জগৎ জয়সূর্য
জগৎ জয়সূর্য শ্রীলঙ্কার একজন অবসরপ্রাপ্ত জেনারেল যিনি ১৫ জুলাই ২০০৯ থেকে ২০১৩ সালের ৩১ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কার সেনাকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।[১] শ্রীলঙ্কার উগ্রপন্থী সংগঠন এলটিটিই-এর সঙ্গে যুদ্ধের শেষ পর্যায়ে (২০০৯) জগৎ ওয়ান্নি সামরিক অঞ্চলের অধিনায়ক ছিলেন।[২] ২০১৩ এর ১ আগস্ট সেনাকমান্ডারের দায়িত্ব শেষে তিনি শ্রীলঙ্কার প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পান।[৩] ২০১৫ সালে জগৎ সামরিক বাহিনী থেকে অবসর নেন এবং ব্রাজিলে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। জগৎ ১৯৮০ সালের ২৩ জানুয়ারী শ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখায় কমিশন পেয়েছিলেন।[৪][৫] জগৎ এর পর জেনারেল দয়া রত্ননায়ক সেনাকমান্ডার হিসেবে নিয়োগ পান।
জগৎ জয়সূর্য | |
---|---|
আনুগত্য | শ্রীলঙ্কা |
সেবা/ | শ্রীলঙ্কা সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৮০ - ২০১৫ |
পদমর্যাদা | জেনারেল |
ইউনিট | শ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা |
নেতৃত্বসমূহ | শ্রীলঙ্কার প্রতিরক্ষা বাহিনী প্রধান, শ্রীলঙ্কার সেনাবাহিনী কমান্ডার, ওয়ান্নীর সিকিউরিটি ফোর্সেস কমান্ডার ৫২ ডিভিশন ৫৬৩ ব্রিগেড |
যুদ্ধ/সংগ্রাম | শ্রীলঙ্কার গৃহযুদ্ধ, ১৯৮৭ - ৮৯-এর জেভিপি'র সশস্ত্র বিদ্রোহ দমন অভিযান |
পুরস্কার | বিশিষ্ট সেবা বিভূষণ, উত্তম সেবা পদক, দেশপুত্র সম্মান |
অন্য কাজ | ব্রাজিলে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত |
শিক্ষাজীবন
সম্পাদনাজগৎ ভারতের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতেও পড়েছেন। ১৯৯০ সালে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিস এর উপর মাস্টার অব সায়েন্স ডিগ্রী অর্জন করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর সাঁজোয়া বিদ্যালয়ে অধ্যয়নসহ ভারতের আর্মার্ড কোর সেন্টার এ্যান্ড স্কুলেও পড়েছেন।[৫]
সেনাবাহিনীতে চাকরী
সম্পাদনাজগৎ ১৯৭৮ সালে শ্রীলঙ্কা মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন, এবং সেখান থেকে পড়াশোনা শেষ করে ১৯৮০ সালে ২য় লেফটেন্যান্ট হিসেবে বের হন। তাকে শ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখায় কমিশন দেওয়া হয়। তিনি ১৯৮১ সালে লেফটেন্যান্ট, ১৯৮৪ সালে ক্যাপ্টেন, ১৯৮৮ সালে মেজর এবং ১৯৯৩ সালে লেফটেন্যান্ট-কর্নেল পদে পদোন্নতি লাভ করেন। এই সময়কালে তিনি ট্রুপ লিডার (১৯৮০-১৯৮৩) এবং এ্যাডজুট্যান্ট (১৯৮৪-১৯৮৫) ছিলেন ১ম রিকনিসান্স রেজিমেন্টের। সেনাবাহিনী সদর দপ্তরে তাকে কিছু সময়ের জন্য স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হয়, এরপর তিনি আবার ঐ ১ম রিকনিসান্স রেজিমেন্টে স্কোয়াড্রন অধিনায়ক হিসেবে নিয়োগ পান। ১৯৯০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ৯ম ব্রিগেডের ব্রিগেড মেজর (বিএম) ছিলেন, এরপর তাকে অফিসার্স স্টাডি সেন্টারে প্রধান প্রশিক্ষক এবং শ্রীলঙ্কা মিলিটারি একাডেমীর স্টাফ অফিসার-২ (প্রশিক্ষণ) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে ১৯৯৪ সালে ১ম রিকনিসান্স রেজিমেন্টের অধিনায়ক করা হয় এবং এ দায়িত্বে তিনি ১৯৯৫ সালের জুন মাস পর্যন্ত ছিলেন। জুলাই ১৯৯৫ থেকে মে ১৯৯৬ পর্যন্ত তিনি 'জয়েন্ট অপারেশন্স হেডকোয়ার্টার্স' এ জেনারেল স্টাফ অফিসার হিসেবে ছিলেন।[৫]
জগৎকে কর্নেল পদবীতে ১৯৯৭ সালে একটি সাঁজোয়া ব্রিগেডের অধিনায়ক এবং পরের বছর ৫৬৩ পদাতিক ব্রিগেডের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০২ সালে তিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন এবং শ্রীলঙ্কা মিলিটারি একাডেমির অধিনায়ক হিসেবে নিয়োগ পান। ২০০৪ সালের ডিসেম্বর মাসে তাকে সেনাবাহিনী সদর দপ্তরে সামরিক অভিযান পরিদপ্তরের পরিচালক (ডাইরেক্টর অব মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেট) করা হয় এবং তিনি কিছুদিনের মধ্যে মেজর-জেনারেল পদবীতে উঠে ৫২তম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (অধিনায়ক) হয়ে যান।[৫]
২০০৭ সালের মাঝখানে জেনারেল জগৎ সিকিউরিটি ফোর্সেস হেডকোয়ার্টার্স - ওয়ান্নির অধিনায়ক হিসেবে বদলী হন। এ পদে থাকাকালে তিনি উগ্রপন্থী সংগঠন এলটিটিইর বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযানের নেতৃত্ব দেন। ২০০৯ সালের জুলাই মাসে তিনি এ পদ থেকে অব্যাহতি পান কারণ তাকে রাষ্ট্রপতি মাহিন্দ রাজাপক্ষে সেনাকমান্ডার হিসেবে নিয়োগ দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।[৬] তাকে লেফটেন্যান্ট-জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয় এবং তিনি এ পদে লেফটেন্যান্ট-জেনারেল শরৎ ফনসেকার স্থলাভিষিক্ত হন ১৫ জুলাই ২০০৯ তারিখে। তার সেনাকমান্ডার হিসেবে মেয়াদ শেষ হয় ২০১৩ সালের ৩১ জুলাই; এরপর জগৎ পূর্ণ জেনারেল হিসেবে ১ আগস্ট ২০১৩ থেকে ১৫ জুন ২০১৫ পর্যন্ত (তার অবসরে যাওয়ার আগ পর্যন্ত) শ্রীলঙ্কা প্রতিরক্ষা বাহিনীর প্রধান কর্মকর্তা (চীফ অব ডিফেন্স স্টাফ) ছিলেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Army, Navy get new commanders"। ২৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬।
- ↑ "Tigers lost sight of Pooneryn for Kilinochchi"। ১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬।
- ↑ Nine new ambassadors appointed
- ↑ ক খ "Gen Jagath Jayasuriya Chief of Defence Staff"। ১৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬।
- ↑ ক খ গ ঘ "Army Commander made full General"। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬।
- ↑ "New Army Commander"। Dailynews.lk। Daily News Sri Lanka। ১৫ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- শ্রীলঙ্কা সেনাবাহিনীর সাবেক কমান্ডারগণ (ইংরেজি)
- জগৎ জয়সূর্য শ্রীলঙ্কার সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ডিসেম্বর ২০১০ তারিখে (ইংরেজি)
সামরিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী লেফটেন্যান্ট-জেনারেল শরৎ ফনসেকা |
শ্রীলঙ্কার সেনাকমান্ডার ১৫ জুলাই ২০০৯ - ৩১ জুলাই ২০১৩ |
উত্তরসূরী লেফটেন্যান্ট-জেনারেল দয়া রত্ননায়ক |