারা, ১৩.৫ ওভার), ৪/৭১ (বিরাট কোহলি, ১৮.২ ওভার), ৫/১৪২ (রবীন্দ্র জাদেজা, ৩৪.৩ ওভার), ৬/১৫২ (কোনা শ্রীকর ভরত, ৩৮.২ ওভার), ৭/২৬১ (অজিঙ্কা রাহানে, ৬১.৬ ওভার), ৮/২৭১ (উমেশ যাদব, ৬৫.৫ ওভার), ৯/২৯৪ (শার্দুল ঠাকুর, ৬৮.৩ ওভার), ১০/২৯৬ (মোহাম্মদ শামি, ৬৯.৪ ওভার)

  অস্ট্রেলিয়া বোলিং[১৪]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
মিচেল স্টার্ক ১৩.৪ ৭১ ৫.১৯
প্যাট কামিনস ২০ ৮৩ ৪.১৫
স্কট বোল্যান্ড ২০ ৫৯ ২.৯৫
ক্যামেরন গ্রিন ১২ ৪৪ ৩.৬৬
নাথান লায়ন ১৯ ৪.৭৫
৩য় ইনিংস
  অস্ট্রেলিয়া ব্যাটিং[১৪]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
উসমান খাওয়াজা কোনা শ্রীকর ভরত বো উমেশ যাদব ১৩ ৩৯ ৩৩.৩৩
ডেভিড ওয়ার্নার কোনা শ্রীকর ভরত বো মোহাম্মদ সিরাজ ১২.৫০
মার্নাস লাবাসকাখনি চেতেশ্বর পুজারা বো উমেশ যাদব ৪১ ১২৬ ৩২.৫৩
স্টিভেন স্মিথ শার্দুল ঠাকুর বো রবীন্দ্র জাদেজা ৩৪ ৪৭ ৭২.৩৪
ট্র্যাভিস হেড ক ও বো রবীন্দ্র জাদেজা ১৮ ২৭ ৬৬.৬৬
ক্যামেরন গ্রিন বো রবীন্দ্র জাদেজা ২৫ ৯৫ ২৬.৩১
অ্যালেক্স ক্যারি অপরাজিত ৬৬ ১০৫ ৬২.৮৫
মিচেল স্টার্ক বিরাট কোহলি বো মোহাম্মদ শামি ৪১ ৫৭ ৭১.৯২
প্যাট কামিনস ক অতিরিক্ত [অক্ষর প্যাটেল] বো মোহাম্মদ শামি ১০০.০০
নাথান লায়ন ব্যাট করেননি
স্কট বোল্যান্ড ব্যাট করেননি
অতিরিক্ত (বাই ৯, লেগ বাই ৯, নো বল ২, ওয়াইড ৬) ২৬
মোট (৮ উইকেট; ৮৪.৩ ওভার; ঘোষিত) ২৭০ ২৯

উইকেট পতন: ১/২ (ডেভিড ওয়ার্নার, ৩.৩ ওভার), ২/২৪ (উসমান খাওয়াজা, ১৪.১ ওভার), ৩/২৬ (স্টিভেন স্মিথ, ৩০.১ ওভার), ৪/১১১ (ট্র্যাভিস হেড, ৩৬.৩ ওভার), ৫/১২৪ (মার্নাস লাবাসকাখনি, ৪৬.৪ ওভার), ৬/১৬৭ (ক্যামেরন গ্রিন, ৬২.৬ ওভার), ৭/২৬০ (মিচেল স্টার্ক, ৮২.৬ ওভার), ৮/২৭০ (প্যাট কামিনস, ৮৪.৩ ওভার)

  ভারত বোলিং[১৪]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
মোহাম্মদ শামি ১৬.৩ ৩৯ ২.৩৬
মোহাম্মদ সিরাজ ২০ ৮০ ৪.০০
শার্দুল ঠাকুর ২১ ২.৬২
উমেশ যাদব ১৭ ৫৪ ৩.১৭
রবীন্দ্র জাদেজা ২৩ ৫৮ ২.৫২
৪র্থ ইনিংস
  ভারত ব্যাটিং[১৪]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
রোহিত শর্মা এলবিডব্লিউ বো নাথান লায়ন ৪৩ ৬০ ৭১.৬৬
শুভমান গিল ক্যামেরন গ্রিন বো স্কট বোল্যান্ড ১৮ ১৯ ৯৪.৭৩
চেতেশ্বর পুজারা অ্যালেক্স ক্যারি বো প্যাট কামিনস ২৭ ৪৭ ৫৭.৪৪
বিরাট কোহলি স্টিভেন স্মিথ বো স্কট বোল্যান্ড ৪৯ ৭৮ ৬২.৮২
অজিঙ্কা রাহানে অ্যালেক্স ক্যারি বো মিচেল স্টার্ক ৪৬ ১০৮ ৪২.৫৯
রবীন্দ্র জাদেজা অ্যালেক্স ক্যারি বো স্কট বোল্যান্ড ০.০০
কোনা শ্রীকর ভরত ক ও বো নাথান লায়ন ২৩ ৪১ ৫৬.০৯
শার্দুল ঠাকুর এলবিডব্লিউ বো নাথান লায়ন ০.০০
উমেশ যাদব অ্যালেক্স ক্যারি বো মিচেল স্টার্ক ১৩ ১৬২.৫০
মোহাম্মদ শামি অপরাজিত ১৩ ১১ ১১৮.১৮
মোহাম্মদ সিরাজ স্কট বোল্যান্ড বো নাথান লায়ন ১৬.৬৬
অতিরিক্ত (লেগ বাই ২, নো বল ৫, ওয়াইড ৬) ১৩
মোট (অল আউট; ৬৩.৩ ওভার) ২৩৪ ৩৩

উইকেট পতন: ১/৪১ (শুভমান গিল, ৭.১ ওভার), ২/৯২ (রোহিত শর্মা, ১৯.৫ ওভার), ৩/৯৩ (চেতেশ্বর পুজারা, ২০.৪ ওভার), ৪/১৭৯ (বিরাট কোহলি, ৪৬.৩ ওভার), ৫/১৭৯ (রবীন্দ্র জাদেজা, ৪৬.৫ ওভার), ৬/২১২ (অজিঙ্কা রাহানে, ৫৬.২ ওভার), ৭/২১৩ (শার্দুল ঠাকুর, ৫৭.৪ ওভার), ৮/২২০ (উমেশ যাদব, ৬০.২ ওভার), ৯/২২৪ (কোনা শ্রীকর ভরত, ৬১.৫ ওভার), ১০/২৯৬ (মোহাম্মদ সিরাজ, ৬৩.৩ ওভার)

  অস্ট্রেলিয়া বোলিং[১৪]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
প্যাট কামিনস ১৩ ৫৫ ৪.২৩
স্কট বোল্যান্ড ১৬ ৪৬ ২.৮৭
মিচেল স্টার্ক ১৪ ৭৭ ৫.৫০
ক্যামেরন গ্রিন ১৩ ২.৬০
নাথান লায়ন ১৫.৩ ৪১ ২.৬৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Ultimate Test confirmed for 7-11 June at The Oval"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "India qualify for WTC final after New Zealand beat Sri Lanka in Christchurch"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ 
  3. "Australia crowned ICC World Test Champions with win over India"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩ 
  4. "Boland breaks India's resistance as Australia claim WTC title"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩ 
  5. "WTC final FAQs: Dukes ball, reserve day, a first-of-its-kind Oval Test, and more"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩ 
  6. "Trio recalled as Australia name WTC final, Ashes squad"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩ 
  7. "India squad for ICC World Test Championship 2023 Final"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩ 
  8. "World Test Championship final: Both the squads"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩ 
  9. "KL Rahul ruled out of WTC23 final"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৩ 
  10. "India name Ishan Kishan as KL Rahul's replacement for WTC final"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৩ 
  11. "Jaiswal replaces Gaikwad as stand-by player for WTC final"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩ 
  12. "Mitchell Marsh, Renshaw moved to reserves in Australia's WTC squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩ 
  13. "Neser replaces Hazlewood in Australia's WTC final squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ 
  14. "Final, The Oval, June 07 - 11, 2023, ICC World Test Championship"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২