কানাই লাল সরকার
বাংলাদেশী রাজনীতিবিদ
কানাই লাল সরকার (১৯২৫ – ১৯৮০) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একজন সাংসদ ছিলেন।
কানাই লাল সরকার | |
---|---|
রংপুর-১৫ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৫ | |
পূর্বসূরী | আসন প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | রিয়াজ উদ্দিন আহমেদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৫ |
মৃত্যু | ১৯৮০ (বয়স ৫৪–৫৫) |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
জীবনী
সম্পাদনাকানাই লাল সরকার ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন।[১] তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২] বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে তিনি রংপুর-১৫ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৩]
কানাই লাল সরকার ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "প্রখ্যাত ব্যক্তিত্ব"। হাতিয়া ইউনিয়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কুড়িগ্রাম জনপদের আলোকিত জনেরা"। ইত্তেফাক। ১৭ জুন ২০১৩। ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।
- ↑ "List of 1st Parliament Members" (পিডিএফ)। জাতীয় সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।