সরকারি রাজেন্দ্র কলেজ

দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ

সরকারি রাজেন্দ্র কলেজ দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গণ্য করা হয়।[][] কলেজটি বাংলাদেশের একটি শতবর্ষী কলেজ যা ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়।[] এটি ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তৎকালীন নিখিল ভারত কংগ্রেসের সভাপতি ও খ্যাতিমান আইনজীবী অম্বিকাচরণ মজুমদার কলেজটি প্রতিষ্ঠা করেন। সেইসময় ফরিদপুরের বাইশরশির জমিদার রমেশচন্দ্র রায় চৌধুরীর বাবা রাজেন্দ্র রায় চৌধুরীর নামে কলেজটির নামকরণ করা হয়। বর্তমানে কলেজটির ২টি ক্যাম্পাস রয়েছে।

সরকারি রাজেন্দ্র কলেজ
উপর থেকে ঘড়ির কাঁটার দিকে: শেখ রাসেল ছাত্রাবাস ও উচ্চমাধ্যমিক একাডেমিক ভবন, শিক্ষা, শান্তি, প্রগতি ভাস্কর্য, উত্তর দিক থেকে ডিগ্রি শাখার দৃশ্য ও কেন্দ্রীয় গ্রন্থাগার
ধরনসরকারি কলেজ
স্থাপিত৮ এপ্রিল ১৯১৮; ১০৬ বছর আগে (1918-04-08)[]
প্রতিষ্ঠাতাঅম্বিকাচরণ মজুমদার
ইআইআইএন১০৮৭৯৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষএস.এম. আব্দুল হালিম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৭৯ জন[]
শিক্ষার্থী৩০,০০০ জন (প্রায়)[]
অবস্থান,
৭৮০০
,
শিক্ষাঙ্গনশহুরে, ৫৪.১০ একর (২,১৮,৯০০ মি)
পোশাকের রঙ  
  • সাদা শার্ট
  • নীল প্যান্ট
অধিভুক্তিবাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়
ক্রীড়াক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল
ওয়েবসাইটrajendracollege.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

অবিভক্ত বাংলার বিশ শতকের প্রথম দিক পর্যন্ত বৃহত্তর ফরিদপুর ও সন্নিহিত অঞ্চলে উচ্চশিক্ষা লাভের জন্যে কোন বিদ্যাপীঠ ছিল না। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা লাভের মোটামুটি ভালো ব্যবস্থা থাকলেও উচ্চশিক্ষা মূলত কোলকাতা কেন্দ্রিক। ফলে মাধ্যমিক (ম্যাট্রিক) পাশের পর অধিকাংশের পক্ষেই, ইচ্ছে থাকা সত্তেও, আর্থিক অসচ্ছলতাসহ নানা কারণে উচ্চ শিক্ষা গ্রহণ করা সম্ভব হতো না। বিশ শতকের গোড়ার দিক থেকেই ফরিদপুর শহরে একটা কলেজ স্থাপনের চিন্তাভবনা শুরু করেন তখনকার শিক্ষিত মহল। এ নিয়ে তারা জেলা কালেক্টরের সাথে বিভিন্ন সময়ে আলাপ আলোচনাও করেন। কিন্তু, তাতে কোন অগ্রগতি হয়নি। এমতাবস্থায়, ফরিদপুরের বরেণ্য ব্যক্তিত্ব, নিখিল ভারত কংগ্রেসের সভাপতি, কংগ্রেস নেতা খ্যাতনামা আইনজীবী ও সমাজসেবক অম্বিকাচরণ মজুমদার কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসেন বস্তুত তাঁরই সক্রিয় উদ্যোগে, অক্লান্ত প্রচেষ্টা ও সাহসী নেতৃত্বে ১৯১৮ সালে রাজেন্দ্র কলেজের যাত্রা শুরু। তবে, এরও আগে ১৯১২ সালে গভর্নর লর্ড কারমাইকেল ফরিদপুরে এলে তাঁর কাছে ফরিদপুর শহরে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি উত্থাপিত হয়। অথচ, তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হন। অতঃপর ফরিদপুর কলেজ প্রতিষ্ঠার নেতৃত্ব গ্রহণ করেন জেলার বিখ্যাত আইনজীবী এবং প্রখ্যাত কংগ্রেস নেতা অম্বিকাচরণ মজুমদার।

 
অম্বিকাচরণ মজুমদারের ম্যুরাল

১৯১৫ সালের ১৫ নভেম্বর উদ্যমী পুরুষ অম্বিকাচরণ মজুমদার ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এ সভায় ফরিদপুর শহরে একটি দ্বিতীয় গ্রেডের কলেজ স্থাপনের রূপরেখা প্রণয়নের জন্য তাঁর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি মাস দেড়েকের মধ্যেই ফরিদপুর শহরের পূর্ব পার্শ্বে (বর্তমান শহর ক্যাম্পাস) খেলার মাঠ ও মাঠে অবস্থিত মেলা ভবনের আংশিক পরিবর্তন করে কলেজ ভবনে রূপান্তর করার পরিকল্পনা পেশ করেন। কলেজপ্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ৮০ হাজার টাকার প্রাথমিক তহবিল গঠনেরও সুপারিশ করেন উক্ত কমিটি।

১৯১৬ সালের ৯ জানুয়ারি অম্বিকাচরণ মজুমদারকে সভাপতি করে কলেজ কমিটি গঠিত হয়। কমিটি শহরের ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিদের নিকট থেকে ৪০ হাজার টাকা সংগ্রহ করেন।

আরও টাকা কীভাবে সংগ্রহ করা যায় সেটাই ছিল অম্বিকাচরণের সারাক্ষণের চিন্তা। এ অবস্থায় একদিন তাঁর মক্কেল ফরিদপুর জেলার বাইশরশির জমিদার রমেশ চন্দ্র রায় চৌধুরী-এর নিকট আর্থিক সাহায্যের বিষয়টি উত্থাপন করেন।

রমেশ চন্দ্র রায় চৌধুরী কলেজের নাম তাঁর স্বর্গীয় পিতা রাজেন্দ্র চন্দ্র রায় চৌধুরী-এর নামে করার শর্তে ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেন। ১৩ আগস্টের সভায় কলেজ কমিটি উক্ত প্রস্তাবে সম্মত হয়ে কলেজের নাম রাজেন্দ্র কলেজ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। অতঃপর কলেজ কমিটির সভাপতি অম্বিকাচরণ মজুমদার খেলার মাঠ ও মেলা ভবন মাঠের জমি থেকে ৫.২০ একর খাস জমি বরাদ্দের জন্যে সরকারের কাছে এবং কলেজ অধিভুক্তির জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানান।

১৯১৬ সালের ৩০ আগস্ট জনশিক্ষা পরিচালক (ডিপিআই) ফরিদপুর সফরে এলে অম্বিকাচরণ মজুমদার তার সঙ্গে সাক্ষাত করে কলেজ প্রতিষ্ঠায় তাঁর সহযোগিতা কামনা করেন। জনশিক্ষা পরিচালক কলেজ প্রতিষ্ঠার অংশ হিসেবে ছাত্রাবাস প্রতিষ্ঠার পরিকল্পনা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। উল্লেখ্য, সে সময় কোথাও কোন কলেজ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই ছাত্রাবাস তৈরি করতে হতো। তা না হলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ও অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা যেত না। ১৯১৭ সালের ৮ মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নির্দেশে দুজন পরিদর্শক ফরিদপুর সফরে আসেন। পরিদর্শন শেষে তাঁরা তাঁদের প্রতিবেদনে কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে কলেজ কমিটি তাদের পরিকল্পনা ঢেলে সাজিয়ে কলেজ প্রতিষ্ঠার কাজ চূড়ান্ত করার কজে হাত দেন। এমতাবস্থায়, বাংলা সরকারের সচিব প্রেরিত পত্রে মেলার মাঠের খাস জমি মঞ্জুর করতে সরকারের অস্বীকার জানানো হয়।

কিন্তু, হতোদ্যম হননি অম্বিকাচরণ মজুমদার। বরং এই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আইসিএস অফিসার মি.জি.জে. ডানলপ। তিনি এক পত্রে সরকারের কাছে উক্ত খাস জমি কলেজ প্রতিষ্ঠার জন্য বরাদ্দের আবেদন করেন। এর কয়েক দিন পরে বাংলার গভর্নর লর্ড রোনাল্ডস-এ ফরিদপুর সফর এলে অম্বিকাচরণ মজুমদার তঁকে কলেজ প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে মেলার মাঠের খাসজমি বরাদ্দ দেওয়ার আবেদন জানান। রোনাল্ডস-এ জানান যে, কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করলে সরকার জমি প্রদানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে কলেজ কমিটি পুরোদমে তাদের প্রচেষ্টা চালিয়ে যান। অম্বিকাচরণ মুজুমদারকে বাংলা সরকারের সচিব ডনমেলি এক তার বার্তায় জানান যে, কোলকাতা বিশ্ববিদ্যালয় যদি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা, তার আর্থিক ভিত্তি, ছাত্রদের আবাসিক ব্যবস্থা, শিক্ষক নিয়োগ ইত্যাদি অনুমোদন করে তাহলে সরকার কলেজকে জমি প্রদানে প্রস্তুত আছে। তারপর কলেজ কমিটি বিশ্ববিদ্যালয় বরাবর নতুন করে আবেদন করেন।

ইতোমধ্যে কলেজ গভার্নিং বডি পুনর্গঠিত হয়। এ সময়েই কলেজের অধ্যক্ষ হিসেবে ইংরেজি সাহিত্যের অভিজ্ঞ অধ্যাপক কামাখ্যা নাথ মিত্র-কে নিয়োগ দেওয়া হয়। ১৯১৭ সালের ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এর প্রস্তাবে জমি প্রদান সংক্রান্ত সরকারি আদেশ পেশ করতে বলে। কিন্তু, তখনও পর্যন্ত জমি বরাদ্দের আদেশ পাওয়া যায়। এদিকে ১৯১৭ সালের ৭ সেপ্টেম্বর পৌর চেয়ারম্যান মথুরা নাথ মিত্র তাঁর উপর অর্পিত ক্ষমতা বলে দলিল সম্পাদন করে মেলা ভবন কলেজ কমিটির কাছে এক হাজার টাকায় বিক্রয় করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট তা পেশ করেন। এ সময় বাংলা সরকারের পক্ষ থেকে কলেজকে বার্ষিক নামমাত্র এক টাকা খাজনার বিনিময়ে মেলার মাঠে ৫.২০ একর জমি মঞ্জুর করা হয়। কালবিলম্ব না করে অম্বিকাচরণ মজুমদার উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে মঞ্জুরি পত্রটি প্রদান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেটের সুপারিশসহ কলেজ কমিটির আবেদন পত্র ভারত সরকারের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করেন। প্রথমে কলেজটিকে মেলার মাঠের ৫.২০ একর জমি প্রদানের সিদ্ধান্ত অনুযায়ী তা মঞ্জুর করা হয়।

কিন্তু, পরে দেখা গেল মেলা ভবনের পূর্ব এবং উত্তরে এক ফালি জমি না পেলে কলেজ ভবনের জন্য সুবিধাজনক স্থান সংকুলান হয় না। বিষয়টি অনুধাবন করে মেলা ভবনসহ ৫.৫৫ একর জমির প্রদানের নকশা প্রণয়ন করে সরকারের নিকট পেশ করা হয়। তখন কলেজ প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত ছিল ছাত্র হোস্টেল প্রতিষ্ঠা। অম্বিকাচরণ মুজুমদারের অনুরোধ মহারাজ মনীন্দ্র চন্দ্র নন্দী ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা হোস্টেল প্রতিষ্ঠার জন্য দান করেন। এদিকে, কলেজ কমিটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু করে দেন এবং ১৯১৭ সালের মার্চের মধ্যে তা সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করেন। এই সময় কলেজ কমিটি কলেজ ভবন নির্মিত না হওয়া পর্যন্ত ছাত্রাবাসে ক্লাস করার অনুমতি চান। কলকাতা বিশ্ববিদ্যালয় এ প্রস্তাবে রাজি হলেও তখন পর্যন্ত ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি। ইতোমধ্যে বাংলা সরকার ১৯১৮ সালের ১২ মার্চ কলেজ কমিটির প্রস্তাব গ্রহণ করে ৫.৫৫ একর জমি মঞ্জুর করে এবং কালেক্টরের মাধ্যমে তা কমিটির নিকট হস্তান্তর করেন।

১৯১৮ সালের ৮ এপ্রিল ফরিদপুর জেলার কালেক্টর মি. ডানলপ কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অবশেষে দেনদরবারের মাধ্যমে ১৯১৮ সালের ১৩ মে কলেজ বার্ষিক মাত্র এক টাকা খাজনার বিনিময়ে ৫.৫৫ একর জমি মঞ্জুর করেন।

 
কলেজ প্রতিষ্ঠার স্মৃতি স্মারক

এভাবে সকল বাধা বিপত্তি অপসারিত হওয়ায়, পূর্ণোদ্যমে শুরু হয় কলেজের কাজ। ইতোমধ্যে ১৯১৮ সালে ১জুন কলেজের অধ্যক্ষ হিসেবে কামাখ্যা নাথ মিত্র যোগদান করেন। এছাড়া অধ্যাপক হিসেবে যোগদান করেন শিরীষ চন্দ্র সেন (দর্শন), দেবেন্দ্র নাথ দত্ত (গণিত), দীনেশ চন্দ্র মজুমদার (সংস্কৃত), শিরীষ কুমার আচার্য (ইতিহাস)। এর কিছু পরে নিয়োগ পান ফজলুল হক (আরবি ও ফারসি)। ১৯১৮ সালের ১ জুলাই আনুষ্ঠানিক ভাবে কলেজের কাজ শুরু হয় এবং ১০ জুলাই মাত্র ২৯ জন ছাত্র নিয়ে প্রথম ক্লাস শুরু হয়। কলা বিভাগের ক্লাস দিয়ে যাত্রা শুরু হলেও ১৯২১ সালে আই.এস.সি এবং ডিগ্রি (পাস) কোর্স চালু হয়। ১৯২৩ সালের গভার্নিং বডির সহযোগিতায় এবং অধ্যক্ষের আন্তরিক প্রচেষ্টায় ইংরেজি, দর্শন, গণিত সহ কয়েকটি বিষয় নিয়ে অনার্স চালু করা হয়।

বর্তমানে এ কলেজের শহর ক্যাম্পাস ও বায়তুল আমান ক্যাম্পাস নামে দুটি ক্যাম্পাস আছে। বায়তুল আমান ক্যাম্পাস প্রতিষ্ঠারও রয়েছে এক ইতিহাস।

১৯১৮ সালে স্বল্পসংখ্যক ছাত্র ও শিক্ষক নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী প্রায় ৩০ হাজার এবং শিক্ষকের পদ সংখ্যা ১৭৯টি।

পাকিস্তান আমল

সম্পাদনা

১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মফস্বলের কলেজে অনার্স চালু রাখতে অসম্মতি জানালে ১৯৪৯ সালে তা বন্ধ হয়ে যায়। ১৯৫৪ সালে বিএসসি প্রথম ব্যাচ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় পর্যন্ত কলেজের প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার মান, ফলাফল ও অন্যান্য কর্মকাতা বিবেচনা করে রাজেন্দ্র কলেজকে এ গ্রেডের কলেজে উন্নতি করা হয়। এ সময় ফরিদপুরের অন্যতম জমিদার ইউনুস আলী চৌধুরি (মোহন মিয়া) এবং তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এম.এ. গওহর বিজ্ঞান শিক্ষায় উন্নয়নে ২৫ হাজার টাকা দান করেন। এ অর্থ দিয়ে একটি বিজ্ঞান ভবন নির্মাণ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনা হয়। ১৯৫৮ সালে নতুন জেলা ম্যাজিস্ট্রেট এম.এ. সিদ্দিক-এর প্রচেষ্টায় শহর ক্যাম্পাসে মূল ভবনের দোতালা নির্মিত হয়। এ ভবন এক সময় অধ্যক্ষের কক্ষ, ছাত্রী মিলনায়তন ও লাইব্রেরি ছিল। শুধু পড়া শোনা নয়, শরীরচর্চার জন্য ১৯৫৭ সালে একটি জিমনেসিয়াম নির্মিত হয়। এক সময় রাজেন্দ্র কলেজ বলতে শহর ক্যাম্পাসকেই বোঝাতো। এখান থেকে পরিচালিত হত কলেজের প্রশাসনিক, অ্যাকাডেমিক ও অন্যান্য কার্যক্রম।

ছয়-এর দশকের গোড়ার দিকে দেশ জুড়ে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন ছাত্র-ছাত্রী বহুগুণ বেড়ে যাওয়ায় নতুন ভবন নির্মাণ ও পুরাতন ভবন সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেজন্য প্রয়োজন অতিরিক্ত জমি। ইতোমধ্য, শিক্ষা মন্ত্রণালয় কলেজের উন্নয়নের জন্য ২৬ লক্ষ টাকা বরাদ্দ করে। এমতাবস্থায়, কলেজ গভার্নিং বডি শিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী শহরের বাইরে জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। এ প্রেক্ষাপটে কলেজের মূলভবন থেকে ৩ কিলোমিটার দুরে চৌধুরি পরিবার প্রতিষ্ঠিত বায়তুল আমান কমপ্লেক্স থেকে ১৫ একর জমি ক্রয় করা হয়। এ জমির উপর ষাটের দশকের শুরুতেই কলেজের বায়তুল আমান ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৯৬৮ সালে এ ভবন গুলোর নির্মাণ কাজ শেষ হয়। এ বছরেই কলেজকে প্রাদেশিকীকরণ করা হয় এবং সরকারিভাবে অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয় বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর শিব প্রসন্ন লাহিড়ী (পরবর্তীতে পিএসসি সদস্য)। ইতোমধ্যে ছাত্র আন্দোলন, গণ-আন্দোলনের তরঙ্গে সারা দেশ বিক্ষুব্ধ হয়ে উঠলে ঘনিয়ে অসে বাঙালি জাতির মুক্তির সংগ্রাম।

স্বাধীনতা যুদ্ধ

সম্পাদনা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এখানে পাক হানাদার ক্যাম্প স্থাপন করে, পরে তাদের পরাভূত করে স্থাপিত হয় মুক্তিবাহিনীর ক্যাম্প।

স্বাধীনতার পরবর্তী সময়

সম্পাদনা

মুক্তিযুদ্ধোত্তরকালে বায়তুল আমান ক্যাম্পেসে ডিগ্রি শাখা স্থানান্তর নিয়ে চলে দীর্ঘ টানাপড়েন। এভাবে ভবনগুলো অব্যবহৃত থাকার ফলে প্রায় ধ্বংসোম্মুখে হয়ে পড়ে। ১৯৭৮-৭৯ সাল থেকে নতুন ভবন নির্মাণ ও পুরাতন ভবনগুলোর সংস্কার কাজ শুরু হয়। ১৯৮৩ সাল নাগাদ ভবনগলো পুরোপুরি ক্লাসের উপযোগী করে তোলা হয়। অতঃপর ১৯৮৪ সালে ৬ টি অনার্স বিষয় ও ডিগ্রি (পাস) কোর্সের ক্লাসসমুহ বায়তুল আমান ক্যাম্পাসে স্থান্তর করা হয়। ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ দান বন্ধ করে দেওয়া হলে ডিগ্রি (পাস) কোর্সের ক্লাসসমূহ শহর ক্যাম্পাসে স্থানান্তর করা হয়।

১৯৭১-৭২ শিক্ষাবর্ষ থেকে ৬ টি বিষয়ে অনার্স চালু হলেও সময়ের ধারাবাহিকতায় বর্তমান ১৯ টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে। এছাড়া দুটি বিষয়ে মাস্টার্স (প্রাইভেট) পরীক্ষার ব্যবস্থা আছে। ২০০৮ সাল থেকে আবার উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান কর্যক্রম শুরু হয়েছে। বর্তমানে রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন শহর ক্যাম্পাসে অবস্থিত। এ ক্যাম্পাসেই উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি (পাস) কোর্সের সকল কার্যক্রম এবং বিজ্ঞান অনুষদের কয়েকটি বিষয়ের ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়।

অবস্থান

সম্পাদনা

কলেজেটি মোট ৫৪.১০ একর (০.২১৮৯ কিমি) জায়াগার উপর অবস্থিত। কলেজের ০২টি ক্যাম্পাস রয়েছে।

  1. ডিগ্রি শাখা বা শহর ক্যাম্পাস
  2. অনার্স শাখা বা বায়তুল আমান ক্যাম্পাস

ডিগ্রি শাখা

সম্পাদনা

ডিগ্রি শাখা হলো কলেজের মূল ক্যাম্পাস। ফরিদপুর শহর থেকে ২ কিলোমিটার পূর্বে ডিগ্রি শাখা বা শহর ক্যাম্পাস অবস্থিত। মূল ক্যাম্পাসের পশ্চিম দিকে ফরিদপুর স্টেডিয়াম অবস্থিত। ডিগ্রি শাখার কার্যক্রম এখানে হওয়ায় শহরের ক্যাম্পাসটি ডিগ্রি শাখা নামে পরিচিত। এছাড়াও এখান থেকে ঊচ্চমাধ্যমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পাদিত হয়।্চ

অনার্স শাখা

সম্পাদনা

অনার্স শাখা বা বায়তুল আমান ক্যাম্পাস ফরিদপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বায়তুল আমান এলাকায় অবস্থিত। অনার্স শাখার কার্যক্রম এখানে হওয়ায় বায়তুল আমানের ক্যাম্পাসটি অনার্স শাখা নামে পরিচিত।

অন্যান্য

সম্পাদনা

এই দুইটি ক্যাম্পাস বাদেও ভিন্ন ভিন্ন দুই স্থানে কলেজের অধ্যক্ষের বাসভবন ও ছাত্রীনিবাস রয়েছে। ফরিদপুর শহরের চৌরঙ্গী মোড়ে অধ্যক্ষের বাসভবন ও অনাথের মোড়ে ছাত্রীনিবাস অবস্থিত।

অবকাঠামো

সম্পাদনা

ডিগ্রি শাখা

সম্পাদনা

অনার্স শাখা

সম্পাদনা

ভবন পরিচিত

সম্পাদনা

ডিগ্রি শাখা

সম্পাদনা

ডিগ্রি শাখায় মোট ভবনের সংখ্যা ১১টি।

ক্রম ভবনের নাম নির্মাণ সাল বৈশিষ্ট্য চিত্র
০১ শতবর্ষী ভবন ১৯১৭ ভবনটি দ্বিতল বিশিষ্ট। নিচতলায় রয়েছে রসায়ন বিভাগ ও উপরতলায় রয়েছে কেন্দ্রীয় পাঠাগার।
০২ প্রশাসনিক ভবন ভবনটি তিন তলা বিশিষ্ট‌। এটি সম্পূর্ণই প্রশাসনিক কাজে ব্যবহার হয়ে থাকে।
০৩ পদার্থবিজ্ঞান ভবন ভবনটি দ্বিতল বিশিষ্ট‌। ভবনটি পদার্থবিজ্ঞান বিভাগের জন্য ব্যবহৃত হলেও নিচতলার একটি রুম আইসিটি ল্যাব হিসেবে ব্যবহার করা হয়।
০৪ আধুনিক উচ্চমাধ্যমিক ভবন ২০২৩ ভবনটি পাঁচতলা বিশিষ্ট‌। উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠদানের পাশাপাশি সকল ধরনের এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা গ্রহণ করা হয়  
০৫ শর্তবর্ষী ভবন ভবনটি দশ তলা বিশিষ্ট  
০৬ শেখ রাসেল ছাত্রাবাস ভবনটি পাঁচ তলা বিশিষ্ট‌  
০৭ অম্বিকাচরণ মজুমদার ছাত্রাবাস ভবনটি দ্বিতল বিশিষ্ট‌।
০৮ হাজী শরীয়তুল্লাহ ছাত্রাবাস ভবন্তী চার তলা বিশিষ্ট
০৯ কলেজ মসজিদ মসজিদটি এক তলা বিশিষ্ট
১০ রুকসু ভবন
১১ টিচার্স ক্লাব ভবন

এছাড়াও ১৪টি টিন শেডের ভবন, একটি গ্যারেজ রয়েছে।

অনার্স শাখা

সম্পাদনা
ক্রম ভবনের নাম নির্মাণ সাল বৈশিষ্ট্য চিত্র

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

১৯৭১-১৯৭২ সালে কলেজটি প্রথম ৬ টি বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু করে। বর্তমানে ২০ টি বিষয় অনার্স ও মাস্টার্স চালু করা হয়। যেগুলো হচ্ছে:

কোর্স নং বিভাগ
বি.এ. ০১ বাংলা বিভাগ
০২ ইংরেজি বিভাগ
০৩ দর্শন বিভাগ
০৪ ইতিহাস বিভাগ
০৫ ইসলাম শিক্ষা বিভাগ
০৬ ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ
বি.এস.এস. ০৭ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
০৮ অর্থনীতি বিভাগ
০৯ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
১০ সমাজবিজ্ঞান বিভাগ
১১ সমাজকর্ম বিভাগ
বি.এসসি. ১২ গণিত বিভাগ
১৩ রসায়ন বিভাগ
১৪ পদার্থ বিভাগ
১৫ প্রাণিবিদ্যা বিভাগ
১৬ উদ্ভিদবিজ্ঞান বিভাগ
বি.বি.এ. ১৭ ফিন্যান্স ও ব্যাকিং
১৮ হিসাববিজ্ঞান বিভাগ
১৯ মার্কেটিং বিভাগ
২০ ব্যবস্থাপনা বিভাগ

সহশিক্ষা ও আনুসঙ্গিক কার্যক্রম

সম্পাদনা

পাঠাগার

সম্পাদনা

কলেজে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে ২টি ও বিভাগীয় লাইব্রেরি রয়েছে ২১টি। এই লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় ৫০ হাজার‌ শিক্ষার্থীর লাইব্ররি কার্ডের মাধ্যমে ১০ দিনের জন্য বই উত্তোলন করে নেওয়ার সুযোগ আছে এবং লাইব্রেরিতে বসে বই পড়ার ব্যবস্থা আছে। এছাড়া পাঠাগারে দৈনিক খবরের কাগজ এবং শিক্ষামূলক ম্যাগাজিন রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞানাগার

সম্পাদনা

বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ব্যবহারিক ক্লাস নেওয়ার জন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদিতে সমৃদ্ধ প্রতিটি বিষয়ের জন্য আলাদা গবেষণাগার রয়েছে।

ছাত্র-মিলনায়তন ও ছাত্রী মিলনায়তন

সম্পাদনা

কলেজের ছাত্রছাত্রীদের আনন্দ বিনোদন ও অন্তঃক্রীড়ায় অংশগ্রহণের জন্য খেলাধুলার বিভিন্ন সরঞ্জামাদি যেমন, লুডু, ক্যারাম, দাবা, টেবিল টেনিস ইত্যাদি খেলার সুযোগসহ ছাত্র মিলনায়তন ও ছাত্রী মিলনায়তন আছে।

সাংস্কৃতিক কর্মকাণ্ড

সম্পাদনা

কলেজ কর্তৃপক্ষ জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।[]

ধর্মীয় আচার অনুষ্ঠান

সম্পাদনা

রোভার স্কাউট

সম্পাদনা

দেশ গঠন, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ ও আগ্রহ সৃষ্টির জন্য এবং দেহ ও মনের সুস্থতা বজায় রাখার জন্য কলেজে গার্ল-ইন-রোভার ইউনিট গঠন করা হয়েছে। কলেজের রোভারদের জন্য সুসজ্জিত রোভার ডেন আছে।

বি.এন.সি.সি

সম্পাদনা

শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সুস্থতা ও দেশ গঠনে ভূমিকা রাখার জন্য বি.এন.সি.সি'র একটি সুসজ্জিত সেনা ইউনিট রয়েছে।

রেড ক্রিসেন্ট

সম্পাদনা

আর্ত মানবতার সেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমসহ প্রতিবছর নিরাপদ রক্তসংগ্রহের জন্য কলেজে রেড ক্রিসেন্টের একটি শক্তিশালী ইউনিট বিদ্যমান।

খেলাধুলা

সম্পাদনা

কলেজের খেলাধুলার জন্য নিজস্ব ৫টি সুবিশাল মাঠ ও মানসিক উৎকর্ষতার জন্য বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা আছে। ছাত্র-ছাত্রীরা ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হ্যান্ডবল, ভলিবল ইত্যাদি খেলায় নিয়মিত অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমেই আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রায় বছরই আন্ত বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বিতর্ক ক্লাব

সম্পাদনা

প্রতি বৎসর বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আবাসিক ব্যবস্থা

সম্পাদনা

কলেজে ছাত্রদের থাকার জন্য কবি নজরুল ইসলাম, কবি জসীমউদদীন, অম্বিকাচরণ মজুমদার, হাজী শরীয়তুল্লাহ ও নবনির্মিত ছাত্রাবাস এবং ছাত্রীদের জন্য শেখ হাসিনা, মমতাজ, জসীম উদদীন ও নবনির্মিত ছাত্রীনিবাস আছে।

যাতায়াত সুবিধা

সম্পাদনা

উল্লেখযোগ্য শিক্ষার্থী

সম্পাদনা

চিত্রশালা

সম্পাদনা

শহর ক্যাম্পাস

সম্পাদনা

শহর ক্যাম্পাস ডিগ্রি শাখা বলেও পরিচিত।

বাইতুল আমান ক্যাম্পাস

সম্পাদনা

বাইতুল আমান ক্যাম্পাস অনার্স শাখা বলেও পরিচিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "একনজরে"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-সরকারি রাজেন্দ্র কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৬ 
  2. হারুন-অর-রশিদ, ফরিদপুর প্রতিনিধি (২০২০-১০-০৪)। "ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজ প্রতিষ্ঠার ইতিহাস"বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৬ 
  3. প্রবির কান্তি বালা (২০২৪-০৪-১০)। "ফরিদপুরের যে শতবর্ষী কলেজে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর ভালোবাসা, আবেগ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৬ 
  4. মঈন উদ্দিন আহমেদ (২০১৭-০১-৩০)। "শত বর্ষের দ্বারপ্রান্তে সরকারি রাজেন্দ্র কলেজ"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৬ 
  5. নিজস্ব প্রতিবেদক (২০১৯-০১-২২)। "সরকারি রাজেন্দ্র কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান"ফরিদপুর প্রতিদিন। ২০২৪-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা