২০১৬–১৭ জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ
একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট প্রতিযোগিতা
২০১৬-১৭ জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০১৬ সালের নভেম্বরে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়েছে।[১][২] এটি জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার একটি ত্রিদেশীয় সিরিজ ছিল। শ্রীলঙ্কা দল মূলতঃ দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য নির্ধারিত জিম্বাবুয়ে সফরে যায়। তবে ওয়ানডে এবং টি-টুয়েন্টি এই ত্রিদেশীয় সিরিজ দ্বারা প্রতিস্থাপিত করা হয়।[১]
জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ ২০১৬-১৭ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৪–২৭ নভেম্বর ২০১৬ | ||||||||||||||||||||||||||||
স্থান | জিম্বাবুয়ে | ||||||||||||||||||||||||||||
ফলাফল | শ্রীলঙ্কা সিরিজ জয় | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | কুশল মেন্ডিস | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
ডিআরএস প্রযুক্তি জিম্বাবুয়েতে সীমিত ওভারের সিরিজে প্রথমবারের মতো ব্যবহার করা হবে। এই জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় টেস্টে তার ব্যবহার নিম্নরূপ শ্রীলঙ্কার বিপক্ষে। যে অবিলম্বে ত্রিদেশীয় সিরিজের পূর্বে।
দলীয় সদস্য
সম্পাদনাজিম্বাবুয়ে | শ্রীলঙ্কা | ওয়েস্ট ইন্ডিজ |
---|---|---|
পয়েন্ট টেবিল
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | বোপ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শ্রীলঙ্কা | ৪ | ২ | ১ | ০ | ১ | ১ | ১১ | +০.৪৮৮ |
২ | জিম্বাবুয়ে | ৪ | ১ | ১ | ১ | ১ | ০ | ৮ | −১.০২০ |
৩ | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ১ | ২ | ১ | ০ | ১ | ৭ | +০.৩১৫ |
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
ফাইনালের জন্য যোগ্যতা অর্জন
খেলা
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ১৪ নভেম্বর
০৯:৩০ |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা) অধিনায়ক হিসেবে প্রথম ওডিআই ম্যাচ খেলেছেন।
- আসেলা গুণারত্নে (শ্রীলঙ্কা) ও কার্ল মুম্বা (জিম্বাবুয়ে) তার ওডিআই অভিষেক হয়।
- পয়েন্ট: শ্রীলঙ্কা ৫, জিম্বাবুয়ে ০।
২য় ওডিআই
সম্পাদনা ১৬ নভেম্বর
০৯:৩০ |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জেসন হোল্ডার, অ্যাশলে নার্স ও রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
- পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ৫, শ্রীলঙ্কা ০।
৩য় ওডিআই
সম্পাদনা ১৯ নভেম্বর
০৯:৩০ |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রাসেল টিফিন (জিম্বাবুয়ে) একটি আম্পায়ার হিসেবে তার ১৫০তম ওডিআইতে এসে দাঁড়ালেন।
- শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ওডিআইতে তার প্রথম সেঞ্চুরি।
- এই ছিল ৩৪র্থ বাঁধা ওয়ানডে ম্যাচ এবং দুই দলের মধ্যে প্রথম বাঁধা ওয়ানডে ম্যাচ।
- পয়েন্ট: জিম্বাবুয়ে ২, ওয়েস্ট ইন্ডিজ ২।
৪র্থ ওডিআই
সম্পাদনা ২১ নভেম্বর
০৯:৩০ [ স্কোরকার্ড] |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টি ভেজা প্রান্তভাগ কারণে আরও খেলা সম্ভব সঙ্গে জিম্বাবুয়ের ইনিংস খেলা বন্ধ।
- পয়েন্ট: জিম্বাবুয়ে ২, শ্রীলঙ্কা ২।
৫ম ওডিআই
সম্পাদনা ২৩ নভেম্বর
০৯:৩০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি।
- ৩৩০ শ্রীলঙ্কার মোট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের সর্বোচ্চ ওয়ানডে মোট।
৬ষ্ঠ ওডিআই
সম্পাদনা ২৫ নভেম্বর
০৯:৩০ |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টি হারিয়ে হচ্ছে বেশি এক সঙ্গে জিম্বাবুয়ের ইনিংস খেলা বন্ধ।
- বৃষ্টি আরও খেলা সম্ভব ওয়েস্ট ইন্ডিজের ইনিংস খেলা বন্ধ।
- টেন্ডাই চিসোরো ও সিকান্দার রাজা এর গোল রেকর্ড নবম উইকেট জুটিতে ৯১ অপরাজিত ওডিআইতে জিম্বাবুয়ের জন্য।
- পয়েন্ট: জিম্বাবুয়ে ৪, ওয়েস্ট ইন্ডিজ ০।
ফাইনাল
সম্পাদনা ২৭ নভেম্বর
০৯:৩০ |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- তারিসাই মুসাকান্দা (জিম্বাবুয়ে) তার ওডিআই অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Zimbabwe to host Sri Lanka for Tests, WI for tri-series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Zimbabwe to Host Sri Lanka, West Indies"। Cric Total। ৩০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৬।