শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন
শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১][২]
শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | ময়মনসিংহ সদর উপজেলা, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথ |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯১৮ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা১৯১২-১৯১৮ সালের মধ্যে ময়মনসিংহ-ভৈরববাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-নেত্রকোণা-মোহনগঞ্জ, শ্যামগঞ্জ-জারিয়া ঝাঞ্চাইল, গৌরীপুর-ভৈরববাজার রেললাইন স্থাপন করে। এসময় শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এই শাখাগুলি ১৯৪৮-৪৯ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে।[৩]
পরিষেবা
সম্পাদনাশম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪।
- ↑ "লোক নেই তাই স্টেশন বন্ধ"। Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪।