সাঁওতালি ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
সাঁওতালি ভাষা হল অস্ট্রো-এশীয় ভাষাপরিবারের অন্তর্ভুক্ত মুন্ডা ভাষাগোষ্ঠীর একটি ভাষা। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের স্থানীয় এবং সহসরকারি ভাষা।[১] এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা ও বিহার রাজ্যে যথেষ্ট সংখ্যক লোক এই ভাষায় কথা বলেন।[২] ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ১৫তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ৭৪ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.৬১%।[৩] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ১৪০তম সর্বাধিক প্রচলিত ভাষা।[৪]
নিচের তালিকাটি সাঁওতালি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।
ক্রম | রাজ্য | সাঁওতালি ভাষাভাষী সংখ্যার শতকরা হার | সাঁওতালিভাষীর সংখ্যা | জনসংখ্যা অনুযায়ী ক্রম |
---|---|---|---|---|
১ | ঝাড়খণ্ড | ৯.৯১% | ৩২৬৯৮৯৭ | ১ম |
২ | পশ্চিমবঙ্গ | ২.৬৬% | ২৪২৯০৭৩ | ২য় |
৩ | ওড়িশা | ২.০৬% | ৮৬২৫৯০ | ৩য় |
৪ | আসাম | ০.৬৮% | ২১৩১৩৯ | ৫ম |
৫ | বিহার | ০.৪৪% | ৪৫৮৯৪৯ | ৪র্থ |
৬ | অরুণাচল প্রদেশ | ০.১২% | ১৬৮৯ | ৯ম |
৭ | ত্রিপুরা | ০.১১% | ৩৯৭৫ | ৮ম |
৮ | মিজোরাম | ০.১১% | ১১৫০ | ১০ম |
৯ | মহারাষ্ট্র | ০.০৯% | ১০৩৪৫৬ | ৬ষ্ঠ |
১০ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ০.০৮% | ৩০৭ | ১৮তম |
১১ | ছত্তিশগড় | ০.০৭% | ১৭৮৬২ | ৭ম |
১২ | সিকিম | ০.০৫% | ৩১০ | ১৭তম |
১৩ | দমন ও দিউ | ০.০৩% | ৮১ | ৩০তম |
১৪ | দাদরা ও নগর হাভেলি | ০.০২% | ৫৭ | ৩২তম |
১৫ | হিমাচল প্রদেশ | ০.০১% | ৮৪৭ | ১২তম |
১৬ | মেঘালয় | ০.০১% | ২৪০ | ২১তম |
১৭ | নাগাল্যান্ড | ০.০১% | ১৫৬ | ২৬তম |
১৮ | উত্তরপ্রদেশ | - | ৮৫৮ | ১১তম |
১৯ | দিল্লি | - | ৫২১ | ১৩তম |
২০ | উত্তরাখণ্ড | - | ৪২৬ | ১৪তম |
২১ | মধ্যপ্রদেশ | - | ৪০৪ | ১৫তম |
২২ | কর্ণাটক | - | ৩১১ | ১৬তম |
২৩ | গুজরাত | - | ২৯৭ | ১৯তম |
২৪ | রাজস্থান | - | ২৫৮ | ২০তম |
২৫ | পাঞ্জাব | - | ২৩৩ | ২২তম |
২৬ | অন্ধ্রপ্রদেশ | - | ২২৬ | ২৩তম |
২৭ | জম্মু ও কাশ্মীর | - | ২২৫ | ২৪তম |
২৮ | হরিয়ানা | - | ২২২ | ২৫তম |
২৯ | তামিলনাড়ু | - | ১৫৬ | ২৬তম |
৩০ | কেরালা | - | ১১৪ | ২৮তম |
৩১ | গোয়া | - | ১০৩ | ২৯তম |
৩২ | মণিপুর | - | ৫৮ | ৩১তম |
৩৩ | চণ্ডীগড় | - | ৪২ | ৩৩তম |
৩৪ | পুদুচেরি | - | - | ৩৪তম |
৩৫ | লাক্ষাদ্বীপ | - | - | ৩৪তম |
ভারত | ০.৬১% | ৭৩,৬৮,১৯২ | পঞ্চদশ প্রচলিত ভাষা |
- ঝাড়খণ্ড
- দুমকা জেলা - ৫২৪৭৬১ (৩৯.৭১%)
- পাকুড় জেলা - ৩২৭৭৭৩ (৩৬.৪০%)
- জামতাড়া জেলা - ২৩০১৭৪ (২৯.১০%)
- সাহেবগঞ্জ জেলা - ২৫১৫৪৫ (২১.৮৬%)
- গোড্ডা জেলা - ২৭০৫৫৫ (২০.৬০%)
- পূর্ব সিংভূম জেলা - ৩৬৫১৮১ (১৫.৯২%)
- সরাইকেল্লা খরসোয়া জেলা - ১৬৬৩৪১ (১৫.৬২%)
- বোকারো জেলা - ২৩৪৮৫৮ (১১.৩৯%)
- দেওঘর জেলা -১৪৬৭২৫ (৯.৮৩%)
- গিরিডি জেলা - ২১৯৯৪৬ (৮.৯৯%)
- ধানবাদ জেলা - ২৩৩৫৪৪ (৮.৭০%)
- রাঁচি জেলা - ১৩৯৪৫০ (৪.৭৯%)
- রামগড় জেলা - ৪৩০১১ (৪.৫৩%)
- হাজারিবাগ জেলা - ৬০৩৪৬ (৩.৪৮%)
- পশ্চিম সিংভূম জেলা - ৫০৩২২ (৩.৩৫%)
- কোডারমা জেলা - ৩৭২৫ (০.৫২%)
- পশ্চিমবঙ্গ
- পুরুলিয়া জেলা - ৩২৭২৭০ (১১.১৭%)
- দক্ষিণ দিনাজপুর জেলা - ১৬২৩১৬ (৯.৬৮%)
- পশ্চিম মেদিনীপুর জেলা - ৫১২৬২০ (৮.৬৭%)
- বাঁকুড়া জেলা - ২৮৬৪২৭ (৭.৯৬%)
- বীরভূম জেলা - ২১০৩৪৪ (৬.০১%)
- বর্ধমান জেলা - ৩৭২৪৯৯ (৪.৮৩%)
- মালদহ জেলা - ১৬৬৭৭৩ (৪.১৮%)
- উত্তর দিনাজপুর জেলা - ১১৩৪৪৫ (৩.৭৭%)
- হুগলি জেলা - ১৩০৬৬৮ (২.৩৭%)
- দার্জিলিং জেলা - ১৮৪২৬ (১.০০%)
- জলপাইগুড়ি জেলা - ৩৫৪৯৯ (০.৯২%)
- মুর্শিদাবাদ জেলা - ৫০৩১০ (০.৭১%)
- ওড়িশা
- ময়ূরভঞ্জ জেলা - ৬২৫০৫০ (২৪.৮১%)
- বালেশ্বর জেলা - ৯৫৩৩৩ (৪.১১%)
- কেন্দুঝর জেলা - ৬৭৯১৩ (৩.৭৭%)
- ঢেঙ্কানাল জেলা - ১০৯০২ (০.৯১%)
- যাজপুর জেলা - ১৩৪৬৭ (০.৭৪%)
- অনুগুল জেলা - ৬৪৬২ (০.৫১%)
- আসাম
- কোকড়াঝাড় জেলা - ১০৫৫৪৪ (১১.৯০%)
- চিরাং জেলা - ২২৭৯৫ (৪.৭৩%)
- ওদালগুড়ি জেলা - ২৩২৩৮ (২.৭৯%)
- বাক্সা জেলা - ১৮৬৪৬ (১.৯৬%)
- শোণিতপুর জেলা - ১৩৮৪০ (০.৭২%)
- বিহার
- বাঁকা জেলা - ৮৫৫১৪ (৪.২০%)
- জামুই জেলা - ৬৪৩৯৫ (৩.৬৬%)
- কিশানগঞ্জ জেলা - ৫৮২৮৭ (৩.৪৫%)
- কাটিহার জেলা - ৯১২৯৮ (২.৯৭%)
- পূর্ণিয়া জেলা - ৮৩৮১৭ (২.৫৭%)
- আরারিয়া জেলা - ২৯৩৮৫ (১.০৫%)
- মহারাষ্ট্র
- গড়চিরোলী জেলা - ১০১৫৫৭ (৯.৪৭%)
২০০১
সম্পাদনা২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী সাঁওতালিভাষীর তালিকা নিম্নরূপ:[৭][৮]
রাজ্য ক্রম | রাজ্য | সাঁওতালিভাষী সংখ্যা |
---|---|---|
— | ভারত | ৬৪,৬৯,৬০০ ০.৬৩% |
১ | জম্মু ও কাশ্মীর | ২৬৭ |
২ | হিমাচল প্রদেশ | ২৩৬ |
৩ | পাঞ্জার | ৭১ |
৪ | চণ্ডীগড় | ২১ |
৫ | উত্তরাখণ্ড | ৩৮০ |
৬ | হরিয়ানা | ১৭৮ |
৭ | দিল্লি | ৩৬৪ |
৮ | রাজস্থান | ২৪৭ |
৯ | উত্তর প্রদেশ | ৪৯১ |
১০ | বিহার | ৩৮৬২৪৮ |
১১ | সিকিম | ৮০ |
১২ | অরুণাচল প্রদেশ | ২০৪২ |
১৩ | নাগাল্যান্ড | ১৩৮ |
১৪ | মণিপুর | ১৫৩ |
১৫ | মিজোরাম | ৪৬৭৭ |
১৬ | ত্রিপুরা | ২৬২৫ |
১৭ | মেঘালয় | ৩৫৭ |
১৮ | আসাম | ২৪২৮৮৬ |
১৯ | পশ্চিমবঙ্গ | ২২৪৭১১৩ |
২০ | ঝাড়খণ্ড | ২৮৭৯৫৭৬ |
২১ | ওড়িশা | ৬৯৯২৭০ |
২২ | ছত্তিশগড় | ৮২৯ |
২৩ | মধ্যপ্রদেশ | ৩০৯ |
২৪ | গুজরাত | ৪৯ |
২৫ | দমন ও দিউ | ৬৫ |
২৬ | দাদরা ও নগর হাভেলি | ৩৫ |
২৭ | মহারাষ্ট্র | ৪৪৭ |
২৮ | অন্ধ্রপ্রদেশ | ১১০ |
২৯ | কর্ণাটক | ১৭১ |
৩০ | গোয়া | ২৪ |
৩১ | লাক্ষাদ্বীপ | ০ |
৩২ | কেরল | ৩ |
৩৩ | তামিলনাড়ু | ৬১ |
৩৪ | পুদুচেরি | ০ |
৩৫ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৭৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jharkhand gives second language status to Magahi, Angika, Bhojpuri and Maithili"। The Avenue Mail। ২১ মার্চ ২০১৮। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯।
- ↑ ১৯৯৭ http://www.tribalzone.net/language/santali.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ নভেম্বর ২০১৮ তারিখে
- ↑ "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"। ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin।
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
- ↑ https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm