বসন্ত বিলাপ
১৯৭৩-এর দীনেন গুপ্ত পরিচালিত বাংলা চলচ্চিত্র
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। |
বসন্ত বিলাপ ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক দীনেন গুপ্তর হাস্যরসাত্মক ছবি। বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ প্রমুখ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।[১]
বসন্ত বিলাপ | |
---|---|
পরিচালক | দীনেন গুপ্ত |
চিত্রনাট্যকার | শেখর চট্টোপাধ্যায় |
কাহিনিকার | বিমল কর |
শ্রেষ্ঠাংশে | সৌমিত্র চট্টোপাধ্যায় অপর্ণা সেন রবি ঘোষ |
সুরকার | গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার :- সুধীন দাশগুপ্ত গায়ক: |
চিত্রগ্রাহক | দীনেন গুপ্ত |
সম্পাদক | রমেশ জোশি |
মুক্তি | ২ জানুয়ারি ১৯৭৩ (কলকাতা) |
স্থিতিকাল | ১১৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাশহরের বসন্ত বিলাপ নামক একটি হোস্টেলের মেয়েদের সাথে পাশ্ববর্তী একটি ছেলেদের হোস্টেলের ছেলেদের একে অপরের প্রতি বিদ্বেষ ও আক্রোশকে কেন্দ্র করে ঘটনা প্রবাহ এগিয়ে চলে। সেই কারণেই দুই পক্ষই নিত্যনৈমিত্তিক ভাবে নতুন নতুন ফন্দি আঁটতে থাকে। যা এই হাস্য কৌতুকের মূল উপজীব্য। যদিও শেষে হোস্টেলের তিনটি মেয়ে, তিনটি ছেলের প্রেমে পড়ে।
অভিনয়
সম্পাদনা- সৌমিত্র চট্টোপাধ্যায় - শ্যাম সুন্দর বোস/শ্যাম, ছেলেদের নেতা
- অপর্ণা সেন - অনুরাধা সিংহ/রাধা, মেয়েদের নেতা
- রবি ঘোষ - গুপ্ত
- কাজল গুপ্ত - পার্বতী/পারু
- অনুপ কুমার - ললিত/লালু
- সুমিত্রা মুখোপাধ্যায় - নবনিতা/নীতা
- চিন্ময় রায় - সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়/সিঁধু
- শিবানী বসু - আলো রায়
- অমরনাথ মুখার্জী - অজয়, লালুর বড় ভাই
- কনিকা মজুমদার - অজয়ের স্ত্রী এবং দুই দলের মধ্যে একটি মধ্যস্থতাকারী
- তরুণ কুমার চ্যাটার্জী - ডাঃ গিরিজা সাপুই, একজন হোমিওপ্যাথি ডাক্তার
- গীতা দে - সিঁধুর আন্টি (কাকিমা)
- হরিধন মুখোপাধ্যায় - বসন্ত বিলাপের বাড়িওয়ালা
- বঙ্কিম ঘোষ
- শ্যাম লাহা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Basanata Bilap (1973) - IMDb" (ইংরেজি ভাষায়)।