সাতকানিয়া পৌরসভা
সাতকানিয়া পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা।
সাতকানিয়া | |
---|---|
পৌরসভা | |
সাতকানিয়া পৌরসভা | |
বাংলাদেশে সাতকানিয়া পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫′৪″ উত্তর ৯২°৪′৪৯″ পূর্ব / ২২.০৮৪৪৪° উত্তর ৯২.০৮০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ২০০৩ |
সরকার | |
• পৌর মেয়র | মোহাম্মদ জোবায়ের (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১২.৫০ বর্গকিমি (৪.৮৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭৯,৫২২ |
• জনঘনত্ব | ৬,৪০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৭.২০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাসাতকানিয়া পৌরসভার আয়তন ১৩ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাতকানিয়া পৌরসভার লোকসংখ্যা ৭৯,৫২২ জন। এর মধ্যে পুরুষ ৪৩,৭৩৭ জন এবং মহিলা ৩৫,৭৮৫ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচট্টগ্রাম মহানগরী থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে আরাকান সড়ক থেকে ৫ কিলোমিটার পশ্চিমে সাতকানিয়া-বাঁশখালী সড়ক ঘেঁষেই সাতকানিয়া পৌরসভার অবস্থান। পৌরসভার উত্তরে পশ্চিম ঢেমশা ইউনিয়ন ও ঢেমশা ইউনিয়ন, পূর্বে কেঁওচিয়া ইউনিয়ন ও ছদাহা ইউনিয়ন, দক্ষিণে সাতকানিয়া ইউনিয়ন ও সোনাকানিয়া ইউনিয়ন এবং পশ্চিমে মাদার্শা ইউনিয়ন ও এওচিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
সম্পাদনাসাতকানিয়া পৌরসভা ২০০৩ সালে গঠিত হয়। রামপুর, পশ্চিম ঢেমশা ইউনিয়নের পশ্চিম ঢেমশা, ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা, ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ, সাতকানিয়া ইউনিয়নের রূপকানিয়া এবং সোনাকানিয়া ইউনিয়নের সোনাকানিয়া এ ৬টি মৌজা নিয়ে সাতকানিয়া পৌরসভা গঠিত।[১]
২৩ অক্টোবর ২০০৮ সালে স্থানীয় সরকার বিভাগ, পৌর-৩ শাখা কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন এর স্মারক নং-পৌর-৩/চবি-গ-৩৬/৯৮/১১৮২; তারিখ-২৩/০৯/২০০৮ এর অনূবলে সাতকানিয়া পৌরসভাকে গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত করা হয়।[২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনা৯টি ওয়ার্ড নিয়ে এই পৌর এলাকাটি গঠিত হয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাগুলো হল:
ওয়ার্ড নং | ওয়ার্ডের আওতাধীন এলাকা |
---|---|
১নং ওয়ার্ড | রামপুর, ঘাটিয়াপাড়া, সোনাকানিয়া, বণিকপাড়া |
২নং ওয়ার্ড | মধ্যম রামপুর, সামিয়ারপাড়া, মাইজপাড়া |
৩নং ওয়ার্ড | সতিপাড়া, সাতকানিয়া টাউন |
৪নং ওয়ার্ড | ছমদরপাড়া |
৫নং ওয়ার্ড | ছিটুয়াপাড়া, রোজামরপাড়া, পশ্চিম ঢেমশা |
৬নং ওয়ার্ড | চরপাড়া, সাতকানিয়া, ঢেমশা |
৭নং ওয়ার্ড | ভোয়ালিয়াপাড়া, রূপকানিয়া |
৮নং ওয়ার্ড | ইছামতি কূল, মধ্য রূপকানিয়া |
৯নং ওয়ার্ড | গোয়াজরপাড়া, দক্ষিণ ঢেমশা, খলিফারপাড়া, আশকরপাড়া, দক্ষিণ রূপকানিয়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাসাতকানিয়া পৌরসভার সাক্ষরতার হার ৫৭.২০%।[৪] এখানে ২টি কলেজ, ৪টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
আল-মাদ্রাসাতুল আরবিয়াতুল হাফেজিয়াহ,(ছমদর পাড়া বড় মাদ্রাসা),ছমদর পাড়া।
- সাতকানিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসা
- ছৈয়দাবাদ এমদাদুল উলুম দুদু ফকির আহমদিয়া আলিম মাদ্রাসা
- বায়তুশ শরফ আখতারিয়া আদর্শ আলিম মাদ্রাসা
- রূপকানিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা
- সাতকানিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- পশ্চিম ঢেমশা উচ্চ বিদ্যালয়
- সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
- সাতকানিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আশকর পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছমদর পাড়া (দক্ষিণ) রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিটুয়া পাড়া হাজী ঠাণ্ডা মিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ঢেমশা খলিফার পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ রূপকানিয়া আদর্শ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্যম রামপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
- মাদার্শা সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোজামর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাকানিয়া বণিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী সৈয়দ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসাতকানিয়া পৌরসভায় যোগাযোগের প্রধান ২টি সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও সাতকানিয়া-বাঁশখালী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।[১]
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাসাতকানিয়া পৌরসভায় ৮৪টি মসজিদ ও ১৪টি মন্দির রয়েছে।[১]
খাল ও নদী
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান পৌর মেয়র: মোহাম্মদ জোবায়ের[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে পৌরসভা - সাতকানিয়া উপজেলা - সাতকানিয়া উপজেলা"। satkania.chittagong.gov.bd। ১১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৭।
- ↑ "পৌরসভা সর্ম্পকে"। paurainfo.gov.bd/। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫।
- ↑ "ওয়ার্ড সমূহ - সাতকানিয়া উপজেলা - সাতকানিয়া উপজেলা"। satkania.chittagong.gov.bd। ১১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৭।
- ↑ "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "পৌর নির্বাচনের ফলাফল: চট্টগ্রামে আওয়ামী লীগের দশ-এ-দশ - RTM News 24"। RTM News 24।