সাইমন ফ্রাই
সাইমন ডগলাস ফ্রাই (জন্ম: ২৯ জুলাই, ১৯৬৬) দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণকারী ক্রিকেট আম্পায়ার।[১] আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিকেট আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে জ্যেষ্ঠ ক্রিকেট আম্পায়ারদের আন্তর্জাতিক অদল-বদল পরিকল্পনার অংশ হিসেবে মনোনীত হন।[২]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | সাইমন ডগলাস ফ্রাই |
জন্ম | অ্যাডিলেড, অস্ট্রেলিয়া | ২৯ জুলাই ১৯৬৬
ভূমিকা | আম্পায়ার |
আম্পায়ারিং তথ্য | |
ওডিআই আম্পায়ার | ১৩ (২০১১–২০১৪) |
এফসি আম্পায়ার | ৫২ (২০০২–বর্তমান) |
এলএ আম্পায়ার | ৪৫ (২০০১–বর্তমান) |
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |
| |
উৎস: Cricket Archive, ১৩ নভেম্বর ২০১১ |
সাইমন ফ্রাই একদিনের আন্তর্জাতিকে প্রথম আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন। ২৬ জানুয়ারি, ২০১১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফরকারী ইংল্যান্ড দল বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মধ্যকার খেলায় তার এ অংশগ্রহণ। ২০১০-১১ মৌসুমের এ সফরকারী দল ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টুয়েন্টি২০ খেলাতেও তার অংশগ্রহণ ছিল।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Simon Fry"। সংগ্রহের তারিখ ২০১১-০২-০২।
- ↑ "New Zealand, Australia exchange cricket umpires"। সংগ্রহের তারিখ ২০১১-০২-০২।
- ↑ "Australia v England / Scorecard"। সংগ্রহের তারিখ ২০১১-০২-০২।