নুরুজ্জামান আহমেদ

বাংলাদেশী রাজনীতিবিদ

নুরুজ্জামান আহমেদ (জন্ম ৩ জানুয়ারি ১৯৫০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।[] তিনি লালমনিরহাট-২ আসনে সাবেক সংসদ সদস্য ছিলেন।[] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

নুরুজ্জামান আহমেদ
সমাজকল্যাণ মন্ত্রী
কাজের মেয়াদ
১৪ জানুয়ারি ২০১৯ – ১১ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীরাশেদ খান মেনন
উত্তরসূরীদীপু মনি
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯ জুন ২০১৬ – ৬ জানুয়ারি ২০১৯
খাদ্য প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৪ জুলাই ২০১৫ – ১৯ জুন ২০১৬
লালমনিরহাট-২ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ জানুয়ারি ২০১৪ – ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীমজিবর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1950-01-03) জানুয়ারি ৩, ১৯৫০ (বয়স ৭৫)
লালমনিরহাট, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীহোসনে আরা বেগম
সন্তান
মাতানূরজাহান বেগম
পিতাকরিম উদ্দিন আহমেদ
শিক্ষাস্নাতক
পেশারাজনীতিবিদ
মন্ত্রীসভাশেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভা
শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

নুরুজ্জামান আহমেদ ১৯৫০ সালের ৩ জানুয়ারি লালমনিরহাটের কালীগঞ্জের কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম করিম উদ্দিন আহমেদ লালমনিরহাট-২ আসন থেকে ১৯৭০১৯৭৩-এর নির্বাচনে (তৎকালীন রংপুর-৬ আসন) সংসদ সদস্য নির্বাচিত হন। তার মাতার নাম নূরজাহান বেগম।

নুরুজ্জামান আহমেদ স্থানীয় বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৫ সালে তুষভাণ্ডার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কারমাইকেল কলেজে ভর্তি হন এবং ব্যবসায়ে স্নাতক সম্পন্ন করেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

নুরুজ্জামান আহমেদ পারিবারিকভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। রাজনৈতিক জীবনের শুরুতে স্থানীয় উনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯০ সালে কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন।[]

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে প্রথমবারের মত দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হন।[]

সংসদ সদস্য হওয়ার এক বছর পর ২০১৫ সালের ১৪ জুলাই তিনি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[] ২০১৬ সালের ১৯শে জুন তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। একই বছরের ২১শে জুন থেকে ৬ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।[][]

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে সংসদ সদস্য পদ হারান।[][]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ব্যক্তিগত জীবনে নুরুজ্জামান আহমেদ, হোসনে আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রতিবেদক, নিজস্ব (২২ জুন ২০১৬)। "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিলেন নুরুজ্জামান আহমেদ"বণিক বার্তা। ২০১৮-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসে ২০১৮ 
  2. নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-২। "Constituency 17_10th_Bn"। ২০১৮-১২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২২ 
  3. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  4. "নুরুজ্জামান আহমেদ এম.পি"msw.gov.bd। ৯ জানুয়ারি ২০১৮। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮ 
  5. "নুরুজ্জামান আহমেদ"প্রথম আলো। ১০ নভে ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ ডিসে ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "খাদ্যের নুরুজ্জামান হলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ জুলাই ২০১৫। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসে ২০১৮ 
  7. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  8. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪