ছদাহা ইউনিয়ন
ছদাহা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ছদাহা | |
---|---|
ইউনিয়ন | |
১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ছদাহা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫′৪৬″ উত্তর ৯২°৫′৫১″ পূর্ব / ২২.০৯৬১১° উত্তর ৯২.০৯৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোরশেদুর রহমান |
আয়তন | |
• মোট | ৩০.৫০ বর্গকিমি (১১.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৩,৯৬৭ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.৮২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাছদাহা ইউনিয়নের আয়তন ৭৫৩৭ একর (৩০.৫০ বর্গ কিলোমিটার)।[১] এটি সাতকানিয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ছদাহা ইউনিয়নের লোকসংখ্যা ৫৩,৯৬৭ জন। এর মধ্যে পুরুষ ২৬,৩৪৩ জন এবং মহিলা ২৭,৬২৪ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসাতকানিয়া উপজেলার পূর্বাংশে ছদাহা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাজালিয়া ইউনিয়ন ও কেঁওচিয়া ইউনিয়ন; পশ্চিমে কেঁওচিয়া ইউনিয়ন, ঢেমশা ইউনিয়ন ও সাতকানিয়া পৌরসভা; দক্ষিণে সাতকানিয়া ইউনিয়ন ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন এবং পূর্বে বাজালিয়া ইউনিয়ন ও বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন ও সুয়ালক ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাছদাহা ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত।[৩]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর ছদাহা, হরিণ তোয়া, সামার পাড়া, মিয়াজী পাড়া, ভেদেল্লা পাড়া, নওরগাঁ পাড়া |
২নং ওয়ার্ড | বিছিন্না পাড়া, সাতগড়িয়া পাড়া, ফজুর পাড়া, কাজীর পাড়া, হাঁসার পাড়া, ধর পাড়া |
৩নং ওয়ার্ড | পূর্ব ছদাহা, মাইজ পাড়া, মৌলানা ছগির শাহ (রহ.) পাড়া, পূর্ব কাজীর পাড়া, সন্দ্বীপ্যা পাড়া, পাহাড়কুল, নয়া পাড়া |
৪নং ওয়ার্ড | আফজল নগর,মিয়াজীর বাড়ী, মহুরী পাড়া, সিকদার পাড়া, আব্দুল্লাহর বর পাড়া |
৫নং ওয়ার্ড | ছৈয়দাবাদ, আজিমপুর, কাজীর খীল, ওস্তাদ পাড়া, নাছির মোহাম্মদ পাড়া, তালুকদার পাড়া, সিয়ার বর পাড়া |
৬নং ওয়ার্ড | ছোট ঢেমশা, ফকির পাড়া, সফর আলী পাড়া, চেয়ারম্যান পাড়া, মাঝির পাড়া, মেহের আলী পাড়া |
৭নং ওয়ার্ড | রোয়াজির পাড়া, মনোহর চৌধুরী পাড়া, জানার পাড়া, কাজীর পাড়া, নাথ পাড়া, শীল পাড়া |
৮নং ওয়ার্ড | দক্ষিণ ছদাহা, বিল্লা পাড়া, বায়তুশ শরফ পাড়া, শিশুতলা, মণ্ডল পাড়া |
৯নং ওয়ার্ড | খোর্দ্দ কেঁওচিয়া, নুনু চৌধুরী পাড়া, মাঝের পাড়া, ছহির পাড়া, বহনামুড়া, আশ্রয়ন প্রকল্প, রুদ্র পাড়া, সারাশিয়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাছদাহা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৮২%।[১] এ ইউনিয়নে ৪টি মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়
- ছদাহা-কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- আফঝল নগর শাহ দেওয়ান আলী ও ফকির মাওলানা (রহ) (এস.ডি.এফ) দাখিল মাদ্রাসা।
- ছদাহা মোহাম্মদিয়া খাইরিয়া আলিম মাদ্রাসা
- ছদাহা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
- ছদাহা আয়শা ইসলাম শিক্ষামূলক জনকল্যাণ ট্রাস্ট এবতেদায়ী মাদ্রাসা
- শাহ আব্দুল বারী শাহ আব্দুল জব্বার (রহ.) তা'লীমুল কুরআন নুরানী এবতেদায়ী মাদ্রাসা
- হেফজখানা
- আফঝল নগর হযরত উসমান (রাঃ) হেফজ ও এতিমখানা।
- প্রাথমিক বিদ্যালয়
- আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আফজল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খোর্দ্দ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব খোর্দ্দ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাছদাহা ইউনিয়নে চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উভয়ের মাধ্যমেই যোগাযোগ করা যায়। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।[৩]
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাছদাহা ইউনিয়নে ৭৮টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৫টি মন্দির রয়েছে।[৩]
খাল ও নদী
সম্পাদনাছদাহা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হলো হাঙ্গর খাল, গাওছড়ি খাল, গুইল্লাছড়ি খাল, বুরবুরগা খাল এবং উকিয়ার খাল।[৭]
হাট-বাজার
সম্পাদনাছদাহা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল উত্তর ছদাহা দস্তিদারহাট এবং ছদাহা ফকিরহাট বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনা- ছদাহা ছগীর শাহ (রহ.) মাজার[৯]
- শৈলকূপ ।
- সন্দীপ্যা পাড়া-মাহালিয়া সংযোগ সড়ক
- ডিঙ্গাবাহা
- ছদাহা ফকির হাট প্রবাসী ফরিদুল আলমের বাড়ি।
- মিয়া বাড়ি (পুরাতন বাড়ি দেউড়ী)
- মুফতি ইয়ার মোহাম্মদের মাজার ও বাসগৃহ
- বহনামড়া আশ্রয়ণ প্রকল্প ও কৃত্রিম লেক
- মেহের আলী কাজী জামে মসজিদ
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোরশেদুর রহমান[১০]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | সৈয়দ মাজহারুল ওয়াদুদ (পঞ্চায়েত প্রেসিডেন্ট) | ১৯২৯-১৯৪৭ |
০২ | মাওলানা আবুল হোসেন চৌধুরী (ইউপি বোর্ড প্রেসিডেন্ট) | ১৯৪৭-১৯৫১ |
০৩ | আজিজুর রহমান আজু মিয়া (ইউপি বোর্ড প্রেসিডেন্ট) | ১৯৫১-১৯৫৫ |
০৪ | আবুল মকছূম চৌধুরী | ১৯৫৬-১৯৮৪ |
০৫ | আলহাজ্ব কেফায়েত উল্লাহ | ১৯৮৪-১৯৯২ |
০৬ | আলহাজ্ব কামাল উদ্দীন | ১৯৯২-১৯৯৮ |
০৭ | মোহাম্মদ ইসলাম সওদাগর | ১৯৯৮-২০০৩ |
০৮ | এস এম নুরুন্নবী | ২০০৩-২০০৯ |
০৯ | মুহাম্মদুল হক ভূঁইয়া (ভারপ্রাপ্ত) | ২০০৯-২০১১ |
১০ | মোহাম্মদ মোশাদ হোসাইন চৌধুরী | ২০১১-২০২২ |
১১ | মোরশেদুর রহমান | ২০২২-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ http://sadahaup.chittagong.gov.bd/site/page/b420c4d4-2144-11e7-8f57-286ed488c766[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"। sadahaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"। sadahaup.chittagong.gov.bd।
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"। sadahaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"। sadahaup.chittagong.gov.bd। ৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"। sadahaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"। sadahaup.chittagong.gov.bd। ২০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭।
- ↑ "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"। sadahaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]