পদ্মা নদীর মাঝি (চলচ্চিত্র)
পদ্মানদীর মাঝি ১৯৯৩ সালের বাংলা ভাষায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত নাট্য চলচ্চিত্র। বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন।[১][২] এতে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গঙ্গোপাধ্যায় ওউৎপল দত্ত।
পদ্মা নদীর মাঝি | |
---|---|
পরিচালক | গৌতম ঘোষ |
প্রযোজক | হাবিবুর রহমান খান |
চিত্রনাট্যকার | গৌতম ঘোষ |
কাহিনিকার | মানিক বন্দ্যোপাধ্যায় |
উৎস | মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক পদ্মা নদীর মাঝি |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | গৌতম ঘোষ আলাউদ্দীন আলী |
চিত্রগ্রাহক | গৌতম ঘোষ |
সম্পাদক | মলয় বন্দ্যোপাধ্যায় |
প্রযোজনা কোম্পানি | পশ্চিমবঙ্গের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আশীর্বাদ চলচ্চিত্র |
পরিবেশক | ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৬ মিনিট |
দেশ | বাংলাদেশ ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনামানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের পটভূমি বাংলাদেশের বিক্রমপুর-ফরিদপুর অঞ্চল। এই উপন্যাসের দেবীগঞ্জ ও আমিনবাড়ি পদ্মার তীরবর্তী গ্রাম। উপন্যাসে পদ্মার তীর সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের বিশ্বস্ত জীবনালেখ্য চিত্রিত হয়েছে। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। এর ভাঙন প্রবণতা ও প্রলয়ংকরী স্বভাবের কারণে একে বলা হয় 'কীর্তিনাশা' বা রাক্ষুসী পদ্মা। এ নদীর তীরের নির্দিষ্ট কোন সীমারেখা নেই। শহর থেকে দূরে এ নদী এলাকার কয়েকটি গ্রামের দীন-দরিদ্র জেলে ও মাঝিদের জীবনচিত্র এতে অঙ্কিত হয়েছে। জেলেপাড়ারর মাঝি ও জেলেদের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না-অভাব-অভিযোগ — যা কিনা প্রকৃতিগতভাবে সেই জীবনধারায় অবিচ্ছেদ্য অঙ্গ তা এখানে বিশ্বস্ততার সাথে চিত্রিত হয়েছে। তাদের প্রতিটি দিন কাটে দীনহীন অসহায় আর ক্ষুধা-দারিদ্র্যের সাথে লড়াই করে। দুবেলা দুমুঠো খেয়ে-পরে বেঁচে থাকাটাই যেন তাদের জীবনের পরম আরাধ্য। এটুকু পেলেই তারা খুশি।
অভিনয়ে
সম্পাদনা- রাইসুল ইসলাম আসাদ — কুবের
- চম্পা — মালা
- উৎপল দত্ত — হোসেন
- রূপা গঙ্গোপাধ্যায় — কপিলা
- রবি ঘোষ — আমিনুদ্দীন
- হুমায়ুন ফরীদি
- সুনীল মুখোপাধ্যায়
- বিমল দেব
- আজিজুল হাকিম
- আমিনুল হক চৌধুরী
- মু্ক্তি আনোয়ার
- রাসুল ইসলাম
- তন্দ্রা ইসলাম
- মমতা শঙ্কর
- সৈয়দ হাসান ইমাম
পুরস্কার
সম্পাদনা- সেরা ফিচার ছবি — পদ্মা নদীর মাঝি
- দ্বিতীয় সেরা ফিচার ছবি — পদ্মা নদীর মাঝি
- সেরা পরিচালক — গৌতম ঘোষ
- সেরা চলচ্চিত্র — পদ্মা নদীর মাঝি (প্রযোজক হাবিবুর রহমান খান)
- সেরা অভিনেতা — রাইসুল ইসলাম আসাদ
- সেরা অভিনেত্রী — চম্পা
- সেরা মেকআপম্যান — মোহাম্মদ আলাউদ্দিন
- সেরা শিল্প নির্দেশক — মহিউদ্দিন ফারুক
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Padma Nadir Majhi (Boatman of the River Padma) (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭
- ↑ "Padma Nadir Majhi | Hollywood.com"। archive.is। ২৫ জানুয়ারি ২০১৩। Archived from the original on ২৫ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে পদ্মা নদীর মাঝি
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পদ্মা নদীর মাঝি (ইংরেজি)
- পদ্মানদীর মাঝি at calcuttatube.com
- পদ্মানদীর মাঝি at msn.com
- পদ্মানদীর মাঝি at hollywood.com