হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ও নাটকের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

হুমায়ূন আহমেদ ছিলেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার বেশকিছু বই নানা ভাষায় অনূদিত হয়েছে। ১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য টেলিভিশন ধারাবাহিক এবং টেলিফিল্ম রচনা শুরু করেন। ১৯৮৩ সালে তার প্রথম টেলিভিশন কাহিনীচিত্র প্রথম প্রহর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। পরবর্তী সময়ে তিনি বহু এক পর্বের নাটক নির্মাণ করেছেন। যার মধ্যে খেলা, অচিন বৃক্ষ, খাদক, একি কাণ্ড, একদিন হঠাৎ, অন্যভুবন উল্লেখযোগ্য।

স্বগৃহে বৈঠকী আড্ডায় হুমায়ূন আহমেদ

চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্রের নাম ভূমিকা টীকা
পরিচালক চিত্রনাট্যকার লেখক
১৯৯২ শঙ্খনীল কারাগার না হ্যাঁ হ্যাঁ পরিচালনা: মুস্তাফিজুর রহমান
বিজয়ী: শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
১৯৯৪ আগুনের পরশমণি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ কাহিনীকার, ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
১৯৯৯ শ্রাবণ মেঘের দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০০০ দুই দুয়ারী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০০৩ চন্দ্রকথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০৪ শ্যামল ছায়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৮৬তম একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশী নিবেদন
২০০৬ দূরত্ব না হ্যাঁ হ্যাঁ পরিচালনা: মোরশেদুল ইসলাম
নন্দিত নরকে না হ্যাঁ হ্যাঁ পরিচালনা: বেলাল আহমেদ
নিরন্তর না হ্যাঁ হ্যাঁ পরিচালনা: আবু সাইয়ীদ
শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশী নিবেদন
নয় নম্বর বিপদ সংকেত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০৭ দারুচিনি দ্বীপ না হ্যাঁ হ্যাঁ পরিচালনা: তৌকির আহমেদ
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার
সাজঘর না হ্যাঁ হ্যাঁ পরিচালনা: শাহ আলম কিরণ
২০০৮ আমার আছে জল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০৯ প্রিয়তমেষু না হ্যাঁ হ্যাঁ পরিচালনা: মোরশেদুল ইসলাম
২০১২ ঘেটু পুত্র কমলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক ও চিত্রনাট্যকার
২০১৫ অনিল বাগচীর একদিন না না হ্যাঁ পরিচালনা: মোরশেদুল ইসলাম
২০১৬ কৃষ্ণপক্ষ না না হ্যাঁ পরিচালনা: মেহের আফরোজ শাওন
২০১৮ দেবী না হ্যাঁ হ্যাঁ পরিচালনা: অনম বিশ্বাস

ধারাবাহিক

সম্পাদনা
বছর শিরোনাম পর্ব সংখ্যা ভূমিকা টেলিভিশন টীকা
পরিচালক লেখক
১৯৮৫ এইসব দিনরাত্রি ৫৯ না হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন পরিচালনা মুস্তাফিজুর রহমান
১৯৮৮–১৯৮৯ বহুব্রীহি ২৬ না হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন পরিচালনা নওয়াজিশ আলি খান
১৯৯০-১৯৯১ অয়োময় ২৩ না হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন পরিচালনা নওয়াজিশ আলি খান
১৯৯২-১৯৯৩ কোথাও কেউ নেই ২০ না হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন পরিচালনা বরকত উল্লাহ
১৯৯৪ নক্ষত্রের রাত ২১ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন
১৯৯৬ আজ রবিবার ১৩ না হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন পরিচালনা মনির হোসেন জীবন
১৯৯৭ সবুজ ছায়া হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন
১৯৯৮ সবুজ সাথী হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন
১৯৯৮ জোছনার ফুল ২৬ হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন পরিচালনা আবুল হায়াত
২০০৪ আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে হ্যাঁ হ্যাঁ
২০০৪ উড়ে যায় বকপক্ষী ২৬ হ্যাঁ হ্যাঁ এনটিভি
২০১১ গাড়ি চলে না ১৩ না হ্যাঁ এটিএন বাংলা পরিচালনা অনিমেষ আইচ[]
এই মেঘ এই রৌদ্র হ্যাঁ হ্যাঁ
২০১২-২০১৩ কালা কইতর ১৬ হ্যাঁ হ্যাঁ
চন্দ্র কারিগর ২৬ হ্যাঁ হ্যাঁ
সেদিন চৈত্র মাস হ্যাঁ হ্যাঁ
শুক্লপক্ষ হ্যাঁ

টেলিফিল্ম

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা টেলিভিশন টীকা
পরিচালক লেখক
১৯৮৩ প্রথম প্রহর না হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন পরিচালনা নওয়াজিশ আলি খান[]
১৯৮৬ একদিন হঠাৎ না হ্যাঁ বাংলাদেশ টেলিভিশন পরিচালনা মুস্তাফিজুর রহমান
১৯৯২ প্রিয় পদরেখা হ্যাঁ হ্যাঁ
আজ আমাদের ছুটি হ্যাঁ হ্যাঁ
১৯৯৪ ওয়াইজা বোর্ড হ্যাঁ হ্যাঁ
হিমু হ্যাঁ হ্যাঁ
১৯৯৭ নিমফুল হ্যাঁ হ্যাঁ
ঘটনা সামান্য হ্যাঁ হ্যাঁ
১৯৯৯ বনুর গল্প হ্যাঁ হ্যাঁ
আগুন মজিদ হ্যাঁ হ্যাঁ
মৃত্যুর ওপারে হ্যাঁ হ্যাঁ
দ্বিতীয় জন হ্যাঁ হ্যাঁ
নীতু তোমাকে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ
সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড হ্যাঁ হ্যাঁ
২০০০ পুষ্প কথা হ্যাঁ হ্যাঁ
হাবলঙ্গের বাজার হ্যাঁ হ্যাঁ
২০০২ টুয়েন্টি ফোর ক্যারেট ম্যান হ্যাঁ হ্যাঁ
২০০৩ তারা তিন জন টি মাস্টার হ্যাঁ হ্যাঁ
২০০৫ রূপালী রাত্রি হ্যাঁ হ্যাঁ চ্যানেল আই
২০০৭ তারা তিন জন হ্যাঁ হ্যাঁ
জুতা বাবা হ্যাঁ হ্যাঁ
নিষাদ না হ্যাঁ পরিচালকঃ অনিমেষ আইচ
২০০৮ মহান চৈনিক চিকিৎসক ওয়াং পি হ্যাঁ হ্যাঁ
মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম হ্যাঁ হ্যাঁ
হাবিবের সংসার না হ্যাঁ পরিচালক জুয়েল রানা[]
২০১০ আমরা জেগে আছি হ্যাঁ হ্যাঁ
২০১৫ একটি অলৌকিক ভ্রমণ কাহিনী হ্যাঁ হ্যাঁ
অসময় হ্যাঁ
অযাত্রা হ্যাঁ
বিবাহ হ্যাঁ
এসো নিপবনে হ্যাঁ
অচিন রাগিনী হ্যাঁ
অনুসন্ধান হ্যাঁ
অন্তরার বাবা হ্যাঁ
অপরাহ্ণ হ্যাঁ
অতঃপর শুভ বিবাহ হ্যাঁ
আইনস্টাইন এবং হ্যাঁ
আজ জরীর বিয়ে হ্যাঁ
আমরা তিন জন হ্যাঁ
আংটি হ্যাঁ
ইবলিশ হ্যাঁ
এই বর্ষায় হ্যাঁ
একা একা হ্যাঁ
একি কাণ্ড হ্যাঁ
এনায়েত আলীর ছাগল হ্যাঁ
এসো হ্যাঁ
ওপেনটি বায়োস্কোপ হ্যাঁ
কনে দেখা হ্যাঁ
কুহক হ্যাঁ
কাকারু হ্যাঁ
খোয়াব নগর হ্যাঁ
গৃহসুখ প্রাইভেট লিমিটেড হ্যাঁ
গুপ্ত বিদ্যা হ্যাঁ চ্যানেল আই
গুণীন না হ্যাঁ চ্যানেল আই পরিচালকঃ মেহের আফরোজ শাওন
চেরাগের দৈত্য হ্যাঁ
চিপা ভূত হ্যাঁ
চন্দ্র গ্রস্থ হ্যাঁ
চোর হ্যাঁ
চৈত্র দিনের গান হ্যাঁ
চন্দ্রগ্রহণ হ্যাঁ
ছেলে দেখা হ্যাঁ
জিন্দা কব্বর হ্যাঁ
জহির কারিগর হ্যাঁ
জুতার বাক্স হ্যাঁ
জইতরি হ্যাঁ
জোছনার ফুল হ্যাঁ
জল তরঙ্গ হ্যাঁ
তুরুপের তাস হ্যাঁ
তৃতীয় নয়ন হ্যাঁ
চার দুকোনে চার হ্যাঁ
নাট্য মঙ্গলের কথা বলে পুণ্যবান হ্যাঁ
নুরুদ্দিন স্বর্ণপদক হ্যাঁ
নগরে দৈত্য হ্যাঁ
পাপ হ্যাঁ
পাথর হ্যাঁ
প্রজেক্ট হিমালয় হ্যাঁ
পদ্ম হ্যাঁ
বাদল দিনের প্রথম কদমফুল হ্যাঁ
বাদল দিনের গান হ্যাঁ
ব্যাংক ড্রাফট হ্যাঁ
বন বাতাসী হ্যাঁ
বৃহন্নলা হ্যাঁ
বন্য হ্যাঁ
বুয়া বিলাস হ্যাঁ
ভুত বিলাস হ্যাঁ
ভেজাবো চোখ সমুদ্রের জলে হ্যাঁ
মেঘ বলেছে যাবো যাবো হ্যাঁ
মিসড কল হ্যাঁ
মফিজ মিয়ার চরিত্র হ্যাঁ
মাঝে মাঝে তব দেখা পাই হ্যাঁ
যমুনার জল দেখতে কালো হ্যাঁ
রুমালী হ্যাঁ
রূপকথা হ্যাঁ
রূপার ঘণ্টা হ্যাঁ
রূপালী নক্ষত্র হ্যাঁ
রুবিকস কিউব হ্যাঁ
রহস্য হ্যাঁ
শওকত সাহেবের গাড়ি কেনা হ্যাঁ
স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ হ্যাঁ
সুরি হ্যাঁ
সবাই গেছে বনে হ্যাঁ
স্বর্ণ কলস হ্যাঁ
হামিদ মিয়ার ইজ্জত হ্যাঁ
পক্ষিরাজ না হ্যাঁ পরিচালকঃ মেহের আফরোজ শাওন
দ্বিতীয় জন হ্যাঁ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "হুমায়ূন আহমেদের নাটকে সারিকা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 
  2. রায়হান, রাসেল (১৫ মার্চ ২০২০)। "প্রথম নাটক তিনবার লিখেছিলেন হুমায়ূন আহমেদ!"প্রথম আলো 
  3. "নাটকে ফিরলেন হুমায়ূন আহমেদের প্রধান সহকারী জুয়েল রানা"দৈনিক যুগান্তর। ১৫ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩