স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[২] এটি ২০০২ সালে বাংলাদেশ সরকার থেকে বিশ্ববিদ্যালয়ের সনদ পেয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নামে কার্যক্রম শুরু করে। বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাম্পাস সিদ্ধেশ্বরীতে অবস্থিত। ঢাকার মুগদার গ্রিন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে।[৩][৪]
Stamford University Bangladesh | |
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০২ |
ইআইআইএন | ১৩৬৬৪৪ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক মনিরুজ্জামান[১] |
শিক্ষার্থী | ১২,০০০ |
ঠিকানা | ৫১, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা। , , 23.74450813418879, 90.40843237729351 |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | Stamford |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৯৯৫ সালে বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ড. এম. এ হান্নান ফিরোজের হাত ধরে প্রতিষ্ঠানটির কলেজ শাখা স্টামফোর্ড কলেজ যাত্রা শুরু করে[৫]। পরবর্তীতে ২০০২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সনদ লাভ করার মাধ্যমে, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের মূলমন্ত্র নিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নামে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে [৬]। প্রতিষ্ঠানটিতে স্নাতক ডিগ্রী প্রদান করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রীও প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে ২০২১ সাল পর্যন্ত ট্রাইমেস্টার ভিত্তিতে শিক্ষাক্রম পরিচালনা করা হত, পরবর্তিতে ২০২২ সাল হতে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাক্রম পরিচালনা করে আসছে।
উপাচার্যগণ
সম্পাদনাএই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (ফেব্রুয়ারি ২০২৩) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- অধ্যাপক মনিরুজ্জামান (১ ফেব্রুয়ারি ২০২৩ - বর্তমান)[১]
অনুষদ সমূহ
সম্পাদনাস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ পাঁচটি অনুষদ আছে, যেগুলো হলো- ব্যবসায় শিক্ষা অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং প্রকৌশল অনুষদ। বর্তমানে ১৪টি বিভাগে ৩২টি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদানকারী প্রোগ্রাম রয়েছে। বিভাগসমূহ হচ্ছেঃ
- ব্যবসায় প্রশাসন বিভাগ
- ফার্মেসি বিভাগ
- পরিবেশ বিজ্ঞান বিভাগ
- অনুজীব বিজ্ঞান বিভাগ
- ইংরেজি বিভাগ
- চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
- সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
- অর্থনীতি বিভাগ
- লোকপ্রশাসন বিভাগ
- আইন বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান বিভাগ
- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- তড়িৎ প্রকৌশল বিভাগ
- স্থাপত্য বিভাগ[৭]
চিত্রশালা
সম্পাদনা-
প্রধান ফটক
-
সিদ্ধেশ্বরী ক্যাম্পাস
-
প্লে গ্রাউন্ড
-
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শহীদ মিনার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ ফেব্রুয়ারি ২০২৩। ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১৭ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।
- ↑ http://www.stamforduniversity.edu.bd/index.php/stamford/details/4
- ↑ https://www.4icu.org/reviews/7620.htm
- ↑ https://www.stamforduniversity.edu.bd/index.php/stamford/details_view/5
- ↑ "Program Information"। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |