২০১৯ নিউজিল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

নিউজিল্যান্ড ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা অগাস্ট থেকে সেপ্টেম্বর ২০১৯-এ অনুষ্ঠিত হয়।

২০১৯ নিউজিল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা নিউজিল্যান্ড
তারিখ ৮ আগস্ট – ৬ সেপ্টেম্বর ২০১৯
অধিনায়ক দিমুথ করুনারত্নে (টেস্ট)
লাসিথ মালিঙ্গা (টি২০আই)
কেন উইলিয়ামসন (টেস্ট)
টিম সাউদি (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান দিমুথ করুনারত্নে (২৪৭) টম ল্যাথাম (২২৯)
সর্বাধিক উইকেট আকিলা ধনঞ্জয় (৬)
লাসিথ এম্বুলদেনিয়া (৬)
এজাজ প্যাটেল (৯)
সিরিজ সেরা খেলোয়াড় বিজে ওয়াটলিং (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান কুশল মেন্ডিস (১০৫) কলিন ডি গ্র্যান্ডহোম (১০৩)
সর্বাধিক উইকেট লাসিথ মালিঙ্গা (৭) টিম সাউদি (৪)
মিচেল স্যান্টনার (৪)
সিরিজ সেরা খেলোয়াড় টিম সাউদি (নিউজিল্যান্ড)

দলীয় সদস্য

সম্পাদনা
টেস্ট টি২০আই
  শ্রীলঙ্কা   নিউজিল্যান্ড   শ্রীলঙ্কা   নিউজিল্যান্ড

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা

তিনদিনের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ বনাম নিউজিল্যান্ড

সম্পাদনা
৮–১০ আগস্ট ২০১৯
৩২৩/৬ (৬৫.৫ ওভার)
দানুষ্কা গুণতিলকা ৯৮ (৯৭)
এজাজ প্যাটেল ৫/৪১ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ২ ও ৩ দিনে কোনও খেলা সম্ভব হয়নি।

বিশ ওভারের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ বনাম নিউজিল্যান্ড

সম্পাদনা
২৯ আগস্ট ২০১৯
১৯:০০ (দিন/রাত)
নিউজিল্যান্ড  
১৬৮/৬ (২০ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
১৪–১৮ আগস্ট ২০১৯
Scorecard
২৪৯ (৮৩.২ ওভার)
রস টেলর ৮৬ (১৩২)
আকিলা ধনঞ্জয় ৫/৮০ (৩০ ওভার)
২৬৭ (৯৩.২ ওভার)
নিরোশন ডিকওয়েলা ৬১ (১০৯)
এজাজ প্যাটেল ৫/৮৯ (৩৩ ওভার)
২৮৫ (১০৬ ওভার)
বিজে ওয়াটলিং ৭৭ (১৭৩)
লাসিথ এম্বুলদেনিয়া ৪/৯৯ (৩৭ ওভার)
২৬৮/৪ (৮৬.১ ওভার)
দিমুথ করুনারত্নে ১২২ (২৪৩)
টিম সাউদি ১/৩৩ (১২ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ১ম দিনের ২২ ওভার খেলা নষ্ট হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: শ্রীলঙ্কা ৬০, নিউজিল্যান্ড ০।

২য় টেস্ট

সম্পাদনা
২২–২৬ আগস্ট ২০১৯
Scorecard
২৪৪ (৯০.২ ওভার)
ধনঞ্জয় ডি সিলভা ১০৯ (১৪৮)
টিম সাউদি ৪/৬৩ (২৯ ওভার)
৪৩১/৬ঘো (১১৫ ওভার)
টম ল্যাথাম ১৫৪ (২৫১)
দিলরুয়ান পেরেরা ৩/১১৪ (৩৭ ওভার)
১২২ (৭০.২ ওভার)
নিরোশন ডিকওয়েলা ৫১ (১৬১)
টিম সাউদি ২/১৫ (১২ ওভার)
নিউজিল্যান্ড একটি ইনিংস এবং ৬৫ রানে দ্বারা জয়ী
পি. সারা ওভাল, কলম্বো
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ১ম ও ২য় দিনে কেবল ৬৬ ওভার খেলা সম্ভব হয়েছিল। ৪র্থ দিনে বৃষ্টির কারণে লাঞ্চের পূর্ব পর্যন্ত কোন খেলা হয়নি।
  • ট্রেন্ট বোল্ট টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ৩য় সেরা বোলারের রেকর্ড তৈরি করেন।[]
  • টম ল্যাথাম (নিউজিল্যান্ড) টেস্ট ক্রিকেটে তার ১০ম শত রানের মাইলফলকে পৌছেন।[]
  • টিম সাউদি নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ২৫০ উইকেট নেওয়ার পক্ষে চতুর্থ বোলার হয়েছিলেন।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: শ্রীলঙ্কা ০, নিউজিল্যান্ড ৬০।

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
১ সেপ্টেম্বর ২০১৯
১৯:০০ (রাত)
শ্রীলঙ্কা  
১৭৪/৪ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১৭৫/৫ (১৯.৩ ওভার)
কুশল মেন্ডিস ৭৯ (৫৩)
টিম সাউদি ২/২০ (৪ ওভার)

২য় টি২০আই

সম্পাদনা
৩ সেপ্টেম্বর ২০১৯
১৯:০০ (রাত)
শ্রীলঙ্কা  
১৬১/৯ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১৬৫/৬ (১৯.৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

সম্পাদনা
৬ সেপ্টেম্বর ২০১৯
১৯:০০ (রাত)
শ্রীলঙ্কা  
১২৫/৮ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
৮৮ (১৬ ওভার)
টিম সাউদি ২৮* (২৩)
লাসিথ মালিঙ্গা ৫/৬ (৪ ওভার)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Black Caps v Sri Lanka: Trent Boult becomes third NZ bowler to 250 test wickets"Stuff। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  2. "Black Caps v Sri Lanka: Ton-up Tom Latham stays cool in the heat to raise hopes"Stuff। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা