২০১৬–১৭ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
বাংলাদেশ ক্রিকেট দল ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালে জানুয়ারিতে দুইটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি২০ ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে। নিউজিল্যান্ড ওডিআই এবং টি২০আই উভয় সিরিজ ৩-০ এবং টেস্ট সিরিজ ২-০ তে জয় করে।
২০১৬-১৭ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | বাংলাদেশ | ||
তারিখ | ২২ ডিসেম্বর ২০১৬ – ২৪ জানুয়ারি ২০১৭ | ||
অধিনায়ক | কেন উইলিয়ামসন |
মাশরাফী বিন মোর্ত্তজা (ওডিআই ও টি২০আই) মুশফিকুর রহিম (১ম টেস্ট) তামিম ইকবাল (২য় টেস্ট) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | টম ল্যাথাম (৩০২) | সাকিব আল হাসান (২৮৪) | |
সর্বাধিক উইকেট | ট্রেন্ট বোল্ট (১২) | সাকিব আল হাসান (৬) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | নিল ব্রুম (২২৮) | ইমরুল কায়েস (১১৯) | |
সর্বাধিক উইকেট | টিম সাউদি (৫) | সাকিব আল হাসান (৫) | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কেন উইলিয়ামসন (১৪৫) | মাহমুদুল্লাহ রিয়াদ (৮৯) | |
সর্বাধিক উইকেট | ইশ সোধি (৫) | রুবেল হোসেন (৭) |
দলীয় সদস্য
সম্পাদনামুশফিকুর রহিম প্রথম ওডিআইতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন, ফলে তিনি ২য় ও ৩য় ওডিআই মাঠের বাইরে কাটাতে হয়। নুরুল হাসানকে তার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়। জিতেন প্যাটেলকে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড দলে যোগ করা হয়। মার্টিন গাপটিল তৃতীয় ওডিআইতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন, ফলে তিনি টি২০আই সিরিজে বাদ পড়েন। তার পরিবর্তে নিল ব্রুমকে নেয়া হয়। ব্রুম পরে প্রথম টি২০আইতে আঙ্গুলে ব্যথা পান ও তার হাতে চিড় ধরা পড়ে। নিল ব্রুমের পরিবর্তে জর্জ ওয়ার্কারকে নেয়া হয়। লুক রঙ্কি দ্বিতীয় টি২০আইতে আঘাত পান এবং তার স্থলাভিষিক্ত হন টম ব্লানডেল। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মমিনুল হক ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে বাদ পড়েন। তামিম ইকবালকে মুশফিকুর জায়গায় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়, সেই সাথে নুরুল হাসান ও নাজমুল হোসেন শান্তকে দলে যোগ করা হয়।
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনা৫০ ওভার: নিউজিল্যান্ড একাদশ ব বাংলাদেশী
সম্পাদনা ২২ ডিসেম্বর ২০১৬
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশীদের টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪৩-এ আনা হয়।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ২৬ ডিসেম্বর ২০১৬
স্কোরকার্ড |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েন নাইট (নিউজিল্যান্ড) আম্পায়ার হিসেবে অভিষেক ম্যাচ পরিচালনা করেন।
- ওডিআইতে নিউজিল্যান্ডের দ্রুততম খেলোয়াড় হিসেবে কেন উইলিয়ামসন ৪,০০০ রান করেন।
২য় ওডিআই
সম্পাদনা ২৯ ডিসেম্বর ২০১৬
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) আম্পায়ার হিসেবে অভিষেক ওডিআই পরিচালনা করেন।
- নুরুল হাসান, শুভাশিস রায় ও তানবীর হায়দার (বাংলাদেশ) সব তার ওডিআই অভিষেক হয়।
- নিল ব্রুম (নিউজিল্যান্ড) ওয়ানডেতে তার প্রথম শতক অর্জন করেন।
৩য় ওডিআই
সম্পাদনা ৩১ ডিসেম্বর ২০১৬
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নিল ব্রুম ও কেন উইলিয়ামসনের ১৭৯ রানের জুটি হচ্ছে ওডিআইতে দ্বিতীয় উইকেট জুটিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা ৩ জানুয়ারি ২০১৭
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শন হেইগ ও ওয়েন নাইট (নিউজিল্যান্ড) উভয়ই আম্পায়ার হিসেবে তার প্রথম টি২০আই পরিচালনা করেন।
- টম ব্রুস, বেন হুইলার ও লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) সব তার টি২০আই অভিষেক হয়।
- মাশরাফী বিন মোর্ত্তজা (বাংলাদেশ) তার ৫০তম টি২০আই খেলেন।
- নিউজিল্যান্ডের ষষ্ঠ মাঠ হিসেবে ম্যাকলিন পার্কে আন্তর্জাতিক টি২০ অনুষ্ঠিত হয়।
২য় টি২০আই
সম্পাদনা ৬ জানুয়ারি ২০১৭
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) আম্পায়ার হিসেবে অভিষেক টি২০আই পরিচালনা করেন।
- কলিন মানরো নিউজিল্যান্ডের ৩য় খেলোয়াড় হিসেবে টি২০আইতে একটি শতক অর্জন করেন।
৩য় টি২০আই
সম্পাদনা ৮ জানুয়ারি ২০১৭
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টম ব্লান্ডেল (নিউজিল্যান্ড) তার টি২০আই অভিষেক ম্যাচ পরিচালনা করেন।
- কোরে অ্যান্ডারসন একটি টি২০আইয়ে একজন নিউজল্যান্ডীয় দ্বারা সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড করেন (১০)।
- অ্যান্ডারসনের ৯৪ রান ছিল টি২০আইয়ে ৫নং-এ ব্যাটিং করে করা সর্বোচ্চ ব্যক্তিগত রান।
- অ্যান্ডারসন এবং কেন উইলিয়ামসনের ১২৪ রানের জুটি টি২০আইতে নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা১২–১৬ জানুয়ারি ২০১৭
স্কোরকার্ড |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টি ও কম আলোর কারণে প্রথম দিনে শুধু ৪০.২ ওভার খেলা হয়।
- শুভাশিস রায় ও তাসকিন আহমেদ (বাংলাদেশ) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
- সাকিব আল হাসান এই টেস্টে ২১৭ রান করেন যা টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। একই সাথে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩,০০০ রান করেন।
- মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ৩৫৯ রানের জুটি টেস্টে বাংলাদেশের যে কোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
- ইমরুল কায়েস (বাংলাদেশ) একটি টেস্টের এক ইনিংসে বদলি উইকেটরক্ষক হিসেবে সর্বাধিক ক্যাচ নেন (৫)।
- বাংলাদেশের প্রথম ইনিংসের রান টেস্টে প্রথম ইনিংসে সর্বাধিক রান করেও হারার রেকর্ড।
২য় টেস্ট
সম্পাদনা২০–২৪ জানুয়ারি ২০১৭
স্কোরকার্ড |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ২য় দিনে ১৯ ওভার ও তৃতীয় দিন সম্পূর্ণ খেলা যায় নি।
- নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান (বাংলাদেশ) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
- তামিম ইকবাল (বাংলাদেশ) অধিনায়ক হিসেবে তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন।
- রস টেলর নিউজিল্যান্ডের তৃতীয় খেলোয়াড় হিসবে টেস্টে ৬,০০০ রান করেন।
- টিম সাউদি (নিউজিল্যান্ড) টেস্টে ২০০তম উইকেট নেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশের বিপক্ষে পুরো শক্তির নিউজিল্যান্ড"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- ↑ "প্রথম ওয়ানডের দলে ফিরলেন মোস্তাফিজ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএন ক্রিকইনফোতে সিরিজের পাতা (ইংরেজি)