২০১৪-১৫ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ১০ ডিসেম্বর, ২০১৪ থেকে ২৮ জানুয়ারি, ২০১৫ তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করে। সফরে দলটি তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক, তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে বিজয়ী হয়ে দক্ষিণ আফ্রিকা টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে চলে যায়।[১]
২০১৪-১৫ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ১০ ডিসেম্বর, ২০১৪ – ২৮ জানুয়ারি, ২০১৫ | ||
অধিনায়ক |
হাশিম আমলা (টেস্ট) এবি ডি ভিলিয়ার্স (ওডিআই) ফাফ দু প্লেসিস (টি২০আই) |
দীনেশ রামদিন (টেস্ট) জেসন হোল্ডার (ওডিআই) ড্যারেন স্যামি (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হাশিম আমলা (৩৪২) | মারলন স্যামুয়েলস (২৬৮) | |
সর্বাধিক উইকেট | মরনে মরকেল ও ডেল স্টেইন (১৩) | সুলেইমান বেন (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৪–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হাশিম আমলা (৪১৩) | মারলন স্যামুয়েলস (১৯৬) | |
সর্বাধিক উইকেট | ইমরান তাহির ও ভার্নন ফিল্যান্ডার (৮) | জেসন হোল্ডার (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ফাফ দু প্লেসিস (১৫৭) | ক্রিস গেইল (১৬৭) | |
সর্বাধিক উইকেট | ডেভিড উইসে (৯) | জেসন হোল্ডার, ডোয়েন ব্র্যাভো ও শেলডন কট্রিল (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) |
দ্বিতীয় টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষের গড়া রানকে তাড়া করে নতুন বিশ্বরেকর্ড গড়ে।[২] দ্বিতীয় ওডিআইয়ে এবি ডি ভিলিয়ার্স দ্রুততম অর্ধ-শতক করেন মাত্র ১৬ বল মোকাবেলা করে। এছাড়াও তিনি একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে দ্রুততম শতক করেন মাত্র ৩১ বলে। ঐ খেলায় দক্ষিণ আফ্রিকা ৫০-ওভারের খেলায় তাদের সর্বোচ্চ রান তোলে।[৩][৪] খেলায় দক্ষিণ আফ্রিকা ৪-১ ব্যবধানে ওডিআই সিরিজ জয় করে।
দলীয় সদস্য
সম্পাদনাপ্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাপ্রথম-শ্রেণী: ওয়েস্ট ইন্ডিজ একাদশ বনাম দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ
সম্পাদনা১০-১২ ডিসেম্বর, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ৩য়দিন বৃষ্টির জন্য খেলা হয়নি।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা১৭-২১ ডিসেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বহিরাঙ্গন ভেজা থাকায় ৩০ মিনিট বিলম্বে খেলা শুরু হয়।
- বৃষ্টির আশঙ্কায় দ্বিতীয় দিনের চা বিরতি পূর্বেই নেয়া হয়। পরবর্তীতে খেআ শুরু করা যায়নি।
- দক্ষিণ আফ্রিকার পক্ষে স্টিয়ান ফন জিলের টেস্ট অভিষেক ঘটে।
২য় টেস্ট
সম্পাদনা২৬-৩০ ডিসেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ২য় দিনে ৩০ মিনিট ও ৩য় দিনে ৩ ঘণ্টা খেলা হয়। কিন্তু ৫ম দিনে খেলা হয়নি।
- দক্ষিণ আফ্রিকার পক্ষে তেম্বা বাভুমা এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেনরয় পিটার্সের টেস্ট অভিষেক ঘটে।
৩য় টেস্ট
সম্পাদনা২-৬ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ২য় দিন শেষ হবার পূর্বেই খেলা শেষ হয়। ৪র্থ দিনে চা বিরতির পূর্ব-পর্যন্ত খেলা শুরু করা যায়নি।
- দক্ষিণ আফ্রিকার পক্ষে সাইমন হার্মারের টেস্ট অভিষেক ঘটে।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা২য় টি২০আই
সম্পাদনা ১১ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইতিহাসে সফলভাবে রানের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জিত হয়।[২]
৩য় টি২০আই
সম্পাদনাওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ১৬ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ৪৮.২ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়। ফলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্যমাত্রা ৩৩ ওভারে ২২৬ ধার্য্য করা হয়।
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোনাথন কার্টারের ওডিআই অভিষেক ঘটে।
- একদিনের আন্তর্জাতিকে হাশিম আমলা দ্রুততম সময় ৫,০০০ রান করেন।[৯]
২য় ওডিআই
সম্পাদনা ১৮ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকা তাদের সর্বোচ্চ ওডিআই ইনিংস গড়ে।
- একদিনের আন্তর্জাতিকে এবি ডি ভিলিয়ার্স দ্রুততম অর্ধ-শতক করেন ১৬ বলে ও শতরান করেন ৩১ বলে। এছাড়াও ওডিআই ইনিংসে সর্বাধিক ১৬ ছক্কা হাঁকিয়ে রেকর্ডের সাথে যৌথ ভাগীদার হন।[৩]
৩য় ওডিআই
সম্পাদনা ২১ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ডেল স্টেইন তার ১৫০তম ওডিআই উইকেট লাভ করেন।[১০]
৪র্থ ওডিআই
সম্পাদনা ২৫ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেলডন কট্রিলের ওডিআই অভিষেক ঘটে।
- দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার প্রথম ওডিআই সেঞ্চুরি করেন।[১১]
৫ম ওডিআই
সম্পাদনা ২৮ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে উভয় দলের ইনিংস ৪২ ওভারে নির্ধারণ করা হয়।
- হাশিম আমলা ও রাইলি রুশো ২৪৭ রান করে ৩য় উইকেট জুটিতে নতুন রেকর্ড গড়েন।[১২]
সম্প্রচার ব্যবস্থা
সম্পাদনাদেশ | টেলিভিশন সম্প্রচার |
---|---|
অস্ট্রেলিয়া | নাইন নেটওয়ার্ক |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস |
পাকিস্তান | পিটিভি স্পোর্টস |
পাকিস্তান | টেন স্পোর্টস |
ভারত | টেন ক্রিকেট |
দক্ষিণ আফ্রিকা | সুপারস্পোর্ট |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "South Africa clinch series win over West Indies in Cape Town"। BBC Sport। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫।
- ↑ ক খ "West Indies beat South Africa in record Twenty20 run chase"। BBC Sport। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৫।
- ↑ ক খ "AB de Villiers: South Africa batsman smashes century record"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৫।
- ↑ "44 balls, 16 sixes, 149 runs"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "Denesh Ramdin retained as West Indies Test captain in South Africa"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৪।
- ↑ "Assad Fudadin added to West Indies Test squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- ↑ ক খ "Devon Smith replaces injured Gayle for SA Tests"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪।
- ↑ "West Indies: Darren Bravo to miss South Africa tour"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৪।
- ↑ "Amla milestone sets up SA 279 before rain"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫।
- ↑ "South Africa take series against feeble West Indies"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- ↑ "Russell carries WI to one-wicket victory"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫।
- ↑ "Rossouw and Amla tons flay West Indies"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৫।