১ (সংখ্যা)
১ (এক) একটি সংখ্যা, অঙ্ক বা প্রতীক যা এক-কে প্রকাশ করে। কোন কিছু পরিমাপের বা গণনায় তা “একটি” বুঝায়।
| ||||
---|---|---|---|---|
অঙ্কবাচক | এক | |||
পূরণবাচক | ১ম (প্রথম) | |||
সংখ্যা ব্যবস্থা | ইউনারী | |||
গুণকনির্ণয় | ১ | |||
ভাজক | ১ | |||
গ্রিক অঙ্ক | Α´ | |||
রোমান অঙ্ক | I | |||
রোমান অঙ্ক (ইউনিকোড) | Ⅰ, ⅰ | |||
গ্রিক উপসর্গ | mono- /haplo- | |||
লাতিন উপসর্গ | uni- | |||
বাইনারি | ১২ | |||
টাইনারি | ১৩ | |||
কোয়াটারনারি | ১৪ | |||
কুইনারি | ১৫ | |||
সেনারি | ১৬ | |||
অকট্যাল | ১৮ | |||
ডুওডেসিমেল | ১১২ | |||
হেক্সাডেসিমেল | ১১৬ | |||
ভাইজেসিমেল | ১২০ | |||
বেজ ৩৬ | ১৩৬ | |||
গ্রিক অঙ্ক | α' | |||
ফার্সি | ١ - یک | |||
আরবি | احد ١ | |||
উর্দু | ایک | |||
গি'জ | ፩ | |||
অসমীয়া | ১ | |||
চীনা অঙ্ক | 一,弌,壹 | |||
কোরিয়ান অঙ্ক | 일, 하나 | |||
দেবনাগরী অঙ্ক | १ | |||
তেলুগু | ೧ | |||
তামিল | ௧ | |||
কন্নড় | ೧ | |||
হিব্রু অঙ্ক | א (আলিফ) | |||
খেমের | ១ | |||
থাই অঙ্ক | ๑ | |||
মালায়ালম | ൧ |
সংখ্যা হিসাবে ১
সম্পাদনা১ একটি পূর্ণ সংখ্যা-যার পুর্ববর্তী সংখ্যা ০ এবং পরবর্তী স্বাভাবিক সংখ্যা ২। ১ প্রথম অশূণ্য স্বাভাবিক সংখ্যা এবং প্রথম বিজোড় সংখ্যাও বটে। কোন সংখ্যাকে ১ দিয়ে গুণ করলে গুণফল ঐ সংখ্যাই হয়, তাই ১ এর ভগ্নাংশ, বর্গ, ঘন বা আরও উচ্চতর সূচকের ফল ১।
অঙ্ক হিসাবে ১
সম্পাদনাগণিত শাস্ত্রে
সম্পাদনা১ মৌলিক সংখ্যা নয়[১]। ১ একমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা যা একটি মাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বার বিভাজ্য, অন্যদিকে সকল মৌলিক সংখ্যা দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়। ১-কে আগে কিছু গণিতবিদ মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করতেন, কেননা তা মৌলিক সংখ্যার একটি শর্ত (মৌলিক সংখ্যা শুধুমাত্র এক এবং ঐ সংখ্যা দ্বারা বিভাজ্য) পূরণ করে। কিন্তু এই নিয়ম পাটিগণিতের কিছু মৌলিক সূত্রে জটিলতা তৈরি করে। তাই আধুনিক সংজ্ঞানুসারে এক মৌলিক সংখ্যা নয়। সর্বশেষ ১৮৯৯ সালে পেশাদার গণিতবিদ হেনরী লিবেসগু ১-কে মৌলিক সংখ্যা হিসাবে দেখান।
- এক ফিবোনাচ্চি রাশিমালার প্রথম ও দ্বিতীয় সংখ্যা। এছাড়া ইহা অনেক গাণিতিক রাশিমালার প্রথম সংখ্যটি।
- এক মবিয়াস সমীকরণের তিনটি সম্ভাব্য ফলাফলের মধ্যে একটি।
- প্রাচীন মিসরীয়রা সকল ভগ্নাংশকে (২/৩ ও ৩/৪ ছাড়া) কয়েকটি ভগ্নাংশের যোগ আকারে প্রকাশ করত এবং এই ভগ্নাংশগুলোর লব ১ ও হর ভিন্ন হত। যেমনঃ ২/৫ = ১/৩ + ১/১৫)। ভগ্নাংশের এই ধরনের প্রকাশকে মিশরীয় ভগ্নাংশ বা একক ভগ্নাংশ বলে।
- Generating Fuction এর সকল সহগ ১ এবং সমীকরণটি হল:
.
প্রাথমিক গণনা টেবিল
সম্পাদনাগুণন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ৫০ | ১০০ | ১০০০ | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ x X | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ৫০ | ১০০ | ১০০০ |
ভাগ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ X | ১ | ০.৫ | ০.২৫ | ০.২ | ০.১২৫ | ০.১ | ||||||||||
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
সূচক | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১X | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | |
X১ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
প্রযুক্তি বিজ্ঞানে ব্যবহার
সম্পাদনা- রেজিন সনাক্তকরন কোডে “১” পুর্নব্যবহারের চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়।
বিজ্ঞানে ব্যবহার
সম্পাদনা- হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ মে ২০১৯ তারিখে