২০ জুন
তারিখ
(২০শে জুন থেকে পুনর্নির্দেশিত)
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ||||||
২০২৪ |
২০ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭১তম (অধিবর্ষে ১৭২তম) দিন। বছর শেষ হতে আরো ১৯৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ৬৩৮ - মসজিদ-এ নববীর প্রথম সম্প্রসারণ।
- ১৭০২ - মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন।
- ১৭৫৬ - অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।
- ১৭৫৬ - নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যায়।
- ১৭৫৬ - ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।
- ১৮৩৭ - রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।
- ১৮৫৮ - গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাই বিদ্রোহের অবসান ঘটে।
- ১৮৭৫ - জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকিনাওয়া দ্বীপ দখল করে।
- ১৯১২ - পোলান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুনক প্রথম ভিটামিন আবিষ্কার করতে সক্ষম হন।
- ১৯৪৭ - বঙ্গ আইন সভায় বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়।
- ১৯৭৬ - ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেছিল চেকোস্লোভিয়া।
- ১৯৮১ - ইরানের প্রখ্যাত চিন্তাবিদ ও মুজাহিদ কমান্ডার ডক্টর মোস্তফা চামরান আগ্রাসী ইরাকি সেনাদের সাথে যুদ্ধে মৃত্যুবরণ করেন।
- ১৯৯০ - ইরানের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিতি গিলান ও জানযন শহরে সাত দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি ইরানি প্রাণ হারান।
- ১৯৯১ - জার্মানির আইনসভায় রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরের ভোট গ্রহণ করা হয়।
- ১৯৯১ - পাকিস্তানি তরুণ প্রকৌশলী শাকিল হানাফি পৃথিবীতে সবচেয়ে হালকা বিমান প্রদর্শনের কৃতিত্ব অর্জন করেন।
জন্ম
সম্পাদনা- ১৮৬০ - জ্যাক ওরেল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অস্ট্রেলীয় রুলস ফুটবলার। (মৃ. ১৯৩৭)
- ১৮৬১ - ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নবিদ।(মৃ.১৯৪৭)
- ১৯০৯ - পূর্ণেন্দু দস্তিদার, লেখক ও রাজনীতিবিদ।
- ১৯১১ - সুফিয়া কামাল, বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।(মৃ.২০/১১/১৯৯৯)
- ১৯১৭ - হেলেনা রাসিওয়া, পোলিশ গণিতবিদ।
- ১৯২৩ - গৌরকিশোর ঘোষ, প্রথিতযশা ভারতীয় বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক। (মৃ.২০০০)
- ১৯২৮ - মার্টিন ল্যান্ডাউ, একজন মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট। (মৃ. ২০১৭)
- ১৯২৯ - অ্যান ওয়েয়ালে, ইংরেজ সাংবাদিক ও লেখক।
- ১৯৩১ - অলিম্পিয়া ডুকাকিস, গ্রিক মার্কিন অভিনেত্রী।
- ১৯৩৩ - ড্যানি আয়েলো, আমেরিকান অভিনেতা। (মৃ. ২০১৯)
- ১৯৩৯ - রমাকান্ত দেসাই, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৪৯ - লিওনেল রিচি, খ্যাতনামা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, রেকর্ড প্রযোজক এবং অভিনেতা।
- ১৯৫০ - নুরি আল-মালিকি, ইরাকি রাজনীতিবিদ ও ৭৬ তম প্রধানমন্ত্রী।
- ১৯৫৪ - অ্যালান ল্যাম্ব, দক্ষিণ আফ্রিকা-ইংলিশ ক্রিকেটার।
- ১৯৬৭ - নিকোল কিডম্যান, অস্ট্রেলীয় অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ও গায়িকা।
- ১৯৬৯ - পাওলো বেন্ট, পর্তুগিজ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৭১ - জোশ লুকাস, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৭২ - ভারতীয় অভিনেতা রাহুল খান্না।
- ১৯৭৮ - ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ইংলিশ ফুটবলার।
- ১৯৮৭ - আসমির বেগভিক, বসনীয় ফুটবলার।
- ১৯৮৯ - হাভিয়ের পাস্তোরে, আর্জেন্টিনার ফুটবলার।
- ১৯৯১ - কালিদু কুলিবালি, সেনেগালিজ ফুটবলার।
মৃত্যু
সম্পাদনা- ৫৮৯ - গাজী সুলতান সালাহ উদ্দীন আইউবি।
- ৬৫৬ - উসমান ইবন আফফান, ইসলামের তৃতীয় খলিফা। (জ. ৫৭৭)
- ১৬৬০ - বিখ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো লন্ডন।
- ১৮২০ - ম্যানুয়েল বেলগ্রানো, আর্জেন্টিনার অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
- ১৮৭০ - জুল ডি গনকউরট, ফরাসি লেখক।
- ১৮৮৫ - সংস্কৃত ভাষার সুপণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।(জ.১৮১২)
- ১৯০৬ - জন ক্লেটন অ্যাডামস, ইংরেজ চিত্রশিল্পী।
- ১৯৪৩ - দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা। (জ. ১৮৯৩)
- ১৯৫০ - অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার কদ জেনিংস।
- ১৯৫৮ - কার্ট আল্ডের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
- ১৯৬৬ - জর্জ ল্যমেত্র্, বিখ্যাত বেলজীয় বিশ্বতত্ত্ববিদ। (জ. ১৮৯৪)
- ১৯৮৭ - প্রাণীতত্ত্ববিদ ও পক্ষী বিশারদ সালিম আলি।
- ১৯৯৯ - ক্লিফটন ফাডিমান, মার্কিন লেখক।
- ২০০০ -
- চঞ্চল কুমার মজুমদার, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত ভারতীয় পদার্থবিজ্ঞানী। (জ.১১/০৮/১৯৩৮)
- বসন্ত চৌধুরী, বাঙালি যুক্তিবাদী সুপণ্ডিত চলচ্চিত্রাভিনেতা। ( জ.০৫/০৫/১৯২৮)
- ২০০৫ - জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবি, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯২৩)
- ২০১০ - রবার্টো রসাটো, ইতালীয় ফুটবল খেলোয়াড়।
- ২০১৩ - জন ডেভিড উইলসন, ইংরেজ অ্যানিমেটোর ও প্রযোজক।
- ২০২০ - কামাল লোহানী, বাংলাদেশি সাংবাদিক ও সাহিত্যজন, শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক। (জ. ১৯৩৪)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২০ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
উইকিমিডিয়া কমন্সে ২০ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |