লক্ষ্মীপুর-২
লক্ষ্মীপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি লক্ষ্মীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৫নং আসন।
লক্ষ্মীপুর-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনালক্ষ্মীপুর-২ আসনটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন (উত্তর হামছাদী ইউনিয়ন, দক্ষিণ হামছাদী ইউনিয়ন, দালাল বাজার ইউনিয়ন, চর রুহিতা ইউনিয়ন, পার্বতীনগর ইউনিয়ন, শাকচর ইউনিয়ন, টুমচর ইউনিয়ন, চর রমণীমোহন ইউনিয়ন, বশিকপুর ইউনিয়ন) নিয়ে গঠিত।[২][৩]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আবুল খায়ের ভূঁইয়া | ১,২৯,৯৯৫ | ৫৭.১ | -১৫.১ | |
আওয়ামী লীগ | হারুনুর রশিদ | ৫১,৭৩২ | ৩৯.৬ | +১৩.৩ | |
স্বতন্ত্র | মোহাম্মদ আলী খোকন | ৩৭,৭১৭ | ১.৩ | প্র/না | |
ইসলামী আন্দোলন | শাজাহান পাটোয়ারী | ১,৮১৩ | ১.২ | প্র/না | |
বিকল্পধারা | শাহ আহমেদ বাদল | ৬৭২ | ০.১ | প্র/না | |
বিকেএ | আলতাফ হোসেন মোল্লা | ৬২০ | ০.১ | প্র/না | |
ন্যাশনাল পিপলস পার্টি | এএইচএম জহির হোসেন হাকিম | ২৫৬ | ০.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭৮,২৬৩ | ১৭.৫ | −২৮.৪ | ||
ভোটার উপস্থিতি | ২,২২,৮১৫ | ৮৩.৭ | +২১.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | বেগম খালেদা জিয়া | ১,২৩,৫২৬ | ৭২.২ | +২০.৬ | |
আওয়ামী লীগ | হারুনুর রশিদ | ৪৪,৯৭৪ | ২৬.৩ | +২.৭ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আবুল কাশেম চৌধুরী | ১,২৫১ | ০.৭ | প্র/না | |
গণফোরাম | রুহুল আমিন পাটোয়ারী | ৪৩৮ | ০.৩ | +০.১ | |
স্বতন্ত্র | মোঃ জসিম উদ্দিন | ১৭৫ | ০.১ | প্র/না | |
জাসদ | রফিকুল হায়দার চৌধুরী | ১৬৫ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ রুহুল আমিন | ১৫৯ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ শহীদ উল্লাহ | ১৪১ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | কাজী জামশেদ কবীর বাকী বিল্লাহ | ১২৬ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | এএইচএম জহির হোসেন হাকিম | ৫৫ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭৮,৫৫২ | ৪৫.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৭১,০১০ | ৬২.৭ | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাজুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন ও এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১০] ১ সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হারুনুর রশিদ নির্বাচিত হন।[১০]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | বেগম খালেদা জিয়া | ৫৯,০৫৪ | ৫১.৬ | -১.৯ | |
আওয়ামী লীগ | তোজাম্মেল হোসেন চৌধুরী | ২৬,৯৩৭ | ২৩.৬ | -৯.৬ | |
জামায়াতে ইসলামী | এম এ জব্বার | ১৯,৬৭৭ | ১৭.২ | +১২.৯ | |
জাতীয় পার্টি | চৌধুরী খুরশিদ আলম | ৬,২৯৪ | ৫.৫ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | সামস উদ্দিন | ১,২৮৯ | ১.১ | প্র/না | |
জাকের পার্টি | গাজী আমিন উল্লাহ | ৩২২ | ০.৩ | -০.৩ | |
গণফোরাম | রুহুল আমিন পাটোয়ারী | ২৪০ | ০.২ | প্র/না | |
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌউলা) | মোঃ মামুনুর রশীদ | ১৯৫ | ০.২ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ রফিকুল হায়দার | ১৯১ | ০.২ | -৩.৮ | |
ফ্রিডম পার্টি | আজিজ উল্লাহ ভূঁইয়া | ১২৮ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,১১৭ | ২৮.১ | +৭.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,১৪,৩২৭ | ৬২.২ | +৩২.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোহাম্মদ মোহাম্মদুল্লাহ | ৩৮,৫৯৯ | ৫৩.৫ | |||
আওয়ামী লীগ | খালেদ মোঃ আলী | ২৩,৯২৯ | ৩৩.২ | |||
জামায়াতে ইসলামী | এম এ জব্বার | ৩,০৯৭ | ৪.৩ | |||
জাসদ (রব) | রফিকুল হায়দার চৌধুরী | ২,৮৬২ | ৪.০ | |||
ওয়ার্কার্স পার্টি | আবুল বাশার | ২,৭৮৪ | ৩.৯ | |||
জাকের পার্টি | মাঈন উদ্দিন | ৪৫৯ | ০.৬ | |||
স্বতন্ত্র | মোঃ ধনু মিয়া | ২৩৫ | ০.৩ | |||
জাসদ (সিরাজ) | হুমায়ূন কবীর | ১১১ | ০.২ | |||
ন্যাপ (মুজাফফর) | মোঃ নূরুল ইসলাম চৌধুরী | ৭৭ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪.৬৭০ | ২০.৩ | ||||
ভোটার উপস্থিতি | ৭২,১৪৭ | ২৯.৪ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লক্ষ্মীপুর-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ২৯৯, ৩০৬, ৩১০। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে লক্ষ্মীপুর-২