সার্বিয়ায় ইসলাম

সার্বিয়াতে খৃষ্টধর্মের পর দ্বিতীয় বৃহত্তর ধর্ম হলো ইসলাম। যা তার অধিবাসীদের ৩%। যদি কসোভো (যাকে সার্বিয়ার একটি অংশ হিসেবে ধর্তব্য হয়) সহ ধর্তব্য হয় তাহলে পার্সেন্টিজ আরো বৃদ্ধি পাবে।

ইউরোপে ইসলাম
দেশের জনসংখ্যা অনুযায়ী শতকরা হার[]
  ৯০–১০০%
  ৭০–৮০%
কাজাখস্তান
  ৫০–৭০%
  ৩০–৫০%
উত্তর মেসেডোনিয়া
  ১০–২০%
  ৫–১০%
  ৪–৫%
  ২–৪%
  ১–২%
  < ১%
রাজধানী বেলগ্রেডে অবস্থিত মসজিদ

জনমিতি

সম্পাদনা
  • গুরানীঃ কসোভার দিককার অর্থোডক্স খৃষ্টান। আঠারো এবং উনিশ শতাব্দীর মাঝামাঝিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে।
  • আলবেনিয়ান শরনার্থীঃ অর্থোডোক্স ও ক্যাথলিক খৃষ্টান। তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেন আঠারো ও উনিশ শতাব্দীর মাঝামাঝিতে।
  • বসনিয়ানঃ তারা সানজাকে বসবাস করেন। তাদের অধিকাংশই সার্ভিয়ান। 

টেমপ্লেট:مراجع

  1. "Religious Composition by Country, 2010-2050"পিউ রিসার্চ সেন্টার। ১২ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭