২০২০–২১ পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

পাকিস্তান ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা এপ্রিল থেকে মে ২০২১-এ অনুষ্ঠিত হয়।[][][] জিম্বাবুয়েতে পাকিস্তানের এই সফরটি দক্ষিণ আফ্রিকা সফরের পরপরই তৈরি করা হয়।

২০২০-২১ পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে পাকিস্তান
তারিখ ২১ এপ্রিল – ১১ মে ২০২১
অধিনায়ক ব্রেন্ডন টেলর (টেস্ট)
শন উইলিয়ামস (টি২০আই)
বাবর আজম
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান রেজিস চাকাভা (১৪৬) আবিদ আলী (২৭৫)
সর্বাধিক উইকেট ব্লেসিং মুজারাবানি (৭) হাসান আলী (১৪)
সিরিজ সেরা খেলোয়াড় হাসান আলী (পাকিস্তান)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ওয়েসলি মাধেভেরে (৮৯) মোহাম্মদ রিজওয়ান (১৮৬)
সর্বাধিক উইকেট লুক জংউই (৯) মোহাম্মদ হাসনাইন (৫)
সিরিজ সেরা খেলোয়াড় মোহাম্মাদ রিজওয়ান (পাকিস্তান)

দলীয় সদস্য

সম্পাদনা
টেস্ট টি২০আই
  জিম্বাবুয়ে   পাকিস্তান[]   জিম্বাবুয়ে[]   পাকিস্তান[]

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
২১ এপ্রিল ২০২১
১১:০০
Scorecard
পাকিস্তান  
১৪৯/৭ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১৩৮/৭ (২০ ওভার)
ক্রেগ আরভিন ৩৪ (২৩)
উসমান কাদির ৩/২৯ (৪ ওভার)

২য় টি২০আই

সম্পাদনা
২৩ এপ্রিল ২০২১
১১:০০
Scorecard
জিম্বাবুয়ে  
১১৮/৯ (২০ ওভার)
  পাকিস্তান
৯৯ (১৯.৫ ওভার)
বাবর আজম ৪১ (৪৫)
লুক জংউই ৪/১৮ (৩.৫ ওভার)
জিম্বাবুয়ে ১৯ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুক জংউই (জিম্বাবুয়ে)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আরশাদ ইকবাল (পাকিস্তান) তার টি২০আই অভিষেক হয়।
  • এটা ছিল টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপরীতে জিম্বাবুয়ের প্রথম জয়।[]

৩য় টি২০আই

সম্পাদনা
২৫ এপ্রিল ২০২১
১১:০০
Scorecard
পাকিস্তান  
১৬৫/৩ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১৪১/৭ (২০ ওভার)
পাকিস্তান ২৪ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: হাসান আলী (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাবর আজম (পাকিস্তান) ইনিংসের বিচারে, দ্রুততম ২০০০ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের রেকর্ড তৈরি করেন (৫২)।[]

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
২৯ এপ্রিল–৩ মে ২০২১
১৭৬ (৫৯.১ ওভার)
রয় কাইয়া ৪৮ (৯৪)
শাহীন আফ্রিদি ৪/৪৩ (১৫.১ ওভার)
৪২৬ (১৩৩ ওভার)
ফায়াদ আলম ১৪০ (২০৪)
ব্লেসিং মুজারাবানি ৪/৭৩ (৩১ ওভার)
১৩৪ (৪৬.২ ওভার)
তারিসাই মুসাকান্দা ৪৩ (৮৪)
হাসান আলী ৫/৩৬ (১২.২ ওভার)
পাকিস্তান একটি ইনিংস এবং ১১৬ রানে দ্বারা জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: হাসান আলী (পাকিস্তান)

২য় টেস্ট

সম্পাদনা
৭–১১ মে ২০২১
৫১০/৮ঘো (১৭৪.১ ওভার)
আবিদ আলী ২১৫* (৪৭০)
ব্লেসিং মুজারাবানি ৩/৮২ (২৯ ওভার)
১৩২ (৬০.৪ ওভার)
রেজিস চাকাভা ৩৩ (১৩৭)
হাসান আলী ৫/২৭ (১৩ ওভার)
২৩১ (৬৮ ওভার) (এফ/ও)
রেজিস চাকাভা ৮০ (১৩৭)
শাহীন আফ্রিদি ৫/৫২ (২০ ওভার)
পাকিস্তান একটি ইনিংস এবং ১৪৭ রানে দ্বারা জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: আবিদ আলী (পাকিস্তান)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Men's Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  2. "Pakistan confirms South Africa tour in April 2021"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২০ 
  3. "Outcomes of PCB Cricket Committee meeting"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১ 
  4. "Mohammad Wasim announces Pakistan squad for South Africa, Zimbabwe tours"Geo Super। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১ 
  5. "Uncapped Marumani, Chivanga and Mufudza named in Zimbabwe T20I squad"CricBuzz। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১ 
  6. "Wasim names Pakistan squad for Zimbabwe, South Africa tours; Dahani makes the cut"Geo News। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১ 
  7. "ZIM Vs PAK, 2nd T20: Zimbabwe Register First-ever Win Against Pakistan In Shortest Format - Highlights"Outlook India। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২১ 
  8. "Babar Azam breaks Virat Kohli's record by being the fastest batsman to 2,000 T20I runs"Geo TV। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা