কুড়িগ্রাম-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

কুড়িগ্রাম-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭নং আসন।

কুড়িগ্রাম-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাকুড়িগ্রাম জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৩,৪৭,২৬৫ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৭১,৫৭৪
  • নারী ভোটার: ১,৭৫,৬৯১
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

কুড়িগ্রাম-৩ আসনটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ একেএম মাইদুল ইসলাম জাতীয় পার্টি[][]
১৯৯১ আমজাদ হোসেন তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ একেএম মাইদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি (এরশাদ)
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন মোজাম্মেল হোসেন লালু জাতীয় পার্টি (এরশাদ)
২০০১ মতিউর রহমান ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট
২০০৮ একেএম মাইদুল ইসলাম জাতীয় পার্টি (এরশাদ)
২০১৪ একেএম মাইদুল ইসলাম জাতীয় পার্টি (এরশাদ)
জুলাই ২০১৮ উপ-নির্বাচন আক্কাছ আলী জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ এম. এ. মতিন বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

একেএম মাইদুল ইসলাম ১১ মে ২০১৮ সালে মৃত্যুবরণ করেন। জুলাইয়ের উপ-নির্বাচনে আক্কাছ আলী নির্বাচিত হন।[]

কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচন, ২০১৮[]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি আক্কাছ আলী ৮২,৫৯৮ ৫০.৮ প্র/না
আওয়ামী লীগ এম এ মতিন ৭৯,৮৯৫ ৪৯.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,৭০৩ ১.৭ প্র/না
ভোটার উপস্থিতি ১,৬২,৪৯৩ ৪৪.৩ প্র/না
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে একেএম মাইদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: কুড়িগ্রাম-৩[][]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি একেএম মাইদুল ইসলাম ১,৮৭,৫২৮ ৭৫.১ প্র/না
স্বতন্ত্র তাসভিরুল ইসলাম ২০,৮৭১ ৮.৪ প্র/না
স্বতন্ত্র হাবিবুল হক সরকার ১২,৫৬১ ৫.০ প্র/না
বিএনপি মোঃ মতিউর রহমান ১১,৫৯০ ৪.৬ -৩৩.২
ইসলামী আন্দোলন মোঃ রেজাউল করিম ৯,৪৫৫ ৩.৮ প্র/না
জাকের পার্টি এ টি এম জহিরুল ইসলাম ৬,১৩০ ২.৫ প্র/না
বাসদ সাঈদ আক্তার আমিন ৬৬১ ০.৩ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি মোহাম্মদ আলী সরকার ৪৮৬ ০.২ প্র/না
স্বতন্ত্র সরকার মোহাম্মদ আলী ৩৮০ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৬৬,৬৫৭ ৬৬.৮ +৬৩.৮
ভোটার উপস্থিতি ২,৪৯,৬৬২ ৮৩.৫ +১২.৪
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: কুড়িগ্রাম-৩[]
দল প্রার্থী ভোট % ±%
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ মতিউর রহমান ৬৮,৫৭৯ ৪০.৮ প্র/না
বিএনপি একেএম মাইদুল ইসলাম ৬৩,৫৮২ ৩৭.৮ +১৪.০
আওয়ামী লীগ মোঃ আমজাদ হোসেন তালুকদার ৩৪,১৪০ ২০.৩ -৩.২
কমিউনিস্ট পার্টি মো: আব্দুল মোতালেব ৭৪২ ০.৪ প্র/না
স্বতন্ত্র মো: খলিলুর রহমান ৬৪৮ ০.৪ প্র/না
গণফোরাম স্বপন কুমার বকসি ৩৬৯ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৯৯৭ ৩.০ −১১.৩
ভোটার উপস্থিতি ১,৬৮,০৬০ ৭১.১ +১৩.০
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ পাঁচটি আসনে দাড়ান: রংপুর-২,[১০] রংপুর-৩,[১১] রংপুর-৫,[১২] রংপুর-৬,[১৩] ও কুডিগ্রাম-৩। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[১৪] উপ-নির্বাচনে জাতীয় পার্টির মোজাম্মেল হোসেন নির্বাচিত হন।

কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচন, সেপ্টেম্বর ১৯৯৬[১৫]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি মোজাম্মেল হোসেন ৪১,৮০৯ ৩৯.৮ -২৮.৭
আওয়ামী লীগ মো: ফুলু সরকার ২৬,৮০২ ২৫.৫ +৭.৩
বিএনপি একেএম মাইদুল ইসলাম ২৪,৯৪৯ ২৩.৮ +৭.২
স্বতন্ত্র এম কাফিল উদ্দিন ১০,৫৩৫ ১০.০ প্র/না
ইসলামী ঐক্য জোট মো: খলিলুর রহমান ৬১০ ০.৬ -০.৩
স্বতন্ত্র মমতাজুল হাসান কোরেসি ৩০২ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৫,০০৭ ১৪.৩ −২৭.৫
ভোটার উপস্থিতি ১,০৫,০০৭ ৫৮.১ −৪.০
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কুড়িগ্রাম-৩[]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদ ৬৭,২৬২ ৬০.০ +৪১.৭
আওয়ামী লীগ মোঃ আমজাদ হোসেন তালুকদার ২০,৪০৮ ১৮.২ -৫.৫
বিএনপি একেএম মাইদুল ইসলাম ১৮,৬৬২ ১৬.৬ +১৩.৭
জামায়াতে ইসলামী আব্দুল কুদ্দুস ৩,৪৭৫ ৩.১ +০.৭
ইসলামী ঐক্য জোট মো: খলিলুর রহমান ১,০২৯ ০.৯ প্র/না
গণফোরাম আব্দুল জলিল সরকার ৪৭৭ ০.৪ প্র/না
জাকের পার্টি আব্দুল করিম সরকার ৪২২ ০.৪ -৪.৯
স্বতন্ত্র মোসাম্মৎ মেরিনা রহমান ২৯১ ০.৩ প্র/না
স্বতন্ত্র গোলাম মোঃ কাদের ১৬৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৬,৮৫৪ ৪১.৮ +৪০.৮
ভোটার উপস্থিতি ১,১২,১৯৪ ৬২.১ +১৮.৬
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: কুড়িগ্রাম-৩[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোঃ আমজাদ হোসেন তালুকদার ২০,৫৪৭ ২৩.৭
স্বতন্ত্র একেএম মাইদুল ইসলাম ১৯,৬৯৯ ২২.৮
ইসলামী আল জিহাদ দল মতিয়ার রহমান ১৮,৯৩৮ ২১.৯
জাতীয় পার্টি মোঃ গোলাম মোস্তফা ১৫,৭৯৯ ১৮.৩
জাকের পার্টি আমিনুল ইসলাম ৪,৫৫৯ ৫.৩
বিএনপি মহিউল ইসলাম হাক্কানি ২,৪৯৭ ২.৯
জামায়াতে ইসলামী আব্দুল কুদ্দুস ২,০৬৬ ২.৪
স্বতন্ত্র আব্দুল জলিল সরকার ১,২৭৫ ১.৫
জাসদ মো: লূৎফর রহমান ১,০৩২ ১.২
বাকশাল সোমেন্দ্র প্রশাদ পান্ডে ১৩২ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৮৪৮ ১.০
ভোটার উপস্থিতি ৮৬,৫৪৪ ৪৩.৫
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কুড়িগ্রাম-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচনে লাঙ্গল জয়ী"দৈনিক নয়াদিগন্ত। ২৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  6. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  7. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  13. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  14. "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮ 
  15. "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩১৪। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা