লালমনিরহাট-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
লালমনিরহাট-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি লালমনিরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭নং আসন।
লালমনিরহাট-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | লালমনিরহাট জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনালালমনিরহাট-২ আসনটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নুরুজ্জামান আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | মজিবুর রহমান | ১,৬১,৬৭৭ | ৬৯.৪ | প্র/না | ||
বিএনপি | সালেহ উদ্দিন আহমেদ | ৬১,৫৯৯ | ২৬.৪ | +২.২ | ||
ইসলামী আন্দোলন | মোঃ ইব্রাহিম হোসেন খান | ৯,৬৯২ | ৪.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,০০,০৭৮ | ৪৩.০ | +৪১.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৩২,৯৬৮ | ৮৬.৬ | +১৪.৩ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় পার্টি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মজিবুর রহমান | ৬০,৪৬৮ | ৩৪.৫ | প্র/না | ||
স্বতন্ত্র | নুরুজ্জামান আহমেদ | ৫৭,২৬৫ | ৩২.৭ | প্র/না | ||
বিএনপি | সালেহ উদ্দিন আহমেদ | ৪২,২৯৮ | ২৪.২ | +১৩.৭ | ||
আওয়ামী লীগ | মোঃ এমদাদুল হক চৌধুরী | ১৪,৩০৯ | ৮.২ | -২৮.১ | ||
জাতীয় পার্টি | হাসান শহীদ মঞ্জু | ৭৮৭ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,২০৩ | ১.৮ | −৪.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৫,১২৭ | ৭২.৩ | +২.২ | |||
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | মজিবুর রহমান | ৫৭,৮০৪ | ৪২.২ | -৪.১ | |
আওয়ামী লীগ | নুরুজ্জামান আহমেদ | ৪৯,৬৮৩ | ৩৬.৩ | -১.৬ | |
বিএনপি | মোঃ আবদুল মান্নান সরকার | ১৪,৩৯৯ | ১০.৫ | +৪.৭ | |
জামায়াতে ইসলামী | মোঃ সামসুল হক | ১১,৭১৩ | ৮.৫ | +০.৭ | |
স্বতন্ত্র | মোঃ ফজলুর রহমান | ২,৩০২ | ১.৭ | প্র/না | |
গণফোরাম | মোঃ এমদাদুল হক | ৭০৯ | ০.৫ | প্র/না | |
জাকের পার্টি | মোঃ রেজাউল করিম মানিক | ৪০২ | ০.৩ | -০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮,১২১ | ৫.৯ | −২.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৭,০১২ | ৭০.১ | +১৫.০ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | মজিবুর রহমান | ৫১,৭৫৫ | ৪৬.৩ | ||
আওয়ামী লীগ | শামসুল ইসলাম | ৪২,৪১৩ | ৩৭.৯ | ||
জামায়াতে ইসলামী | মোঃ আবদুল ওয়ারেস | ৮,৭১৫ | ৭.৮ | ||
বিএনপি | আব্দুল হামিদ | ৬,৪৭৪ | ৫.৮ | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ সুলতান আহমেদ | ১,৩৫২ | ১.২ | ||
জাকের পার্টি | কাজী আলতাফুর রহমান | ৪৪৭ | ০.৪ | ||
ওয়ার্কার্স পার্টি | মোঃ কামরুল হাসান সিদ্দিক | ৩৪১ | ০.৩ | ||
স্বতন্ত্র | শ্রী জিতেন্দ্রনাথ | ২৯৪ | ০.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৩৪২ | ৮.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,১১,৭৯১ | ৫৫.১ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লালমনিরহাট-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে লালমনিরহাট-২