সুজন সখি

বাংলাদেশের একটি পুননির্মিত রোমান্টিক চলচিত্র

সুজন সখি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। এটি ১৯৭৫ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান পরিচালিত ফারুককবরী সারোয়ার জুটিকে নিয়ে নির্মিত সুজন সখী ছবির রঙিন পুনঃনির্মাণ।[] পরিচালক জহিরুল হক সালমান-শাবনূর জুটিকে নিয়ে এই ছবি নির্মাণের ঘোষণা দিলেও পরে তিনি মারা যাওয়ার পর শাহ আলম কিরণ এই চলচ্চিত্রটি পরিচালনা করেন।[] এই ছায়াছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন আমজাদ হোসেন এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক খান আতা নিজেই। পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়া ও তাদের মিলনের গল্প নিয়ে নির্মিত ছবিটি পরিবেশনা করেছে ফেয়ার ফিল্মস। এতে নাম চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহশাবনূর[] এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, সাদেক বাচ্চু, আনোয়ারা প্রমুখ।

সুজন সখি
সুজন সখি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশাহ আলম কিরণ
প্রযোজকনাজমুল হুসাইন
চিত্রনাট্যকারখান আতাউর রহমান
কাহিনিকারআমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশে
সুরকারআবু তাহের
চিত্রগ্রাহকএ আর জাহাঙ্গীর
সম্পাদকমুজিবুর রহমান দুলু
পরিবেশকফেয়ার ফিল্মস
মুক্তি১২ আগস্ট, ১৯৯৪
স্থিতিকাল১১১ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

পারিবারিক দ্বন্দ্বের কারণে আলাদা হয়ে যায় দুই ভাই সুলেমান ও লোকমান। সুলেমান যাওয়ার সময় তার সব সম্পত্তি তার ভাতিজা সুজনকে দিয়ে যায়। সুলেমানের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা যায়। সুলেমানের মেয়ে সখি তার দাদীর আদরে-যত্নে বড় হতে থাকে। একদিন সুজনের সাথে তার পরিচয় হয়। কিন্তু তারা দুজনের কেউ কারো আসল পরিচয় জানে না। সখি একদিন তার দাদীর সাথে সুজনের পরিচয় করিয়ে দিলে তারা তাদের আসল সম্পর্ক জানতে পারে। এখন তারা কি পারবে দুই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে!

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের। গীত রচনা করেছেন খান আতাউর রহমান। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমীন, কিরণ চন্দ্র রায়, রথীন্দ্রনাথ রায়, ও খান আসিফ আগুন

গানের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."আগুন জ্বলেরে"খান আতাউর রহমানআবু তাহেরনীলুফার ইয়াসমীন 
২."গুন গুন গুন গান গাহিয়া"খান আতাউর রহমানআবু তাহেরসাবিনা ইয়াসমিন 
৩."গাছের বেল পাকিলে"খান আতাউর রহমানআবু তাহেররথীন্দ্রনাথ রায় 
৪."সব সখিরে পাড় করিতে"খান আতাউর রহমানআবু তাহেরএন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মোহাম্মদ আওলাদ হোসেন (জানুয়ারি ৬, ২০১৪)। "সাফল্য নেই তারপরও রিমেক ছবি"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. গোলাম রিয়াদ (৫ সেপ্টেম্বর ২০১৫)। "স্মরণ : অমর নায়ক সালমান শাহ"। দৈনিক ভোরের পাতা। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬ 
  3. "সালমান শাহ'র নায়িকারা"। দ্য রিপোর্ট। সেপ্টেম্বর ৬, ২০১৫। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা