সাতকানিয়া ইউনিয়ন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একটি ইউনিয়ন
(সাতকানিয়া ইউনিয়ন,সাতকানিয়া থেকে পুনর্নির্দেশিত)

সাতকানিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

সাতকানিয়া
ইউনিয়ন
১৬নং সাতকানিয়া ইউনিয়ন পরিষদ
সাতকানিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সাতকানিয়া
সাতকানিয়া
সাতকানিয়া বাংলাদেশ-এ অবস্থিত
সাতকানিয়া
সাতকানিয়া
বাংলাদেশে সাতকানিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩′৩৮″ উত্তর ৯২°৩′৩৮″ পূর্ব / ২২.০৬০৫৬° উত্তর ৯২.০৬০৫৬° পূর্ব / 22.06056; 92.06056 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ সেলিম উদ্দীন
আয়তন
 • মোট১৫.২২ বর্গকিমি (৫.৮৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩২,৮৪৮
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৪.৪৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সাতকানিয়া ইউনিয়নের আয়তন ৩৭৬১ একর (১৫.২২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাতকানিয়া ইউনিয়নের লোকসংখ্যা ৩২,৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৪৮৯ জন এবং মহিলা ১৭,৩৫৯ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সাতকানিয়া উপজেলার দক্ষিণাংশে সাতকানিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে সোনাকানিয়া ইউনিয়ন, উত্তরে সাতকানিয়া পৌরসভাছদাহা ইউনিয়ন, পূর্বে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন এবং দক্ষিণে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

সাতকানিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • দক্ষিণ রূপকানিয়া
  • বারদোনা
  • ছোট বারদোনা
  • চিব্বাড়ী
  • হোছাইন নগর
  • গরিবার ঝিল
  • করইয়া নগর

[]

নামকরণ

সম্পাদনা

ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক ও বিচার কাজের স্বার্থে এই এলাকায় আদালত ভবন স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিলে বর্তমানে অবস্থিত আদালত ভবনের নামে ৭ কানি ভূমি (২৮০ শতক) পেঠান নামক জনৈক জমিদার সরকারের অনুকূলে হস্তান্তর/দান করায় তৎসময় হতে এ উপজেলার নামকরণ সাতকানিয়া হয় মর্মে জনশ্রুতি আছে।[]

ইতিহাস

সম্পাদনা

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম সাতকানিয়া-লোহাগাড়ার অধীনে বর্তমান সাতকানিয়া সদর ইউনিয়ন গঠিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

সাতকানিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৪৮%।[] এ ইউনিয়নে ১টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ

[]

মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

প্রাথমিক বিদ্যালয়
  • এস বি টংকাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করইয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গরিবার ঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গারাংগিয়া আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গারাংগিয়া সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিব্বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছোট বারদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঠাকুরদীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দুর্লভের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব হোছাইন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারদোনা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বি এইচ সি শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

কিন্ডারগার্টেন
  • মাস্টার জাফর আহমদ কেজি স্কুল

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

সাতকানিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক সাতকানিয়া-বাঁশখালী সড়ক ও সাতকানিয়া-কেঁওচিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

সাতকানিয়া ইউনিয়নে ৫২টি মসজিদ, ৯টি ঈদগাহ, ৩টি মন্দির ও ২টি বিহার রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

সাতকানিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে ডলু নদী[]

হাট-বাজার

সম্পাদনা

সাতকানিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল ডেপুটি হাট, শাহ মজিদিয়া বাজার, আকবর হাট, ঠাকুরদীঘি বাজার এবং ছমদিয়া পুকুর পাড়ের বাজার।[১০]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • করইয়া নগর আকবর দীঘি
  • বারদোনা বসুমতির দীঘি
  • ঠাকুর দীঘি

[১১]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সেলিম উদ্দীন[১২]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মুজিবুর রহমান
০২ মাস্টার আবদুশ শুক্কুর
০৩ মাহফুজুর রহমান
০৪ ওসমান গণি
০৫ মোহাম্মদ নেজাম উদ্দীন ২০১১-২০২২
০৬ মোহাম্মদ সেলিম উদ্দীন ২০২২-বর্তমান

[১৩]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 
  3. "সাতকানিয়া ইউনিয়নের ইতিহাস - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 
  4. "কলেজ - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd 
  6. "মাদ্রাসা - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd 
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=25[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd 
  9. "খাল ও নদী - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 
  10. "হাট বাজারের তালিকা - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd 
  11. "দর্শনীয়স্থান - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 
  12. "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  13. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সাতকানিয়া ইউনিয়ন - সাতকানিয়া ইউনিয়ন"satkaniaup.chittagong.gov.bd। ২২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা