২০১৫ ক্রিকেট বিশ্বকাপ কর্মকর্তাবৃন্দ

আইসিসি'র আম্পায়ার নির্বাচকমণ্ডলী ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের খেলা পরিচালনার জন্য ২০জন আম্পায়ারকে মনোনীত করে। ২ ডিসেম্বর, ২০১৪ তারিখে এ তথ্য প্রকাশ করা হয়। তন্মধ্যে - অস্ট্রেলিয়াইংল্যান্ড থেকে ৫, এশিয়া থেকে ৫, নিউজিল্যান্ডদক্ষিণ আফ্রিকা থেকে ২জন করে এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে ১জন আম্পায়ার খেলা পরিচালনা করেন।[] এছাড়াও, এ প্রতিযোগিতায় ৫জন ম্যাচ রেফারিকে মনোনয়ন দেয়া হয়।

আম্পায়ার নির্বাচকমণ্ডলীতে রয়েছেন: আইসিসি জেনারেল ম্যানেজার - ক্রিকেট জিওফ অ্যালারডাইস; আইসিসি চিফ ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে; সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও বর্তমানে টেলিভিশন ধারাভাষ্যকার ডেভিড লয়েড, সাবেক এলিট প্যানেল আম্পায়ার শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন[]

আম্পায়ার

সম্পাদনা

নির্বাচিত ১২জন আম্পায়ার সেরা আইসিসি আম্পায়ার তালিকা থেকে ও বাদ-বাকী ৮জন আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা থেকে মনোনয়ন পান।[]

সচরাচর সেরা আইসিসি আম্পায়ার তালিকার সদস্যদেরকে বিশ্বে সেরা আম্পায়ার হিসেবে গণ্য করা হয়। তারা সকল ধরনের বৃহৎ ক্রিকেট প্রতিযোগিতা ও আইসিসি'র ঘটনাবলীর সাথে জড়িত থাকেন। বাকী ছয়জন আম্পায়ারকে উদীয়মান ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ী কর্মকর্তারূপে গণ্য করা হয়েছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। তারাও বিশ্বকাপে খেলা পরিচালনায় নিজেদেরকে তৈরি করে নিয়েছেন।[]

আম্পায়ার দেশ প্যানেল খেলা বিশ্বকাপে খেলা (২০১৫-এর পূর্বে) ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ
বিলি বাউডেন   নিউজিল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১৯২ ২১
আলীম দার   পাকিস্তান আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১৬৫ ২২
স্টিভ ডেভিস   অস্ট্রেলিয়া আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ১৩০ ১০
কুমার ধর্মসেনা   শ্রীলঙ্কা আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৫৭
মারাইজ ইরাসমাস   দক্ষিণ আফ্রিকা আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৫৬
ইয়ান গোল্ড   ইংল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৬৬ ১০
রিচার্ড ইলিংওয়ার্থ   ইংল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৩৩
রিচার্ড কেটেলবরা   ইংল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৪৮
নাইজেল লং   ইংল্যান্ড আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৮৬
ব্রুস অক্সেনফোর্ড   অস্ট্রেলিয়া আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৬৩
পল রেইফেল   অস্ট্রেলিয়া আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৩৭
রড টাকার   অস্ট্রেলিয়া আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা ৫১
যোহান ক্লোয়েত   দক্ষিণ আফ্রিকা আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা ৪৭
সাইমন ফ্রাই   অস্ট্রেলিয়া আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা ১৭
ক্রিস গফানি   নিউজিল্যান্ড আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা ৩৮
মাইকেল গফ   ইংল্যান্ড আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা ১১
র‌্যানমোর মার্টিনেজ   শ্রীলঙ্কা আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা ৩০
রুচিরা পল্লিয়াগুরুগে   শ্রীলঙ্কা আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা ২৩
সুন্দরাম রবি   ভারত আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা ২১
জোয়েল উইলসন   ওয়েস্ট ইন্ডিজ আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা ১৮

সূত্র:[][]

রেফারি

সম্পাদনা

আইসিসি নির্বাচকমণ্ডলী কর্তৃক ৫জন রেফারি মনোনীত হয়েছেন। তারা সকলেই আইসিসি রেফারিদের সেরা তালিকার সদস্য ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সেরা ক্রিকেট রেফারি হিসেবে বিবেচিত হয়েছেন।[]

রেফারি দেশ খেলা বিশ্বকাপে খেলা (২০১৫-এর পূর্বে) ২০১৫ বিশ্বকাপ
ডেভিড বুন   অস্ট্রেলিয়া ৫৯
ক্রিস ব্রড   ইংল্যান্ড ২৫৩ ২১
জেফ ক্রো   নিউজিল্যান্ড ২০৭ ২১
রঞ্জন মাদুগালে   শ্রীলঙ্কা ২৮৮ ৪৬
রোশন মহানামা   শ্রীলঙ্কা ২০৭ ১৫

সূত্র:[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ICC announces match officials for ICC Cricket World Cup 2015"। ICC Cricket। ২ ডিসেম্বর ২০১৪। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫ 
  3. "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫ 
  5. "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫