হাভিয়ের পাস্তোরে
আর্জেন্টিনীয় ফুটবলার
হাভিয়ের মতিয়াস পাস্তোরে (স্পেনীয়: Javier Matías Pastore; জন্ম ২০ জুন ১৯৮৯) একজন আর্জেন্টিনীয় ফুটবলার, যিনি বর্তমানে লীগ ১ এর ক্লাব পারি সাঁ-জের্মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হাভিয়ের মাতিয়াস পাস্তোরে | ||
জন্ম | ২০ জুন ১৯৮৯ | ||
জন্ম স্থান | কর্দোবা, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | অ্যাটাকিং মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পারি সাঁ-জের্মাঁ | ||
জার্সি নম্বর | ২৭ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০০৭ | তায়েরেস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৭–২০০৮ | তায়েরেস | ৫ | (০) |
২০০৮–২০০৯ | উরাকান | ৩১ | (৮) |
২০০৯–২০১১ | পালেরমো | ৬৯ | (১৪) |
২০১১– | পারি সাঁ-জের্মাঁ | ৭৪ | (১৭) |
জাতীয় দল‡ | |||
২০১০– | আর্জেন্টিনা | ১৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ নভেম্বর ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ নভেম্বর ২০১১ তারিখ অনুযায়ী সঠিক। |
পাস্তোরে ফুটবল খেলোয়াড় হিসেবে তার কর্মজীবন শুরু করেন তায়েরেসের হয়ে খেলার মাধ্যমে। এরপর তিনি খেলেন উরাকানে। ২০০৯ সালে ৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি সিরি এ এর ক্লাব পালেরমোতে যোগ দেন[১] এবং পরবর্তীতে ২০১১ সালে, ৩৯.৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি লীগ ১ এর ক্লাব পারি সাঁ-জের্মাঁয় আসেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Zamparini:" ricattato"। La Repubblica (ইতালীয় ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- হাভিয়ের পাস্তোরে – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- হাভিয়ের পাস্তোরে – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- Transfermarkt প্রোফাইল
- পিএসজি প্রোফাইল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে