কালিয়াচাপড়া চিনি কল লিমিটেড
কালিয়াচাপড়া চিনি কল লিমিটেড বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি কল যেটি বর্তমানে উৎপাদনহীন অবস্থায় বন্ধ হয়ে আছে।[১]
স্থানীয় নাম | কালিয়াচাপড়া নিটল চিনি কল |
---|---|
ধরন | বেসরকারি |
শিল্প | চিনি শিল্প |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৫ |
সদরদপ্তর | পুলেরঘাট, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ , |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | আবদুল মাতলুব আহমেদ, চেয়ারম্যান |
পণ্যসমূহ | চিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড |
মালিক | নিটল-নিলয় গ্রুপ |
ওয়েবসাইট | nitolniloy.com.bd |
কিন্তু ২০২০ সালের শেষের দিক হতে বর্তমান ২০২১ মে পর্যন্ত পুরো সীমানা জুড়ে প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
এবং সম্পূর্ণ ভাবে ব্যতিক্রম ধরনের নতুন প্রজেক্ট (অটো মোবাইল কোম্পানি, সিরামিক কোম্পানি,কাপড় তৈরি কোম্পানি সহ অপরিকল্পিত অনেক ধরনের কোম্পানি) তৈরী করার কাজ চলছে।
এই বিগ প্রজেক্ট টি নামকরণ করা হয়েছে কেইজেড তথা কিশোরগঞ্জ ইকোনমিক জোন (Kishoreganj Economic Zone,KEZ)
অবস্থান
সম্পাদনাবাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার পুলেরঘাট নামক স্থানে এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[১][২]
ইতিহাস
সম্পাদনা১৯৬৫ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।[৩] স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে;[৪] তবে চিনিকলটি ১৯৯৪ সালে 'লে-অফ' ঘোষণা করা হয় এবং পরবর্তীতে ২০০৪ সালে বেসরকারি মালিকানার নিকট বিক্রি করে দেয়া হয়।[৫]
অবকাঠামো
সম্পাদনাএই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।
উৎপাদন ক্ষমতা
সম্পাদনাউৎপাদিত পণ্য
সম্পাদনাএছাড়াও চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত-দ্রব্য ।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কালিয়াচাপড়া সুগার মিলে উৎপাদন বন্ধ"। ২৬ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫।
- ↑ "কালিয়াচাপড়া চিনিকল চালুর দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫।
- ↑ কালিয়াচাপড়া চিনিকলে উৎপাদন বন্ধ।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ বিএসএফআইসি-এর গঠন ইতিহাস।
- ↑ "নিটল নিলয় গ্রপের প্রতিষ্ঠানের তালিকা" (পিডিএফ)। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫।