লাল টিপ বাংলাদেশফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্র।[] স্বপন আহমেদের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটিতে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি ফ্রান্সের শিল্পীরাও অভিনয় করেছেন। বাংলাদেশ, ফ্রান্স, আইসলেন্ডের বিভিন্ন লোকেশনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছবিটির শুটিং সম্পন্ন করা হয়েছে। ছবিটি বাংলা, ফরাসীইংরেজি ভাষায় ডাবিং করা হযেছে।[] ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ইমন ও কুসুম শিকদার; এছাড়াও বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, এটিএম শামসুজ্জামান, মিশু, সোহেল খান, কোনালসহ আরো অনেকেই এবং ফ্রান্সের শিল্পীদের মধ্যে রয়েছেন ড্যানিয়েল ক্রেমার, জেরার্ড দোপার্দো, দেবোরাহ নিউম্যান ,নাতালি ফ্রান্সেস্কি ও লিয়ানা।

লাল টিপ
ছবির বাণিজ্যিক পোষ্টার
পরিচালকস্বপন আহমেদ
প্রযোজকফরিদুর রেজা সাগর
কাজী এনায়েত উল্লাহ (বনানি ফিল্মস)
ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম)
রচয়িতাস্বপন আহমেদ
শ্রেষ্ঠাংশেইমন
কুসুম শিকদার
ড্যানিয়েল ক্রেমার
জেরার্ড দোপার্দো
দেবোরাহ নিউম্যান
নাতালি ফ্রান্সেস্কি
লিয়ানা
শহীদুল আলম সাচ্চু
এটিএম শামসুজ্জামান
সুরকারফুয়াদ
ইবরার টিপু
আরফিন রুমি
মরিস জার
সম্পাদকরবিরঞ্জন মিত্র[][]
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
বেনানি ফিল্মস
মুক্তি১৭ ফেব্রুয়ারি ২০১২
দেশবাংলাদেশ
ফ্রান্স
ভাষাবাংলা
ফরাসী
ইংরেজি

লাল টিপ ছবিটি বাংলাদেশসহ বিশ্বের চারটি মহাদেশের পঁচিশটি দেশে একই দিনে মুক্তি দেয়া হবে[]

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

“লাল টিপ” চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ, ইবরার টিপুআরফিন রুমি। বাংলাদেশের এই তিন সংগীত পরিচালক ছাড়াও তিনবার অস্কার বিজয়ী প্রয়াত সংগীত পরিচালক মরিস জার ছবিটির একটি গানের সংগীত পরিচালনা করেছেন।

গানের তালিকা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা