মরনে ফন উইক
মরনে নিকো ফন উইক (ইংরেজি: Morné van Wy; জন্ম: ২০ মার্চ, ১৯৭৯) অরেঞ্জ ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার একদিনের আন্তর্জাতিক দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে দক্ষ মরনে ফন উইক।[১][২] তার ভাই ডিভান ফন উইক ঈগলস দলে খেলেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মরনে নিকো ফন উইক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ব্লুমফন্টেইন, অরেঞ্জ ফ্রি স্টেট প্রদেশ, দক্ষিণ আফ্রিকা | ২০ মার্চ ১৯৭৯|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৭৫) | ১২ জুলাই ২০০৩ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৯ মার্চ ২০১১ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ৪৪ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ২৭) | ২ ফেব্রুয়ারি ২০০৭ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ১৪ জানুয়ারি ২০১৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই শার্ট নং | ১৫ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ১৪ জানুয়ারি ২০১৫ |
খেলোয়াড়ী জীবন
সম্পাদনা১২ জুলাই, ২০০৩ তারিখে লর্ডসে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক ঘটে। খুবই নিম্নমূখী রানের ঐ খেলায় তিনি ১৭ রান সংগ্রহ করেছিলেন। ৯ জানুয়ারি, ২০১১ তারিখে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার টি২০আইয়ের ইতিহাসে দ্রুততম অর্ধ-শতক করেন। তার এ অর্ধ-শতকটি মাত্র ২৪ বলে এসেছিল।
২০১৪-১৫ মৌসুমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি২০আইয়ে শতরান করেন। ১৪ জানুয়ারি, ২০১৫ তারিখে কিংসমিডে অনুষ্ঠিত নিজস্ব ৬ষ্ঠ খেলায় তার ৭০ বলে অপরাজিত ১১৪* সংগ্রহের ফলে দল ৬৯ রানে জয় পায় ও তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। এছাড়াও, তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে তিনি শতরান করার সম্মাননা লাভ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ জুলাই ২০১৫ তারিখে "Even he if doesn't play for the Proteas in their T20 clash against India, Morné van Wyk is a strong candidate for the World T20."
- ↑ Knights too strong for Titans February 19, 2012 "A partnership of 97 runs between captain Morné van Wyk and Reeza Hendricks ensured the Knights got over the line in their T20 Challenge match against the Titans"
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে মরনে ফন উইক (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে মরনে ফন উইক (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ওয়ার্ল্ড-এ-টিম.কমে মরনে ফন উইক