২০১৮ নিদাহাস ট্রফি
২০১৮ সালে শ্রীলঙ্কায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট
২০১৮ নিদাহাস ট্রফি হচ্ছে ২০১৮ সালের মার্চ মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটি ক্রিকেট প্রতিযোগিতা।[১][২] এটি হচ্ছে একটি ত্রিদেশীয় সিরিজ যেখানে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা প্রতিযোগিতা করে।[৩] প্রত্যেক দল বিপরীত দলের সাথে ২টি করে ম্যাচ খেলে, যেখান থেকে ২টি দল ফাইনালের জন্য উত্তীর্ণ হয়।[১] শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০তম বছর উদযাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।[৪] শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করে যে, এই সিরিজের খেলাগুলো টুয়েন্টি২০ আন্তর্জাতিক হবে।[৫] ২০১৭ সালের নভেম্বর মাসে, এই সিরিজের সময়সূচী এবং ভেন্যু ঘোষণা করা হয় ও সকল ম্যাচ কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৬]
২০১৮ নিদাহাস ট্রফি | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ৬–১৮ মার্চ ২০১৮ | ||||||||||||||||||||||||||||
স্থান | শ্রীলঙ্কা | ||||||||||||||||||||||||||||
ফলাফল | ভারত বিজয়ী | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | ওয়াশিংটন সুন্দর | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
দলীয় সদস্য
সম্পাদনাবাংলাদেশ[৭] | ভারত[৮] | শ্রীলঙ্কা |
---|---|---|
পয়েন্ট তালিকা
সম্পাদনাদল
|
ম্যাচ | জয় | হার | ড্র | বো.প | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
ভারত | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৩৭৭ |
বাংলাদেশ | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | –০.২৯৩ |
শ্রীলঙ্কা | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | –০.০৮৫ |
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিজয় শঙ্কর (ভারত) তার টি২০আই অভিষেক হয়।
- টুয়েন্টি২০-তে এটি হচ্ছে ভারতের বিরুদ্ধে নিজ দেশের মাটিতে শ্রীলঙ্কার প্রথম জয়।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এটি বাংলাদেশের ছিল টি২০আইর মধ্যে সর্বোচ্চ স্কোর।
- টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ৫০ তম পরাজয় ছিল টি২০আইতে ৫০টি পরাজয়ের রেকর্ড।
- এটি টি২০আইর বাংলাদেশকে সর্বোচ্চ সফল করে তুলছে টি২০আইর মধ্যে চতুর্থ সর্বোচ্চ সফল রান চেজ।
৪র্থ টি২০আই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে খেলা ১৯ ওভার করা হয়।
- লোকেশ রাহুল টি-টোয়েন্টিতে ভারত হিট উইকেট কে হারাতে ভারতের প্রথম ব্যাটসম্যান হয়ে ওঠে।
৫ম টি২০আই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৬ষ্ঠ টি২০আই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মুশফিকুর রহিম টি২০আইতে তার ১০০০ তম রান এবং মাইলফলক পৌঁছানোর তৃতীয় বাংলাদেশী হয়েছেন।
- কুশল পেরেরা দ্রুততম শ্রীলঙ্কার হয়ে ও শ্রীলঙ্কার পক্ষে পঞ্চম ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে (৩৪ ইনিংসে) ১,০০০ রান সংগ্রহ করেন। তিনি একই বিরোধী দলের বিরুদ্ধে পাঁচ টি টি-টোয়েন্টি সেঞ্চুরির প্রথম খেলোয়াড় হয়েছিলেন।
- কুশল পেরেরা ও থিসারা পেরেরা সেট করেছেন শ্রীলঙ্কায় সর্বোচ্চ ছয় উইকেটে অংশীদারিত্ব টি-টোয়েন্টিতে (৯৭)।
ফাইনাল
সম্পাদনাব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রোহিত শর্মা (ভারত) টি২০আইয়ে দশম ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রান করেন।
- টি-টোয়েন্টি ফাইনালে যে কোনো দলের হিসেবে ভারত সফলভাবে সর্বোচ্চ রান তাড়া করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "India, Bangladesh, SL to play tri-series in 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "Nidahas Trophy 2018 tri-series fixtures announced"। Yahoo! Cricket। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৮।
- ↑ "India, Sri Lanka, Bangladesh triangular series in 2018"। Times of India। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "Nidahas Trophy to be played next March"। The Papare। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "Nidahas trophy 2018 announced"। Cricket Sri Lanka। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭।
- ↑ "Nidahas Trophy 2018 fixtures announced"। Cricket Sri Lanka। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭।
- ↑ "Shakib in tri-series despite major fitness concerns"। ESPN Cricinfo। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Rohit Sharma to lead India in Nidahas Trophy 2018"। BCCI Press Release। ২৫ ফেব্রুয়ারি ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৮।