লালমনিরহাট-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
লালমনিরহাট-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি লালমনিরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮নং আসন।
লালমনিরহাট-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | লালমনিরহাট জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
রংপুর-১ → |
সীমানা
সম্পাদনালালমনিরহাট-৩ আসনটি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবু সালেহ মোহাম্মদ সাঈদ | ৫৭,৮৯১ | ৯৬.১ | প্র/না | ||
জাসদ (রব) | এম খোরশেদ আলম | ১,৪৩২ | ২.৪ | প্র/না | ||
জাতীয় পার্টি | জি এম কাদের | ৯৩১ | ১.৫ | -৫৪.৬ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৬,৪৫৯ | ৯৩.৭ | +৮০.২ | |||
ভোটার উপস্থিতি | ৬০,২৫৪ | ২৬.৯ | −৬১.৪ | |||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | জি এম কাদের | ৯৮,২১৭ | ৫৬.১ | প্র/না | ||
বিএনপি | আসাদুল হাবিব দুলু | ৭৪,৬৫৩ | ৪২.৭ | -২.২ | ||
ইসলামী আন্দোলন | মোঃ আবদুল্লাহ | ২,০৮৮ | ১.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৫৬৪ | ১৩.৫ | −১.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৪,৯৫৮ | ৮৮.৩ | +১৩.১ | |||
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আসাদুল হাবিব দুলু | ৬৩,৩৫৯ | ৪৪.৯ | +১১.৬ | ||
আওয়ামী লীগ | আবু সালেহ মোহাম্মদ সাঈদ | ৪২,৯১২ | ৩০.৪ | +২.৪ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | জি এম কাদের | ৩৩,৮০৫ | ২৪.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মীর আশরাফুজ্জামান কিবরিয়া | ৪০২ | ০.৩ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ সিরাজুল ইসলাম খান | ৩১৭ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ ফজলুর রহমান | ১৬৪ | ০.১ | প্র/না | ||
জাতীয় পার্টি | শামসুন্নাহার | ১৩৬ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মোজাহার উদ্দিন মোঃ ফারুক | ৫৩ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২০,৪৪৭ | ১৪.৫ | +১১.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৪১,১৪৮ | ৭৫.২ | −০.৩ | |||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | জি এম কাদের | ৩৯,৭৫৫ | ৩৫.৯ | -০.৮ | |
বিএনপি | আসাদুল হাবিব দুলু | ৩৬,৮৮১ | ৩৩.৩ | +৭.৭ | |
আওয়ামী লীগ | আবু সালেহ মোহাম্মদ সাঈদ | ৩০,৯৯৫ | ২৮.০ | -১.৯ | |
জামায়াতে ইসলামী | মোঃ মোশাররফ হোসেন খন্দকার | ১,৮২৯ | ১.৭ | -২.৪ | |
গণফোরাম | মোঃ গোলাম রাব্বানী | ৫৫৯ | ০.৫ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ আবদুল্লাহ | ৪০০ | ০.৪ | প্র/না | |
জাকের পার্টি | আনসার আলী | ৩১৩ | ০.৩ | -০.৬ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,৮৭৪ | ২.৬ | −৪.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,১০,৭৩২ | ৭৫.৫ | +১৬.৫ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | রিয়াজ উদ্দিন আহমেদ | ৩১,২০৫ | ৩৬.৭ | |||
আওয়ামী লীগ | আবুল হোসেন | ২৫,৩৫৬ | ২৯.৯ | |||
বিএনপি | আসাদুল হাবিব দুলু | ২১,৭৪৪ | ২৫.৬ | |||
জামায়াতে ইসলামী | মোঃ মোশাররফ হোসেন | ৩,৫০৫ | ৪.১ | |||
বাংলাদেশ জনতা পার্টি | মোঃ আবদুল কুদ্দুস | ১,৯৯০ | ২.৩ | |||
জাকের পার্টি | আনসার আলী | ৭৪৫ | ০.৯ | |||
বাকশাল | মোঃ মতিয়ার রহমান | ২৬০ | ০.৩ | |||
জাসদ (রব) | মোঃ আজিজুল হক | ১৩৪ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৮৪৯ | ৬.৯ | ||||
ভোটার উপস্থিতি | ৮৪,৯৩৯ | ৫৯.০ | ||||
থেকে জাতীয় পার্টি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লালমনিরহাট-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Lalmonirhat-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে লালমনিরহাট-৩