হাতিয়া ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন

হাতিয়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.৬১।[]

হাতিয়া ইউনিয়ন
ইউনিয়ন
১১ নং হাতিয়া ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাউলিপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-৩
আয়তন[]
 • মোট৩০.৬৪ বর্গকিমি (১১.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২ জনশুমারি অনুসারে)[]
 • মোট৩৫,৬৫৪
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৬২০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন

সম্পাদনা

উলিপুর উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৭৫৭১ একর বা ৩০.৬৪ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

হাতিয়া ইউনিয়ন ১০ টি মৌজা নিয়ে গঠিত। [] মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

হাতিয়া ইউনিয়নের গ্রামসমূহ হলো:
নুতন অনন্তপুর ব্যাপারীপাড়া কবিরাজপাড়া
মাঝিপাড়া তাতীপাড়া কৌশুল্যারপাড়া
কদমতলা মন্ডলপাড়া গাবুরজান
চর অনন্তপুর চর বাগুয়া চর গুজিমারী
বাবুর চর কুমারপাড়া কাশারিয়ারঘাট
চড়ুয়াপাড়া টশাপাড়া নয়াগ্রাম
ভাটিগ্রাম উচাভিটা নীলকণ্ঠ
কলাতিপাড়া অনন্তপুর মিয়াজিপাড়া
সরকারপাড়া চিড়াখাওয়ারপাড় বকসিপাড়া
ডারারপাড় শ্যামপুর বগাপাড়া
ওলামাগঞ্জ ব্যাপারীরগ্রাম হাতিয়া ভবেশ
জোলা পাড়া হাতিয়ার মেলা সোনার পাড়া
হাতিয়ার গ্রাম চড়েয়ারপাড় মুন্সি পাড়া
হাতিয়া বকসি হাজী পাড়া কামারটারী

জনসংখ্যা

সম্পাদনা

হাতিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৬৫৪ জন। এর মধ্যে ১৬,৭৩২ জন নারী এবং ১৮,৯২২ জন পুরুষ। ইউনিয়নে মোট পরিবারের সংখ্যা ৮,৬১০টি । []

শিক্ষা ও সংস্কৃতি

সম্পাদনা

হাতিয়া ইউনিয়নে ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা এবং ১টি কলেজ রয়েছে, যা ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। []

পর্যটন

সম্পাদনা

হাতিয়া ইউনিয়নের কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন স্থান হলো:

  • ব্রহ্মপুত্র নদ
  • ধরলা বাধঁ(বাগুয়া অনন্তপুর)
  • ধরলা নদী(কদম তলা,বাগুয়া অনন্তপুর,হাতিয়া)
  • হাতিয়া গণহত্যা স্মৃতি সৌধ
  • হাতিয়া বদ্ধভূমি
  • পালের ঘাট
 
শুকনো মৌসুমে ব্রহ্মপুত্র নদ, বাগুয়া অনন্তপুর নৌঘাট।
 
ব্রহ্মপুত্র নদ, হাতিয়া।

অর্থনীতি

সম্পাদনা

হাতিয়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

ইউনিয়নের প্রধান পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সিএনজি, অটোরিকশা, জিএস, এবং ব্যাটারি চালিত অটো।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

হাতিয়া ইউনিয়নে মোট ৫৬টি মসজিদ, ১২টি ঈদগাহ এবং ৮টি মন্দির রয়েছে। []

খাল ও নদী

সম্পাদনা

হাতিয়া ইউনিয়নের অনন্তপুর বাজার থেকে হিজলীগোপপাড়া মৌজার মধ্য দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে, যা হিজলী মৌজার নতুন অনন্তপুর ডি.সি-৫০ সড়ক অতিক্রম করে ধরণীবাড়ী ইউনিয়নে প্রবেশ করেছে। খালটি স্থানীয়ভাবে বামনি নদী নামে পরিচিত। এছাড়াও, ইউনিয়নের ভৌগোলিক সীমার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বৃহৎ ব্রহ্মপুত্র নদ, যা এর প্রাকৃতিক বৈশিষ্ট্যকে আরো সমৃদ্ধ করেছে।

বিশেষ দিবস

সম্পাদনা

প্রখ্যাত ব্যক্তিত্ব

সম্পাদনা
  • কানাই লাল সরকার  : হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯২৫ সালে কানাই লাল সরকার জন্মগ্রহণ করেন । তিনি এই ইউনিয়নের একজন উচ্চ শিক্ষিত ও সফল রাজনীতিবিদ ছিলেন । ১৯৭০ সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে তিনি রংপুর-১৫ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন । কানাই লাল সরকার ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন । []

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • মো:বাবর উদ্দীন সরকার (সাবেক চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ)
  • মো:ইনতাজুল আলম (সাবেক চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ)
  • বি এম আবুল হোসেন (সাবেক চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ)
  • শায়খুল ইসলাম নয়া ( চেয়ারম্যান, হাতিয়া ইউনিয়ন পরিষদ)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ইপ নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "এক নজরে হাতিয়া" 
  4. "প্রখ্যাত ব্যক্তিত্ব"হাতিয়া ইউনিয়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা