সাহসী মানুষ চাই
২০০৩ সালের বাংলাদেশি চলচ্চিত্র
সাহসী মানুষ চাই ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন মহম্মদ হান্নান।[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান, কেয়া,[২] শাহনূর, সোহেল রানা,[৩] রাজীব, মিশা সওদাগর।[৪]
সাহসী মানুষ চাই | |
---|---|
পরিচালক | মহম্মদ হান্নান |
চিত্রনাট্যকার | মহম্মদ হান্নান |
কাহিনিকার | যোসেফ শতাব্দী (সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | সিরাজুল ইসলাম সিরাজ |
সম্পাদক | সৈয়দ মুরাদ |
পরিবেশক | গণবাণী চলচ্চিত্র |
মুক্তি | ২০০৩ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- শাকিব খান - অনিক পারভেজ
- কেয়া
- শাহনূর - বকুল, একজন পুলিশ কর্মকর্তা
- সোহেল রানা - ইব্রাহিম পারভেজ
- রাজীব
- সাদেক বাচ্চু
- রেহানা জলি
- নাসির খান - মির্জা
- খালেদা আক্তার কল্পনা
- মিশা সওদাগর
- আফজাল শরীফ
- ড্যানি রাজ - রাজা
- জামিলুর রহমান শাখা
সঙ্গীত
সম্পাদনাসাহসী মানুষ চাই ছায়াছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন মহম্মদ হাননান ও আলাউদ্দিন আলী। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, কনক চাঁপা, মনির খান, ও বেবি নাজনিন।
গানের তালিকা
সম্পাদনানং | গানের শিরোনাম | কণ্ঠশিল্পী | পর্দায় শিল্পী |
---|---|---|---|
১ | সাহসী মানুষ চাই | এন্ড্রু কিশোর, বেবি নাজনিন | সোহেল রানা, শাকিব খান, কেয়া, শাহনুর |
২ | একটু দুঃখ দিও | কনক চাঁপা | শাকিব খান, কেয়া |
৩ | চুপি চুপি বলি কানে কানে | এন্ড্রু কিশোর, কনক চাঁপা | শাকিব খান, কেয়া |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা - সোহেল রানা ও রাজীব (মরণোত্তর)
- বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - বেবি নাজনিন[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাহসী মানুষ চাই চলচ্চিত্র"। ঢাকা, বাংলাদেশ: সাতদিন। ২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ফিরলেন কেয়া"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৩ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।
- ↑ "এটিএন বাংলায় সোহেল রানা সপ্তাহ"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি 'সাহসী মানুষ চাই'"। ঢাকা, বাংলাদেশ: টিভি গাইড বাংলাদেশ। ২৬ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রাশেদ শাওন (২৪ অক্টোবর ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। ঢাকা, বাংলাদেশ: ঢালিউড। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাহসী মানুষ চাই (ইংরেজি)
বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |