সলিমুল্লাহ খান

বাংলাদেশি লেখক, চিন্তক ও গণবুদ্ধিজীবী

সলিমুল্লাহ খান (জন্ম: ১৮ই আগস্ট ১৯৫৮) একজন প্রথিতযশা বাংলাদেশী চিন্তাবিদ ও লেখক। তিনি পণ্ডিত ও গণবুদ্ধিজীবী হিসেবে প্রসিদ্ধ। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে।[][][] বাংলাদেশের তরুণ লেখক ও চিন্তকদের মাঝে সলিমুল্লাহ খানের অনুসারী রয়েছে। তার রচনায় কার্ল মার্ক্স, জাক লাকঁআহমদ ছফার চিন্তার প্রভাব দেখা যায়। তিনি প্লাতোন, জেমস রেনেল, ফ্রঁৎস ফানঁ, শার্ল বোদলেয়ার, ডরোথি জুল্লে প্রমুখের লেখা বাংলায় অনুবাদ করেছেন।[][][][][]

সলিমুল্লাহ খান
Salimullah Khan
২০২২ সালে খান
উচ্চারণ[sɔlimulːa kʰan]
জন্ম (1958-08-18) ১৮ আগস্ট ১৯৫৮ (বয়স ৬৬)
জাতীয়তাবাংলাদেশি
পেশা
কর্মজীবন১৯৮৩–বর্তমান
যুগনোয়াখালী
কর্ম
গ্রন্থপঞ্জি
দাম্পত্য সঙ্গীশেখ তাসলিমা মুন (জুলাই ১৯৯৯-নভেম্বর ২০০৩)
পুরস্কারপূর্ণতালিকা
লেখক হিসেবে কর্মজীবন
ভাষা
সময়কালসমকালীন
ধরননকাল্পনিক রচনা, কাব্য, অনুবাদ
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
মাতৃ-শিক্ষায়তন
অভিসন্দর্ভথিওরিজ অব সেন্ট্রাল ব্যাঙ্কিং ইন ইংল্যান্ড, ১৭৯৩–১৮৭৭ (২০০০)
ডক্টরাল উপদেষ্টাডানক্যান কে. ফলি
যার দ্বারা প্রভাবিত
উচ্চশিক্ষায়তনিক কর্ম
বিষয়আইন, অর্থনীতি, সাংস্কৃতিক অধ্যয়ন
প্রতিষ্ঠান
ওয়েবসাইটsalimullahkhan.com

জন্ম ও পরিবার

সম্পাদনা

সলিমুল্লাহ খান ১৯৫৮ সালের ১৮ আগস্ট বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মহেশখালীতে বেড়ে ওঠেন।[] তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ। তারা পাঁচ ভাই তিন বোন। সলিমুল্লাহ খান চতুর্থ। বড় তিন ভাই ও ছোট তিন বোন। তার নানাবাড়ি কালার মার ছড়া, কক্সবাজার।[তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা

সম্পাদনা

সলিমুল্লাহ খান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস করেন। এরপর ভর্তি হন চট্টগ্রাম কলেজে। এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি হন। ছাত্রাবস্থায়, ১৯৭৬ সালে আহমদ ছফার সাথে সলিমুল্লাহ খানের পরিচয় হয়। আহমদ ছফার মাধ্যমে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে পরিচয় হয় সলিমুল্লাহ খানের।[১০] এ পর্যায়ে কিছু সময়ের জন্য তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্র শাখার সাথে জড়িত ছিলেন।[১১] যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের দ্যা নিউ স্কুল বিশ্ববিদ্যালয় তিনি দীর্ঘ কাল অধ্যয়ন ও গবেষণা করেন। এখানে তার সর্বশেষ অভিসন্দর্ভের বিষয় ছিলো "ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকিং তত্ত্ব, ১৭৯৩-১৮৭৭।" এ অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি ডিগ্রি দেয়া হয়।

কর্মজীবন

সম্পাদনা

১৯৮৩-৮৪ সালে সলিমুল্লাহ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্যে দিয়ে কর্ম জীবন শুরু করেন।[১০] পরবর্তীকালে ১৯৮৫-৮৬ মেয়াদে অল্প দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট(আইবিএ) তে শিক্ষকতা করেন। ১৯৮৬ সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান পড়াশোনা করতে।  দীর্ঘ কাল তিনি নিউ ইয়র্কে অবস্থান করেন। নিউ ইয়র্কের দ্যা নিউ স্কুল বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করে।

১৯৯৯ সালে দেশে ফিরে এসে তিনি  ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এখানে তিনি অর্থনীতি পড়াতেন। একই সঙ্গে আইন ব্যবসায়ের উদ্দেশ্য নিয়ে তিনি কিছু দিন ঢাকা হাই কোর্টে যাতায়াত করেন। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন। ২০০৬ সালে তিনি ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি তে আইন বিভাগের একজন অধ্যাপক হিসেবে যোগ দেন।[১২]

পরবর্তীকালে সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব-এ অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে সেন্টার ফর এডভান্সড থিওরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত যেমনঃ এশিয়ান শিল্প ও সংস্কৃতি কেন্দ্র, আহমেদ ছফা রাষ্ট্রসভা ইত্যাদি।

কর্ম ও তৎপরতা

সম্পাদনা

কর্মজীবনের শুরুর দিকে সলিমুল্লাহ খান আব্দুর রাজ্জাকের বিখ্যাত বক্তব্যের ওপর একটি বই লেখেন। বইটির নাম "বাংলাদেশ: স্টেট অব দ্য নেশন"। ১৯৮১ সালে বইটি প্রকাশিত হয়।[১৩] আহমদ ছফা তার এই বইয়ের সমালোচনা করেন। আব্দুর রাজ্জাককে নিয়ে সলিমুল্লাহ খানের মূল্যায়ন ঠিক নয় বলে মনে করেন তিনি।[১৪] সলিমুল্লাহ খান প্র্যাক্সিস জার্নাল নামে একটি সাময়িকী সম্পাদনা করতেন ১৯৭৯ সাল থেকে ১৯৮৬/৮৭ সাল পর্যন্ত।[১১][১৫]

তিনি বৈশ্বিক ও আঞ্চলিক রাজনৈতিক পর্যায়ের অর্থনীতি ও সংস্কৃতির সমালোচনা করেন।[১৬] তার সমালোচনার ভিত্তি হল মার্কসবাদী তত্ত্ব।[১৭] তিনি উপনিবেশবাদবিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন[১৮][১৯] এবং পশ্চিমা হস্তক্ষেপের নিন্দা করেন।[২০] পশ্চিমা চিন্তাধারা ও বক্তব্যকে ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদী লিগ্যাসির মাধ্যমে বিশ্লেষণ করেন।[২১] এই দৃষ্টিকোণ থেকে তিনি শার্ল বোদলেয়ার,[২২] ওয়াল্টার বেঞ্জামিন, মিশেল ফুকো[২৩], ফ্রানৎস ফানোঁ লেভি স্ত্রস, এডওয়ার্ড সাইদ[২৪][২৫], তালাল আসাদ[২৬] এবং অন্যান্যদের ওপর লেখালেখি করেছেন।[২৭]

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি তার লেখার বিষয়বস্তু হয়ে উঠেছে। তিনি লালন শাহ[২৮], রামপ্রসাদ চন্দ্র[২৯], জসিমউদ্দীন[৩০][৩১], রোকেয়া সাখাওয়াত হোসেন, আহমদ ছফা, আবুল হাসান, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ[৩২] এবং তার কিছু সমসাময়িক ব্যক্তিদের নিয়ে লিখেছেন। বাংলা শব্দপ্রকরণের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ওপর সমালোচনা করেছেন।[৩৩] তিনি বাংলা ভাষাকে দাপ্তরিকভাবে ব্যবহারের পক্ষে যুক্তি দেখান।[৩৪][৩৫] বাংলাদেশের উচ্চ শ্রেণীর লোকদের বাংলা ভাষার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন।[৩৬] তিনি উন্নত শিক্ষা ব্যবস্থার সমর্থক।[৩৭][৩৮] ২০১৭ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকার কওমী মাদ্রাসার দাওরা ডিগ্রিকে মাস্টার্স সমমান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সলিমুল্লাহ খান এই কাজের প্রশংসা করেন।[৩৯][৪০] বাংলাদেশে কীভাবে বাংলা ভাষার মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে, তা নিয়ে তিনি আলোচনা করেছেন।[৪১]

তিনি কাজী নজরুল ইসলামকে একটি ঔপনিবেশিকতা-বিরোধী ও গণতান্ত্রিক চিন্তা লালিত কবি হিসেবে তুলে ধরেন।[৪২][৪৩][৪৪] তার বই আহমদ ছফা সঞ্জীবনী আহমদ ছফার কাজের অকপট মূল্যায়ন।[৪৫][৪৬] বাংলাদেশের সমাজ ও রাজনীতির গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে উল্লেখ করেন, যিনি কাজী নজরুলের দর্শনের যথার্থ উত্তরাধিকারী।[৪৭][৪৮] রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আহমদ ছফার লেখাগুলো সংগ্রহ করে তিনি তা সম্পাদনা করে প্রকাশ করেন।[৪৯]

বেহাত বিপ্লব ১৯৭১ বই এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কৌশলগত ও রাজনৈতিক দিক  বিশ্লেষণ করেন।[৫০] মুক্তিযুদ্ধের মৌলিক তিনটি নীতি হিসেবে তিনি বলেন, "সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার"।[৫১] ২০১১ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটি বিতর্কের আয়োজন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র মেহেরজান  নিয়ে তিনি সমালোচনা করেন।[৫২] শাহবাগ আন্দোলনের সময় সলিমুল্লাহ খান যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষ নিয়ে শক্ত অবস্থান গ্রহণ করেন।[৫৩][৫৪] মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে বিতর্কেও তিনি হস্তক্ষেপ করেছেন।[৫৫]

সাম্প্রদায়িকতা ও চরমপন্থা নিয়ে সলিমুল্লাহ খান ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন।[৫৬][৫৭][৫৮][৫৯][৬০][৬১][৬২] তিনি বলেন ভারতে সাম্প্রদায়িকতার উত্থান ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে।[৬৩][৬৪] সাম্প্রদায়িক হামলার নিন্দা করেন এবং প্রস্তাব দেন সামাজিক ন্যায়বিচার সমুন্নত করার, যা সাম্প্রদায়িকতা নির্মূল করতে পারে।[৬৫] সব সম্প্রদায়ের নিজ নিজ ধর্ম পালনের সমান অধিকার নিয়ে কথা বলেন।[৬৬][৬৭]

তিনি প্লাতোন, জেমস রেনেল[], শার্ল বোদলেয়ার[][], ফ্রানৎস ফানোঁ, ডরোথি জুল্লে[][] প্রমুখের লেখা বাংলায় তর্জমা করেছেন। সলিমুল্লাহ খান বহুভাষী। ২০০৫ সাল থেকে তিনি বাংলা সাধু ভাষায় লেখালিখি করছেন।[৬৮] তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন টকশো এবং বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।[৬৯]

'নজরুল ইসলাম : একটি আদর্শ জীবনীর খোঁজে’ শিরোনামের একক বক্তৃতায় ড. গোলাম মুরশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাঁর মহীয়সী মা জাহেদা খাতুন ও স্ত্রী প্রমীলা নজরুল ইসলামের চরিত্র হনন করে ভিত্তিহীন, আপত্তিকর, কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। ড: সলিমুল্লাহ খান তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন ও নিন্দা জানান। ড: সলিমুল্লাহ খান সহ আরো অনেক লেখকের মতে গোলাম মুরশিদ বাংলা সাহিত্যের জন্য ভয়ংকর ও বিপদজনক।

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • বাংলাদেশ: জাতীয় অবস্থার চালচ্চিত্র (১৯৮৩)
  •  সত্য সাদ্দাম হোসেন ও ‘স্রাজেরদৌলা’ (২০০৭)
  • আমি তুমি সে (২০০৮)
  • সাইলেন্স: অন ক্রাইম অব পাওয়ার (২০০৯)
  • আহমদ ছফা  সঞ্জীবনী" (২০১০)
  • স্বাধীনতা ব্যবসায় (২০১১)
  • ফ্রয়েড পড়ার ভূমিকা (সম্পাদনা) (২০০৫)
  • বেহাত বিপ্লব ১৯৭১, (সম্পাদনা) (২০০৭)
  • আহমদ ছফার স্বদেশ
  • আদমবোমা
  • গরিবের রবীন্দ্রনাথ
  • রক্ত আর খুন
  • গাফফার খানের আত্মজীবনী
  • সক্রাতেসের তিন বাগড়া
  • বাংলাদেশের গণতন্ত্রায়নের সমস্যা ও সম্ভাবনা
  • ঠাকুরের মাৎস্যন্যায় (২০২৩)
  • উৎসর্গ: পরিবার প্রজাতি রাষ্ট্র (২০২৩)
  • এক আকশের স্বপ্ন (১৯৮১)

অনুবাদ

সম্পাদনা
  • ডরোথি জুল্লের নির্বাচিত কবিতা: আল্লাহর বাদশাহি (১৯৯৮)
  • প্লেটোর সংগৃহীত লেখা প্রথম খণ্ড (সহঅনুবাদক) (২০০৫)
  • উহারা বাতাসে: কবিতা ১৯৫৮-১৯৮০ (২০২১) (পেন্টি সারিকস্কির কবিতা)

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
  • নারায়ণগঞ্জের শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রবর্তিত 'রনজিত পুরস্কার-২০২০' (পূর্বে শ্রুতি পুরস্কার)
  • লোক’ সাহিত্য পুরস্কার-২০১৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'Many streams of education are allowed, so why not Dawra?'"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৬ 
  2. Mahtab, Moyukh (২৭ এপ্রিল ২০১৭)। "Will this lead to integration?"The Daily Star (English ভাষায়)। Dhaka: Transcom Group। ৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮Professor Salimullah Khan, a well-known political commentator 
  3. Yusuf, Ananta (২৪ জানুয়ারি ২০১৪)। "The Origins of Communalism"The Daily Star (English ভাষায়)। Dhaka: Transcom Group। ৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮Salimullah Khan [...] is one of the most respected academics and essayists of the country. 
  4. "গ্রীষ্মের কবিতা উৎসব"। Prothom Alo। ২৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  5. Salimullah Khan। "সাম্রাজ্যবাদের যুগে দুই বিশ্বের কবিতা"bdnews24.com। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২ 
  6. 'বাংলা সাহিত্যে নতুন মেহমানঃ ডরোথি জুল্লে' 
  7. আলম খোরশেদ। "'আল্লাহর বাদশাহিঃ একটি চন্ডাল পুথি'"। পরবাস, তৃতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, শরত, ১৪০৬। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. Salimullah Khan। "জেমস রেনেল ও তাঁহার রোজনামচা ১৭৬৪-৬৭"। bdnews24.com। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২ 
  9. স্বর্গে ঈশ্বর নাই, ঈশ্বর আছে ভাষায়ঃ সলিমুল্লাহ খান এবং শামসেত তাবরেজীর সংলাপ [There is no God in heaven, God is in the language: Salimullah Khan and Shamsat Tabrezi dialogue]। Vinnochokh। ২৮ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৬ 
  10. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" আহমদ ছফা আমার শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ। – Salimullah Khan [Ahmed Safa best of my teachers - Salimullah Khan]। shakkhatkars.com। ২৪ আগস্ট ২০১২। ৩১ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১২ 
  11. আলী রিয়াজ। "আলী রীয়াজ- শরীরে জলের গন্ধ মেখে"। Weekly Shaptahik। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  12. "Retrieved 30 December 2011."। ২৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  13. "Gyantapash Abdur Razzaq Bidyapeeth opens in city"। Dhaka Courrier। ১৯ নভেম্বর ২০১৫। ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  14. যদ্যপি আমার গুরু 
  15. বাংলা সাময়িক-পত্রঃ ১৯৭২-১৯৮১, পৃষ্ঠা ৪২৬ 
  16. "বইপত্রেরর খবর: স্বাধীনতা ব্যবসায়"সাহিত্য ক্যাফে। ১৩ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮ 
  17. Salimullah Khan। "Despotism by other means"। Dhaka: New Age। 
  18. "সারা বিশ্বই ছিল চে'র দেশ"। Prothom Alo। ২৭ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  19. "চে গুয়েভারা স্মরণ অনুষ্ঠান"। Prothom Alo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  20. "অধিকার রক্ষায় শক্তি সঞ্চয় করতে ও সোচ্চার হতে হবে"। Prothom Alo। ২২ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  21. স্বাধীনতা ব্যবসায় কি বস্তু 
  22. Salimullah Khan (২০১১)। "Art and truth in the discourse of photography"। Depart। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  23. Salimullah Khan। "মিশেল ফুকোর বাতিজ্বালানি"bdnews24.com। ২৯ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২ 
  24. Salimullah Khan (১৮ অক্টোবর ২০০৭)। "কংকরবোমা : ফ্রয়েড, এডোয়ার্ড সায়িদ ও এয়ুরোপের বিজাতি"। ৩০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২ 
  25. Salimullah Khan। "Rule of Torture, Rites of Terror and the Mirror of Fascism: A Further Tribute to Frantz Fanon"। Md. Shariful Islam। Human Rights and Governance: Bangladesh (পিডিএফ)। Asian Legal Resource Centre। পৃষ্ঠা 33। আইএসবিএন 978-962-8161-13-3 
  26. Salimullah Khan (২৯ ডিসেম্বর ২০০৭)। "আদম বোমা (১) । পশ্চিমা সাম্রাজ্যের বর্ণপরিচয়"bdnews24.com। ২ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২ 
  27. Salimullah Khan (১২ জানুয়ারি ২০০৮)। "জাক লাকাঁ কথিত 'অন্তর্জগতে যাহা না মিশিলে কোন সহজই জন্মায় না সেই পরকীয়া বা গঠনের কথা'"bdnews24.com। ২৯ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২ 
  28. Salimullah Khan। "'আমি'র বিয়োগ অথবা ফকির লালনের সাধনা"। Samakal। ১৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১২ 
  29. Salimullah Khan। "রমাপ্রসাদ চন্দ সম্বন্ধে দুই কথা"। আহমদ ছফা বিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২ [অকার্যকর সংযোগ]
  30. "A legacy we tend to ignore"। The Daily Star। ১ জুন ২০১৩। 
  31. Salimullah Khan (১৮ মার্চ ২০১১)। "বাজে জসীমউদ্দীন" [Bad Jasimuddin]। Prothom Alo। ২৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২ 
  32. Salimullah Khan (১৫ আগস্ট ২০১০)। "আমার শিক্ষক তারেক মাসুদ"bdnews24.com। ১১ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২ 
  33. Salimullah Khan। "বাংলা বানানের যম ও নিয়ম"। notundhara। ২৮ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২ 
  34. ""বাংলা ভাষা বলে একটি বিশেষ ভাষা নেই, বাংলা বহু ভাষা।" সলিমুল্লাহ খানের সঙ্গে আলাপ"bdnews24.com। ১৮ আগস্ট ২০১০। ২৮ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২ 
  35. "Losing Sight of Priorities"। The Daily Star। ১১ ফেব্রুয়ারি ২০০৪। ১২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  36. Stalin Sarkar (২২ ফেব্রুয়ারি ২০১৬)। "ইংলিশ 'বাংলিশ' এবং আমাদের ভাষা চর্চা"। Daily Inqilab। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  37. "Introduce inclusive education to modernize education system"। The Daily Star। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০০৯ 
  38. "Non-uniform primary education discriminatory"। The Daily Star। ৮ মার্চ ২০১৫। 
  39. "Recognition of Qwami Degree: Will this lead to integration?"। The Daily Star। ২৭ এপ্রিল ২০১৭। 
  40. "Many streams of education are allowed, so why not Dawra?"। Dhaka Tribune। ২২ এপ্রিল ২০১৭। 
  41. "ইসলামের সঙ্গে জঙ্গীবাদের সম্পর্ক নেই : ইফা মহাপরিচালক"। The Daily Ittefaq। ১০ জানুয়ারি ২০১৬। 
  42. Saurav Kanti Das। "নজরুলই দেখিয়েছেন বাংলাতেও স্লোগান হয়"। Bonik Barta। ২০১৬-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  43. "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী"। Bangladesh National Museum। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  44. Salimullah Khan (২০ মে ২০১১)। "নজরুল ইসলাম ও ওয়াল্ট হুইটম্যান"Samakal। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২ 
  45. Taimur Reza (১৬ এপ্রিল ২০১০)। "চণ্ডাল গুরুর হকিকত"। Prothom Alo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  46. আতাউর রহমান রাইহান। "আহমদ ছফা সঞ্জীবনী পাঠ"। Chintaa। 
  47. "আহমদ ছফা স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখাতেন"। Prothom Alo। ২৮ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  48. "আহমদ ছফার জন্মদিনে"। Prothom Alo। ২০ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  49. Muhammad Ibrahim Ibne Towhid (১০ মার্চ ২০১৭)। "'Thought provoking Non-fictions'"। New Age। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  50. Iftekhar Iqbal। "State of Bangladesh Studies: An Exploration in Historical Literature" (পিডিএফ)। Südasien - Chronik - South Asia Chronicle 4/2014, S. 5–28। 
  51. "সহিংসতার বিরুদ্ধে চাই ঐক্য"। Prothom Alo। ২৬ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  52. "মেহেরজান বিতর্ক (কিস্তি ৮)"bdnews24.com। ২৬ জুলাই ২০১১। ১২ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১২ 
  53. "যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েও তা করতে না পারলে গণপ্রজাতন্ত্র আকারে বাংলাদেশ থাকবে কিনা সন্দেহ আছে"। Bonik Barta। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৩ [অকার্যকর সংযোগ]
  54. "জামায়াতের গলদ গোড়ায়, সহিংস আদর্শে: সলিমুল্লাহ খান"। bdnews24.com। ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  55. "মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে অহেতুক বিতর্ক করা হচ্ছে"। Prothom Alo। 
  56. "Communal terror continues"। The Daily Star। ১৭ জানুয়ারি ২০১৪। 
  57. "এখানে ধর্মীয় চরমপন্থা কখনোই বিজয়ী হয়নি"। সমকাল। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  58. Salimullah Khan। "সাম্প্রদায়িক রাজনীতির বিষম পরিণাম"। banglanews24.com। ১৬ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩ 
  59. Salimullah Khan। "সাম্প্রদায়িকতা"। Bonik Barta। ২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১২ 
  60. Salimullah Khan। "এসলাম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অথবা খেলাফত আন্দোলনের করুণ পরিণতি"। Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৩ 
  61. Salimullah Khan। "রাষ্ট্র আর জাতীয় সমাজ: বাদশাহি আমলের ধর্মনীতি"। bdnews24.com। ২০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৩ 
  62. Firoz Ahmad (১৬ জুলাই ২০১৫)। "বাঙালি আশরাফ কারা"। The Daily Ittefaq। 
  63. ""The Origins of Communalism", The Daily Star, 24 January 2014" 
  64. Salimullah Khan (৫ জানুয়ারি ২০১৩)। "আরাকানের মুসলমান আর চট্টগ্রামের বৌদ্ধ জনগণ"। Bonik Barta। ১৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১২ 
  65. "'অসাম্প্রদায়িক জাতি গড়তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে '"। Prothom Alo। ৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  66. "এটা রাষ্ট্র ধর্মের মামলা না, রাষ্ট্রের মামলা ছিল : সলিমুল্লাহ খান"। Amader Shomoy। ২৯ মার্চ ২০১৬। ১ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৬ 
  67. "দেশে দেশে অসহিষ্ণুতা বাড়ছে"। Prothom Alo। ১৯ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬ 
  68. Khan, Siddikur Rahman (১৩ জুলাই ২০১২)। "কবে শুরু হবে আহমদ ছফা চর্চা"Ittefaq। Dhaka: Ittefaq Group of Publications Ltd.। ১৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১২ 
  69. "'Win over England a good sign for future generation'"। Daily Sun। ১ নভেম্বর ২০১৬। ৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬