হেয়ার স্কুল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অবস্থিত একটি বিদ্যালয়। এটি কলকাতার প্রাচীনতম বিদ্যালয়গুলির অন্যতম। স্কুলটি বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদপশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে প্রথম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করে থাকে। শিক্ষাব্রতী ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায় এর সহযোগিতায় ঊনবিংশ শতকে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। কত সালে এটি স্থাপিত হয়, তা নিয়ে বিতর্ক আছে, তবে স্কুলের তথ্য অনুসারে এটি ১৮১৮ সালে স্থাপিত হয়। ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রচলনে স্কুলটি যথেষ্ট ভূমিকা রেখেছে।[]

হেয়ার স্কুল
ঠিকানা
মানচিত্র

, ,
৭০০ ০৭৩

স্থানাঙ্ক২২°৩৪′৩২.৫৪″ উত্তর ৮৮°২১′৩৮.৭৫″ পূর্ব / ২২.৫৭৫৭০৫৬° উত্তর ৮৮.৩৬০৭৬৩৯° পূর্ব / 22.5757056; 88.3607639
তথ্য
ধরনপাবলিক
প্রতিষ্ঠাকাল১৮১৮
প্রতিষ্ঠাতাডেভিড হেয়ার
স্থানকলেজ স্ট্রিট
বিদ্যালয় বোর্ড
কর্তৃপক্ষপশ্চিমবঙ্গ সরকার
বিভাগউচ্চ মাধ্যমিক
চেয়ারম্যানপশ্চিমবঙ্গ সরকারের গভর্নর
অধ্যক্ষড.জয়ন্ত ভট্টাচার্য
Years offered২০০
লিঙ্গছেলে
ক্যাম্পাসউর্বাণ

ইতিহাস

সম্পাদনা

কলকাতা স্কুল বুক সোসাইটি (Calcutta School Book Society) এবং হিন্দু কলেজ (যা পরে প্রেসিডেন্সী কলেজ হয়) প্রতিষ্ঠা হওয়ার পর ১৮১৮ সালে ডেভিড হেয়ার এই স্কুলটি প্রতিষ্ঠা করেন।[] স্কুলটির নাম অরপুলি পাঠশালা ও কলুটোলা ব্রাঞ্চ স্কুল থেকে পরে ১৮৬৭ সালে পিয়ারীমোহন বন্দ্যোপাধ্যায়ের সময়ে বদলে নাম রাখা হয় হেয়ার স্কুল[]

 
হেয়ার স্কুলের অভ্যন্তর

এই হেয়ার স্কুল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মিলিত চৌহদ্দীর মধ্যে আছে কলকাতার বৃহত্তম স্কুল চত্বর। সাদা ভিক্টোরিয়ান স্থাপত্যের বিদ্যালয় ছাদ খুব উঁচু। জানালার বদলে খালি বড় বড় দরজা ও চওড়া অলিন্দ আছে। শুরুর দুটি তলার উপর ঐতিহ্যময় প্রাচীন স্থাপত্যটির সঙ্গে সমঞ্জস্য রেখে একটি তৃতীয় তলা বানানো হয়। আরো পরে একটি ছোট আধুনিক স্থাপত্যের আরেকটি ভবন যোগ করা হয় যা নিয়ে ছাত্র মহলে অসন্তোষ ছিল। পূর্বে স্কুল ছাত্রদের দুটি খেলার মাঠ ছিল। পরে একটি মাঠ প্রেসিডেন্সী কলেজের কাছে হস্তান্তরিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষক ও শিক্ষার্থী

সম্পাদনা

মার্চ ২০০৬-এ স্কুলটিতে ৩৫ জন শিক্ষক ছিলেন, যাঁদের মধ্যে মধ্যে ৪ জন ছিলেন পি এইচ ডি ডিগ্রিধারী। অতীতে এই স্কুলের অনেক খ্যাতনামা শিক্ষক ছিলেন। ২০০৬ সালে স্কুলটিতে প্রায় ১০০০ ছাত্র ভর্তি হয়েছিল। ২০২৪ শিক্ষাবর্ষে এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০৫০ জন। শিক্ষক আছেন ৩১ জন।[]

 
হেয়ার স্কুলের খেলার মাঠে অবস্থিত ডেভিড হেয়ারের মূর্তি

স্কুল পোশাক

সম্পাদনা

সাদা জামা ও কালো হাফ বা ফুল প্যান্ট হল স্কুলের সব ছাত্রের পোশাক (ইউনিফর্ম)। শরীর শিক্ষার দিন সাদা প্যান্ট ও সাদা কেডস পরা যেতে পারে, এবং শীতে কালো সোয়েটার পরা হয়। জামায় বা সোয়েটারে লাগাবার জন্য একটি স্কুল-ব্যাজ ও আছে।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রাক্তন শিক্ষার্থী

সম্পাদনা

হেয়ার স্কুলের বিখ্যাত ছাত্রগণ-

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "হেয়ার স্কুল"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "College street"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "History" [ইতিহাস] (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  4. বিদ্যালয় বিবরণী, সংগ্ৰহের তারিখ: ৯ সেপ্টেম্বর, ২০২৪