২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ২০২৩ সালের ৭ থেকে ১১ জুন সময়ে ইংল্যান্ডের লন্ডনের দি ওভালে অনুষ্ঠিত হয়।[১] ম্যাচটিতে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া ও ভারত।[২] ম্যাচটিতে ভারতে ২০৯ রানে পরাজিত করে নিজেদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে অস্ট্রেলিয়া।[৩][৪]
প্রতিযোগিতা | ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||
তারিখ | ৭ জুন ২০২৩ – ১১ জুন ২০২৩ | ||||||||||||||
মাঠ | দি ওভাল, লন্ডন | ||||||||||||||
ম্যাচসেরা | ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া) | ||||||||||||||
আম্পায়ার | ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড; মাঠের আম্পায়ার) রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড; মাঠের আম্পায়ার) রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড; টেলিভিশন আম্পায়ার) কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা; রিজার্ভ আম্পায়ার) | ||||||||||||||
← ২০২১ ২০২৫ → |
ফাইনালের পথ
সম্পাদনাঅস্ট্রেলিয়া[৫] | পর্ব | ভারত[৫] | ||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ | সিরিজের ফল | লিগ পর্ব | প্রতিপক্ষ | সিরিজের ফল | ||||||||||||||||||||||||||||||||||||
ইংল্যান্ড | অস্ট্রেলিয়া ৪–০ ইংল্যান্ড | সিরিজ ১ | ইংল্যান্ড | ভারত ২–২ ইংল্যান্ড | ||||||||||||||||||||||||||||||||||||
পাকিস্তান | অস্ট্রেলিয়া ১–০ পাকিস্তান | সিরিজ ২ | নিউজিল্যান্ড | ভারত ১–০ নিউজিল্যান্ড | ||||||||||||||||||||||||||||||||||||
শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া ১–১ শ্রীলঙ্কা | সিরিজ ৩ | দক্ষিণ আফ্রিকা | ভারত ১–২ দক্ষিণ আফ্রিকা | ||||||||||||||||||||||||||||||||||||
ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া ২–০ ওয়েস্ট ইন্ডিজ | সিরিজ ৪ | শ্রীলঙ্কা | ভারত ২–০ শ্রীলঙ্কা | ||||||||||||||||||||||||||||||||||||
দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া ২–০ দক্ষিণ আফ্রিকা | সিরিজ ৫ | বাংলাদেশ | ভারত ২–০ বাংলাদেশ | ||||||||||||||||||||||||||||||||||||
ভারত | অস্ট্রেলিয়া ১–২ ভারত | সিরিজ ৬ | অস্ট্রেলিয়া | ভারত ২–১ অস্ট্রেলিয়া | ||||||||||||||||||||||||||||||||||||
লিগ পর্বে ১ম স্থান
|
লিগ পর্বে সর্বশেষ অবস্থান | লিগ পর্বে ২য় স্থান
|
দলীয় সদস্য
সম্পাদনাঅস্ট্রেলিয়া[৬] | ভারত[৭] |
---|---|
প্রাথমিকভাবে ভারত দলে ঋতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদবকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৮] ২০২৩ সালের ৫ মে চোটের কারণে লোকেশ রাহুল ভারত দল থেকে ছিটকে যান।[৯] তাঁর পরিবর্তে ইশান কিশনকে ভারত দলে অন্তর্ভুক্ত করা হয়।[১০] ২০২৩ সালের ২৮ মে ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে যশস্বী জয়সওয়ালকে ভারতের স্ট্যান্ডবাই তালিকায় নেয়া হয়।[১১] মিচেল মার্শ ও ম্যাট রেনশকে প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার মূল দলে রাখা হলেও পরবর্তীতে এ দুজনকে স্ট্যান্ডবাই তালিকায় নিয়ে যাওয়া হয়।[১২] ২০২৩ সালের ৪ জুন জশ হ্যাজলউড চোটের কারণে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলে মাইকেল নেসারকে নেয়া হয়।[১৩]
ম্যাচের বিবরণ
সম্পাদনা৭–১১ জুন ২০২৩
স্কোরকার্ড |
ব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১৩ ওভার, ১২ ওভার ও ৭ ওভার খেলা সম্ভব হয়নি।
ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা
সম্পাদনা- মাঠের আম্পায়ার: ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ
- টেলিভিশন আম্পায়ার: রিচার্ড কেটলবরা
- ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন
- রিজার্ভ আম্পায়ার: কুমার ধর্মসেনা
উৎস: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
স্কোরকার্ড
সম্পাদনা- ১ম ইনিংস
অস্ট্রেলিয়া ব্যাটিং[১৪] | |||||||
---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | অবস্থা | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট | |
ডেভিড ওয়ার্নার | ক কোনা শ্রীকর ভরত বো শার্দুল ঠাকুর | ৪৩ | ৬০ | ৮ | ০ | ৭১.৬৬ | |
উসমান খাওয়াজা | ক কোনা শ্রীকর ভরত বো মোহাম্মদ সিরাজ | ০ | ১০ | ০ | ০ | ০.০০ | |
মার্নাস লাবাসকাখনি | বো মোহাম্মদ শামি | ২৬ | ৬২ | ৩ | ০ | ৪১.৯৩ | |
স্টিভেন স্মিথ | বো শার্দুল ঠাকুর | ১২১ | ২৬৮ | ১৯ | ০ | ৪৫.১৪ | |
ট্র্যাভিস হেড | ক কোনা শ্রীকর ভরত বো মোহাম্মদ সিরাজ | ১৬৩ | ১৭৪ | ২৫ | ১ | ৯৩.৬৭ | |
ক্যামেরন গ্রিন | ক শুভমান গিল বো মোহাম্মদ শামি | ৬ | ৭ | ১ | ০ | ৮৫.৭১ | |
অ্যালেক্স ক্যারি | এলবিডব্লিউ বো রবীন্দ্র জাদেজা | ৪৮ | ৬৯ | ৭ | ১ | ৬৯.৫৬ | |
মিচেল স্টার্ক | রান আউট (অতিরিক্ত [অক্ষর প্যাটেল]) | ৫ | ২০ | ০ | ০ | ২৫.০০ | |
প্যাট কামিনস | ক অজিঙ্কা রাহানে বো মোহাম্মদ সিরাজ | ৯ | ৩৪ | ০ | ০ | ২৬.৪৭ | |
নাথান লায়ন | বো মোহাম্মদ সিরাজ | ৯ | ২৫ | ১ | ০ | ৩৬.০০ | |
স্কট বোল্যান্ড | অপরাজিত | ১ | ৭ | ০ | ০ | ১৪.২৮ | |
অতিরিক্ত | (বাই ১৩, লেগ বাই ১০, নো বল ৭, ওয়াইড ৮) | ৩৮ | |||||
মোট | (অল আউট; ১২১.৩ ওভার) | ৪৬৯ | ৬৪ | ২ |
উইকেট পতন: ১/২ (উসমান খাওয়াজা, ৩.৪ ওভার), ২/৭১ (ডেভিড ওয়ার্নার, ২১.৪ ওভার), ৩/৭৬ (মার্নাস লাবাসকাখনি, ২৪.১ ওভার), ৪/৩৬১ (ট্র্যাভিস হেড, ৯১.১ ওভার), ৫/৩৭৬ (ক্যামেরন গ্রিন, ৯৪.২ ওভার), ৬/৩৮৭ (স্টিভেন স্মিথ, ৯৮.১ ওভার), ৭/৪০২ (মিচেল স্টার্ক, ১০৩.৫ ওভার), ৮/৪৫৩ (অ্যালেক্স ক্যারি, ১১৪.৪ ওভার), ৯/৪৬৮ (নাথান লায়ন, ১১৯.৫ ওভার), ১০/৪৬৯ (প্যাট কামিনস, ১২১.৩ ওভার)
ভারত বোলিং[১৪] | ||||||
---|---|---|---|---|---|---|
বোলার | ওভার | মেডেন | রান | উইকেট | ইকোনমি | |
মোহাম্মদ শামি | ২৯ | ৪ | ১২২ | ২ | ৪.২০ | |
মোহাম্মদ সিরাজ | ২৮.৩ | ৪ | ১০৮ | ৪ | ৩.৭৮ | |
উমেশ যাদব | ২৩ | ৫ | ৭৭ | ০ | ৩.৩৪ | |
শার্দুল ঠাকুর | ২৩ | ৪ | ৮৩ | ২ | ৩.৬০ | |
রবীন্দ্র জাদেজা | ১৮ | ২ | ৫৬ | ১ | ৩.১১ |
- ২য় ইনিংস
ভারত ব্যাটিং[১৪] | |||||||
---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | অবস্থা | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট | |
রোহিত শর্মা | এলবিডব্লিউ বো প্যাট কামিনস | ১৫ | ২৬ | ২ | ০ | ৫৭.৬৯ | |
শুভমান গিল | বো স্কট বোল্যান্ড | ১৩ | ১৫ | ২ | ০ | ৮৬.৬৬ | |
চেতেশ্বর পুজারা | বো ক্যামেরন গ্রিন | ১৪ | ২৫ | ২ | ০ | ৫৬.০০ | |
বিরাট কোহলি | ক স্টিভেন স্মিথ বো মিচেল স্টার্ক | ১৪ | ৩১ | ২ | ০ | ৪৫.১৬ | |
অজিঙ্কা রাহানে | ক ক্যামেরন গ্রিন বো প্যাট কামিনস | ৮৯ | ১২৯ | ১১ | ১ | ৬৮.৯৯ | |
রবীন্দ্র জাদেজা | ক স্টিভেন স্মিথ বো নাথান লায়ন | ৪৮ | ৫১ | ৭ | ১ | ৯৪.১১ | |
কোনা শ্রীকর ভরত | বো স্কট বোল্যান্ড | ৫ | ১৫ | ০ | ০ | ৩৩.৩৩ | |
শার্দুল ঠাকুর | ক অ্যালেক্স ক্যারি বো ক্যামেরন গ্রিন | ৫১ | ১০৯ | ৬ | ০ | ৪৬.৭৮ | |
উমেশ যাদব | বো প্যাট কামিনস | ৫ | ১১ | ১ | ০ | ৪৫.৪৫ | |
মোহাম্মদ শামি | ক অ্যালেক্স ক্যারি বো মিচেল স্টার্ক | ১৩ | ১১ | ২ | ০ | ১১৮.১৮ | |
মোহাম্মদ সিরাজ | অপরাজিত | ০ | ৩ | ০ | ০ | ০.০০ | |
অতিরিক্ত | (বাই ১০, লেগ বাই ১০, নো বল ৮, ওয়াইড ১) | ২৯ | |||||
মোট | (অল আউট; ৬৯.৪ ওভার) | ২৯৬ | ৩৫ | ২ |
উইকেট পতন: ১/৩০ (রোহিত শর্মা, ৫.৬ ওভার), ২/৩০ (শুভমান গিল, ৬.৪ ওভার), ৩/৫০ (চেতেশ্বর পুজারা, ১৩.৫ ওভার), ৪/৭১ (বিরাট কোহলি, ১৮.২ ওভার), ৫/১৪২ (রবীন্দ্র জাদেজা, ৩৪.৩ ওভার), ৬/১৫২ (কোনা শ্রীকর ভরত, ৩৮.২ ওভার), ৭/২৬১ (অজিঙ্কা রাহানে, ৬১.৬ ওভার), ৮/২৭১ (উমেশ যাদব, ৬৫.৫ ওভার), ৯/২৯৪ (শার্দুল ঠাকুর, ৬৮.৩ ওভার), ১০/২৯৬ (মোহাম্মদ শামি, ৬৯.৪ ওভার)
অস্ট্রেলিয়া বোলিং[১৪] | ||||||
---|---|---|---|---|---|---|
বোলার | ওভার | মেডেন | রান | উইকেট | ইকোনমি | |
মিচেল স্টার্ক | ১৩.৪ | ০ | ৭১ | ২ | ৫.১৯ | |
প্যাট কামিনস | ২০ | ২ | ৮৩ | ৩ | ৪.১৫ | |
স্কট বোল্যান্ড | ২০ | ৬ | ৫৯ | ২ | ২.৯৫ | |
ক্যামেরন গ্রিন | ১২ | ১ | ৪৪ | ২ | ৩.৬৬ | |
নাথান লায়ন | ৪ | ০ | ১৯ | ১ | ৪.৭৫ |
- ৩য় ইনিংস
অস্ট্রেলিয়া ব্যাটিং[১৪] | |||||||
---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | অবস্থা | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট | |
উসমান খাওয়াজা | ক কোনা শ্রীকর ভরত বো উমেশ যাদব | ১৩ | ৩৯ | ২ | ০ | ৩৩.৩৩ | |
ডেভিড ওয়ার্নার | ক কোনা শ্রীকর ভরত বো মোহাম্মদ সিরাজ | ১ | ৮ | ০ | ০ | ১২.৫০ | |
মার্নাস লাবাসকাখনি | ক চেতেশ্বর পুজারা বো উমেশ যাদব | ৪১ | ১২৬ | ৪ | ০ | ৩২.৫৩ | |
স্টিভেন স্মিথ | ক শার্দুল ঠাকুর বো রবীন্দ্র জাদেজা | ৩৪ | ৪৭ | ৩ | ০ | ৭২.৩৪ | |
ট্র্যাভিস হেড | ক ও বো রবীন্দ্র জাদেজা | ১৮ | ২৭ | ০ | ২ | ৬৬.৬৬ | |
ক্যামেরন গ্রিন | বো রবীন্দ্র জাদেজা | ২৫ | ৯৫ | ৪ | ০ | ২৬.৩১ | |
অ্যালেক্স ক্যারি | অপরাজিত | ৬৬ | ১০৫ | ৮ | ০ | ৬২.৮৫ | |
মিচেল স্টার্ক | ক বিরাট কোহলি বো মোহাম্মদ শামি | ৪১ | ৫৭ | ৭ | ০ | ৭১.৯২ | |
প্যাট কামিনস | ক অতিরিক্ত [অক্ষর প্যাটেল] বো মোহাম্মদ শামি | ৫ | ৫ | ১ | ০ | ১০০.০০ | |
নাথান লায়ন | ব্যাট করেননি | ||||||
স্কট বোল্যান্ড | ব্যাট করেননি | ||||||
অতিরিক্ত | (বাই ৯, লেগ বাই ৯, নো বল ২, ওয়াইড ৬) | ২৬ | |||||
মোট | (৮ উইকেট; ৮৪.৩ ওভার; ঘোষিত) | ২৭০ | ২৯ | ২ |
উইকেট পতন: ১/২ (ডেভিড ওয়ার্নার, ৩.৩ ওভার), ২/২৪ (উসমান খাওয়াজা, ১৪.১ ওভার), ৩/২৬ (স্টিভেন স্মিথ, ৩০.১ ওভার), ৪/১১১ (ট্র্যাভিস হেড, ৩৬.৩ ওভার), ৫/১২৪ (মার্নাস লাবাসকাখনি, ৪৬.৪ ওভার), ৬/১৬৭ (ক্যামেরন গ্রিন, ৬২.৬ ওভার), ৭/২৬০ (মিচেল স্টার্ক, ৮২.৬ ওভার), ৮/২৭০ (প্যাট কামিনস, ৮৪.৩ ওভার)
ভারত বোলিং[১৪] | ||||||
---|---|---|---|---|---|---|
বোলার | ওভার | মেডেন | রান | উইকেট | ইকোনমি | |
মোহাম্মদ শামি | ১৬.৩ | ৬ | ৩৯ | ২ | ২.৩৬ | |
মোহাম্মদ সিরাজ | ২০ | ২ | ৮০ | ১ | ৪.০০ | |
শার্দুল ঠাকুর | ৮ | ১ | ২১ | ০ | ২.৬২ | |
উমেশ যাদব | ১৭ | ১ | ৫৪ | ২ | ৩.১৭ | |
রবীন্দ্র জাদেজা | ২৩ | ৪ | ৫৮ | ৩ | ২.৫২ |
- ৪র্থ ইনিংস
ভারত ব্যাটিং[১৪] | |||||||
---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | অবস্থা | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট | |
রোহিত শর্মা | এলবিডব্লিউ বো নাথান লায়ন | ৪৩ | ৬০ | ৭ | ১ | ৭১.৬৬ | |
শুভমান গিল | ক ক্যামেরন গ্রিন বো স্কট বোল্যান্ড | ১৮ | ১৯ | ২ | ০ | ৯৪.৭৩ | |
চেতেশ্বর পুজারা | ক অ্যালেক্স ক্যারি বো প্যাট কামিনস | ২৭ | ৪৭ | ৫ | ০ | ৫৭.৪৪ | |
বিরাট কোহলি | ক স্টিভেন স্মিথ বো স্কট বোল্যান্ড | ৪৯ | ৭৮ | ৭ | ০ | ৬২.৮২ | |
অজিঙ্কা রাহানে | ক অ্যালেক্স ক্যারি বো মিচেল স্টার্ক | ৪৬ | ১০৮ | ৭ | ০ | ৪২.৫৯ | |
রবীন্দ্র জাদেজা | ক অ্যালেক্স ক্যারি বো স্কট বোল্যান্ড | ০ | ২ | ০ | ০ | ০.০০ | |
কোনা শ্রীকর ভরত | ক ও বো নাথান লায়ন | ২৩ | ৪১ | ২ | ০ | ৫৬.০৯ | |
শার্দুল ঠাকুর | এলবিডব্লিউ বো নাথান লায়ন | ০ | ৫ | ০ | ০ | ০.০০ | |
উমেশ যাদব | ক অ্যালেক্স ক্যারি বো মিচেল স্টার্ক | ১৩ | ৮ | ৩ | ০ | ১৬২.৫০ | |
মোহাম্মদ শামি | অপরাজিত | ১৩ | ১১ | ২ | ০ | ১১৮.১৮ | |
মোহাম্মদ সিরাজ | ক স্কট বোল্যান্ড বো নাথান লায়ন | ১ | ৬ | ০ | ০ | ১৬.৬৬ | |
অতিরিক্ত | (লেগ বাই ২, নো বল ৫, ওয়াইড ৬) | ১৩ | |||||
মোট | (অল আউট; ৬৩.৩ ওভার) | ২৩৪ | ৩৩ | ১ |
উইকেট পতন: ১/৪১ (শুভমান গিল, ৭.১ ওভার), ২/৯২ (রোহিত শর্মা, ১৯.৫ ওভার), ৩/৯৩ (চেতেশ্বর পুজারা, ২০.৪ ওভার), ৪/১৭৯ (বিরাট কোহলি, ৪৬.৩ ওভার), ৫/১৭৯ (রবীন্দ্র জাদেজা, ৪৬.৫ ওভার), ৬/২১২ (অজিঙ্কা রাহানে, ৫৬.২ ওভার), ৭/২১৩ (শার্দুল ঠাকুর, ৫৭.৪ ওভার), ৮/২২০ (উমেশ যাদব, ৬০.২ ওভার), ৯/২২৪ (কোনা শ্রীকর ভরত, ৬১.৫ ওভার), ১০/২৯৬ (মোহাম্মদ সিরাজ, ৬৩.৩ ওভার)
অস্ট্রেলিয়া বোলিং[১৪] | ||||||
---|---|---|---|---|---|---|
বোলার | ওভার | মেডেন | রান | উইকেট | ইকোনমি | |
প্যাট কামিনস | ১৩ | ১ | ৫৫ | ১ | ৪.২৩ | |
স্কট বোল্যান্ড | ১৬ | ২ | ৪৬ | ৩ | ২.৮৭ | |
মিচেল স্টার্ক | ১৪ | ১ | ৭৭ | ২ | ৫.৫০ | |
ক্যামেরন গ্রিন | ৫ | ০ | ১৩ | ০ | ২.৬০ | |
নাথান লায়ন | ১৫.৩ | ২ | ৪১ | ৪ | ২.৬৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Ultimate Test confirmed for 7-11 June at The Oval"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "India qualify for WTC final after New Zealand beat Sri Lanka in Christchurch"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।
- ↑ "Australia crowned ICC World Test Champions with win over India"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩।
- ↑ "Boland breaks India's resistance as Australia claim WTC title"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩।
- ↑ ক খ "WTC final FAQs: Dukes ball, reserve day, a first-of-its-kind Oval Test, and more"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩।
- ↑ "Trio recalled as Australia name WTC final, Ashes squad"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩।
- ↑ "India squad for ICC World Test Championship 2023 Final"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩।
- ↑ "World Test Championship final: Both the squads"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩।
- ↑ "KL Rahul ruled out of WTC23 final"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৩।
- ↑ "India name Ishan Kishan as KL Rahul's replacement for WTC final"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৩।
- ↑ "Jaiswal replaces Gaikwad as stand-by player for WTC final"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।
- ↑ "Mitchell Marsh, Renshaw moved to reserves in Australia's WTC squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।
- ↑ "Neser replaces Hazlewood in Australia's WTC final squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "Final, The Oval, June 07 - 11, 2023, ICC World Test Championship"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।