কোডারমা জেলা
কোডারমা জেলা পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার মধ্যে একটি৷ এটি উত্তর ছোটনাগপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। ২৭ই চৈত্র ১৪০০ বঙ্গাব্দে (১০ এপ্রিল ১৯৯৪ খ্রিষ্টাব্দে) হাজারিবাগ জেলা থেকে নতুন জেলাটি গঠন করা হয়। এই জেলার জেলাসদর কোডারমাতে অবস্থিত। কোডারমা জেলা কোডারমা মহকুমা নিয়ে গঠিত।
কোডারমা জেলা | |
---|---|
ঝাড়খণ্ডের জেলা | |
ঝাড়খণ্ডে কোডারমার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রশাসনিক বিভাগ | উত্তর ছোটনাগপুর বিভাগ |
সদরদপ্তর | কোডারমা |
তহশিল | ৬ |
সরকার | |
• বিধানসভা আসন | ১ |
আয়তন | |
• মোট | ২,৫৪০ বর্গকিমি (৯৮০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,১৬,২৫৯ |
• জনঘনত্ব | ২৮০/বর্গকিমি (৭৩০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬৬.৮৪ শতাংশ |
• লিঙ্গানুপাত | ৯৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনাপ্রাচীন মনুস্মৃৃতি অনুসারে হিন্দু দেবতা ব্রহ্মা কর্দম ঋষি কে সৃৃৃষ্টি করলে সকলকিছুর ছায়া তৈরী করার জন্য৷ কিন্তু বিন্দ্য পর্বতের ছায়া তৈরীর ফলে যখন ভূ-ভারতের উত্তর পশ্চিমাংশে বৃৃষ্টিচ্ছায় অঞ্চল তৈরী হয় তখন তিনি এই অঞ্চলে এসে সৃৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিজের আক্ষেপ প্রকাশ করেন৷ ঋষি কর্দমের নামানুসারে জায়গাটির নাম হয় কোডারমা৷[১]
ইতিহাস
সম্পাদনাঐতিহাসিক আন্দোলন
সম্পাদনাভূপ্রকৃৃতি
সম্পাদনাঅর্থনীতি
সম্পাদনাঅবস্থান
সম্পাদনাজেলাটির উত্তরে বিহার রাজ্যের নওয়াদা জেলা ও বিহার রাজ্যের গয়া জেলা৷ জেলাটির উত্তর পূর্বে(ঈশান), জেলাটির পূর্বে ও দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলা৷ জেলাটির দক্ষিণে, দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ও পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলা৷ জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) বিহার রাজ্যের নওয়াদা জেলা৷[২]
জেলাটির আয়তন ২৫৪০ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৩.১৯%৷
ভাষা
সম্পাদনাকোডারমা জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
ধর্ম
সম্পাদনাজনসংখ্যার উপাত্ত
সম্পাদনামোট জনসংখ্যা ৪৯৯৪০৩(২০০১ জনগণনা) ও ৭১৬২৫৯(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ২১তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ২.১৭% লোক কোডারমা জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৯৭ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৮২ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ৪৩.৪২% , যা ১৯৯১-২০১১ সালের ২৬.৪৮% বৃদ্ধির হারের থেকে অত্যধিক বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৫০(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৪৯৷[৪]
নদনদী
সম্পাদনাপরিবহন ও যোগাযোগ
সম্পাদনাপর্যটন ও দর্শনীয় স্থান
সম্পাদনাঐতিহ্য ও সংস্কৃৃতি
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাজেলাটির স্বাক্ষরতা হার ৫২.২০%(২০০১) তথা ৬৬.৮৪%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭০.৯৪%(২০০১) তথা ৭৯.৭৮%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩৩.৬১%(২০০১) তথা ৫৩.২৩% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৮.৪৮%৷[৪]