সুধীন দাশগুপ্ত
সুধীন দাশগুপ্ত (৯ অক্টোবর ১৯২৯ – ১০ জানুয়ারি ১৯৮২) ছিলেন একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তিনি হিন্দি, অসমীয়া এবং ওড়িয়া প্রভৃতি বিভিন্ন ভারতীয় ভাষায় কাজ করেছিলেন। তার রচনা ও পরিচালনায় বাংলা আধুনিক গানে স্পন্দনের সৃষ্টি করে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রের গানে এক নতুন দিগন্তের সূচনা করেছিল।
সুধীন দাশগুপ্ত সুধীন দাশগুপ্ত | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | সুধীন্দ্রনাথ দাশগুপ্ত |
উপনাম | সুধীন দাশগুপ্ত |
জন্ম | দার্জিলিং, ব্রিটিশ ভারত (বর্তমানে - ভারত) | ৯ অক্টোবর ১৯২৯
উদ্ভব | পশ্চিমবঙ্গ |
মৃত্যু | ১০ জানুয়ারি ১৯৮২ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | (বয়স ৫২)
ধরন | চলচ্চিত্রের গান, আধুনিক গান |
পেশা | কণ্ঠশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক |
বাদ্যযন্ত্র | কণ্ঠশিল্পী |
কার্যকাল | ১৯৫০-১৯৮২ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনা১৯২৯ সালের ৯ই অক্টোবর সুধীন্দ্রনাথ দাশগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন। তবে, সুধীন দাশগুপ্ত নামেই সমধিক পরিচিতি পান। তিনি দার্জিলিংয়ে শৈশবকাল অতিবাহিত করেন।[১] তার পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের যশোর জেলা 'কালিয়া' গ্রামে। তার বাবা মহেন্দ্রনাথ দাশগুপ্ত দার্জিলিং সরকারী বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং তার মা একজন সমাজকর্মী ছিলেন। সুধীন দাশগুপ্ত প্রথম থেকেই সংগীতে দক্ষ ছিলেন। তিনি সমান দক্ষতার সাথে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, যেমন সেতার, সরোদ, হারমোনিয়াম, পিয়ানো, ম্যান্ডোলিন, পিকলু, গিটার, বেহালা, এসরাজ ইত্যাদি। এ ছাড়া তবলা ও ড্রামে পারদর্শী ছিলেন।[২] তিনি রয়্যাল স্কুল অব মিউজিক লন্ডন থেকে সংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।
তিনি লণ্ডন রয়েল স্কুল অব মিউজিক থেকে সংগীতে স্নাতক করেন। তিনি অনেক খেলাধুলা ভালবাসতেন। কলকাতাতে থাকার সময় তিনি ভবানীপুর ক্লাব হকি দলের সদস্য ছিলেন। ১৯৪৯-৫০তে তার পরিবার কলকাতায় স্থায়ীভাবে চলে আসে। এই সময় তিনি ক্ৰমাগত বাঙালা আধুনিক সংগীতের সাথে জড়িয়ে পরেন। কিংবদন্তি সংগীত পৰিচালক কমল দাশগুপ্তের সহকারি হিসেবে দায়িত্ব নেন।এছাড়াও তিনি আইপিটিএর কলকাতা উত্তর স্কোয়াড (ইন্ডিয়ান পিপলস থিয়েটারস অ্যাসোসিয়েশন) এর জন্য গান সৃষ্টি করার দায়িত্ব নিয়েছিলেন। হিস মাস্টার ভয়েস (এইচ এম ভি) এর ক্ষীতিশ বসু তাকে আধুনিক বাঙালা গান তৈরির সুযোগ দেন। ১৯৫৩ সালে প্ৰথমবার তিনি বেচু দত্তের কতো আশা, কতো ভালোবাসা ও কেনো আকাশ হতে শীৰ্ষক দুটি আধুনিক বাঙালা গানে সুর দেন। তার বৈচিত্ৰ্যময় সাঙ্গীতিক যাত্ৰা মৃত্যু আগ পর্যন্ত অব্যাহত ছিল।[২]
তিনি মঞ্জুশ্ৰী সেনগুপ্তকে বিয়ে করেছিলেন। তার পুত্ৰ সৌম্য একজন আৰ্কিটেক্ট ও কন্যা সবেরি একজন ফ্যাশন ডিজাইনার।
সঙ্গীতযাত্রা
সম্পাদনা১৯৫০ থেকে ১৯৭০-এর দশকগুলি বাংলা আধুনিক গানের পাশাপাশি বাংলা মৌলিক গানের স্বর্ণযুগ বলে বিবেচিত হয়। এই সময় গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল গুপ্ত, প্রণব রায়, রবিন চট্টোপাধ্যায়, পবিত্র চট্টপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, অনুপম ঘটক, অনিল বাগচী, জ্ঞান প্রকাশ ঘোষ, সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, হেমন্ত কুমার মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা এবং সুধীন দাশগুপ্ত প্রমূখ বিখ্যাত সংগীত পরিচালক এবং গীতিকারদের অবদানের মাধ্যমে বাংলা সংগীত সমৃদ্ধ হয়েছিল। তিনি তবলা, সেতার, পিয়ানো, হারমোনিয়াম, এসরাজ, বেহালা এবং অন্যান্য বিভিন্ন ভারতীয় এবং পাশ্চাত্য বাদ্যযন্ত্রগুলি দক্ষতার সাথে বাজাতে পাড়তেন।
প্রারম্ভিক দিনগুলি
সম্পাদনাসুধীন দাশগুপ্তকে পঞ্চাশের দশকের শেষেরদিকে গীতা দত্ত এবং গুরু দত্ত তাদের বোম্বের (মুম্বাই) প্রোডাকশন হাউসে যোগদান করবার জন্য আমন্ত্রণ করেছিলেন। সুবীর সেন এবং সুধীন দাশগুপ্ত মুম্বাইয়ের তারদেও সোনাওয়ালা ভবনে একসাথে থাকেন। এ সময় সুধীনবাবু একটি গান রচনা করেছিলেন "এতো সুর আর এতো গান", যা সুবীর সেন অনেক পরে রেকর্ড করেছিলেন।[৩] ১৯৫৬ সালে সুবীর সেনের দ্বিতীয় রেকর্ডটিতে সুধীন দাশগুপ্তের দুটি রচনা "ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙ্গীন" এবং "স্বর্ণঝরা সূর্যরঙে" মুক্তি পেয়েছিল। এই অমর সৃষ্টিগুলির সুরকার এবং গীতিকারক সুধীন দাশগুপ্তকে বিখ্যাত করে তুলেছিল এবং বাংলা গানের জগতে তার জন্য একটি স্থায়ী জায়গা করে দিয়েছিল।[৪]
কবি হিসেবে
সম্পাদনাসুধীন দাশগুপ্ত অনেক গানের কথা লিখেছেন। তার গানের অগাধ জনপ্রিয়তা নিজেই তার গানের কাব্যিক মূল্যবোধগুলির সাথে তাদের সাহিত্যের মূল্যবোধের কথা বলে। তাঁর সৃষ্টির প্রথমটি ছিল ১৯৫৪ সালে সুবীর সেনের জন্য ।তিনি যে গানটি লিখেছিলেন, তা ছিল এত সুর আর এত গান। যা বাংলা সংগীত জগতের এক মাইলফলক হয়ে দাঁড়িয়েছিল:[৪]
এত সুর আর এত গান যদি কোনদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো জানি ভুলে যাবে যে আমায়।
কতদিন আর এ জীবন কত আর এ মধু লগন
তবুও তো পেয়েছি তোমায় জানি ভুলে যাবে যে আমায়।
আমি তো গেয়েছি সেই গান যে গানে দিয়েছিলে প্রাণ।
ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি যত কিছু তার
এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমায়।
চলচ্চিত্ৰ তালিকা
সম্পাদনাবাংলা চলচ্চিত্র
সম্পাদনা- উল্কা (১৯৫৭)
- ডাক হরকরা (১৯৫৮)
- গলি থেকে রাজপথ (১৯৫৯)
- হেডমাষ্টার (১৯৫৯)
- প্ৰবেশ নিষেধ (১৯৬০)
- যাত্ৰী (১৯৬০)
- পঙ্ক তিলক (১৯৬১)
- কান্না (১৯৬২)
- নিশিথে (১৯৬৩)
- তাহলে (১৯৬৪)
- দুই পৰ্ব (১৯৬৪)
- আকাশ কুসুম (১৯৬৫)
- অন্তরাল (১৯৬৫)
- শঙ্খবেলা (১৯৬৬)
- আকাশ চোরা (১৯৬৭)
- অভিশপ্ত চম্বল (১৯৬৭)
- কখনো মেঘ (১৯৬৮)
- তিন ভুবনের পরে (১৯৬৯)
- প্ৰথম কদম ফুল (১৯৭০)
- মঞ্জরী অপেরা (১৯৭০)
- জয় বাংলা (১৯৭১)
- ছদ্মবেশী (১৯৭১)
- জীবন সৈকতে (১৯৭২)
- পিকনিক (১৯৭২)
- জবান (১৯৭২)
- হার মানা হার (১৯৭২)
- রাতের রজনীগন্ধা (১৯৭২)
- সজারুর কাঁটা (১৯৭২)
- সোনার খাঁচা (১৯৭৩)
- বসন্ত বিলাপ (১৯৭৩)
- নিশি কনা (১৯৭৩)
- এক যে ছিল বাঘ (১৯৭৩)
- এপার ওপার (১৯৭৩)
- জীবন রহস্য (১৯৭৩)
- প্ৰান্তরেখা (১৯৭৪)
- সঙ্গিনী (১৯৭৪)
- শৰ্মিলা (১৯৭৫)
- সেদিন দুজনে (১৯৭৫)
- পালঙ্ক (১৯৭৫)
- হংসবাজ (১৯৭৫)
- অপরাজিতা (১৯৭৬)
- কৰুণাময়ী (১৯৭৮)
- দৌড় (১৯৭৯)
- জব চাৰ্নকের বিবি (১৯৭৯)
- শুভ সংবাদ (১৯৭৯)
- পিপাসা (১৯৮২)
- অমর কুম্ভের সন্ধানে (১৯৮২)
- সুপৰ্ণা (১৯৮৩)
- বনশ্ৰী (১৯৮৩)
আসামী ছবি
সম্পাদনা- অরণ্য (১৯৭১)
- কাজিরাঙার কাহিনী (১৯৮২)[৫]
পুরস্কার
সম্পাদনাতিনি ১৯৭২ সালে বাঙালা ছবি পিকনিকের জন্য শ্ৰেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে বেঙ্গল ফিল্ম জার্নাৰ্লিষ্ট এসোসিয়েসন পুরস্কার লাভ করেছিলেন।
উত্তরাধিকার
সম্পাদনাভারতের পশ্চিমবঙ্গ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় একটি সংরক্ষণাগার তৈরি করে এই মহান সংগীতজ্ঞকে শ্রদ্ধা জানায়। যেখানে বাংলার তিন কিংবদন্তি ব্যক্তিত্বের জীবন ও রচনা চিত্রিত করা হবে।তারা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সলিল চৌধুরী এবং সুধীন দাশগুপ্ত।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পূর্ব-পশ্চিম মিলেছিল তাঁর সুরে"। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৪।
- ↑ ক খ "Sudhin Dasgupta(Bengali)"। Aajkaal Publishers। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ "Subir Sen Interview: Part 1: KOLKATA GAAN"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ ক খ "সম্পাদক সমীপেষু: প্রথম রেকর্ড অন্য"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ Babul Das (১৯৮৫)। আসামী ছবির গান সংকলন। Bani Mandir, Dibrugarh।
- ↑ "Paying tributes to Tagore's family"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুধীন দাশগুপ্ত (ইংরেজি)