চর রমণীমোহন ইউনিয়ন

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

চর রমনী মোহন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন

চর রমনী মোহন
ইউনিয়ন
২০নং চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ
চর রমনী মোহন চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর রমনী মোহন
চর রমনী মোহন
চর রমনী মোহন বাংলাদেশ-এ অবস্থিত
চর রমনী মোহন
চর রমনী মোহন
বাংলাদেশে চর রমণীমোহন ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৪″ উত্তর ৯০°৪৬′৫৯″ পূর্ব / ২২.৮৯৫৫৬° উত্তর ৯০.৭৮৩০৬° পূর্ব / 22.89556; 90.78306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলালক্ষ্মীপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা২০০৮
সরকার
 • চেয়ারম্যানআবু ইউসুফ ছৈয়াল
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চর রমণীমোহন ইউনিয়নের আয়তন ৬৮.৪২ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ইউনিয়ন।[]

জনসংখ্যা

সম্পাদনা

অবস্থান ও সীমানা

সম্পাদনা

লক্ষ্মীপুর সদর উপজেলার সর্ব-পশ্চিমে চর রমণীমোহন ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে রায়পুর উপজেলার উত্তর চর বংশী ইউনিয়নদক্ষিণ চর বংশী ইউনিয়ন; উত্তর-পূর্বে চর রুহিতা ইউনিয়ন, শাকচর ইউনিয়নটুমচর ইউনিয়ন; দক্ষিণ-পূর্বে ভবানীগঞ্জ ইউনিয়ন, কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নচর কালকিনি ইউনিয়ন; দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী, ভোলা জেলার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নবরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

চর রমণীমোহন ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ২০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ।

ইতিহাস

সম্পাদনা

অত্র ইউনিয়ন সাবেক বৃহত্তম শাকচর ইউনিয়নের অন্তভূক্ত ছিল। কিন্তু ২০০৮ সালে শাকচর ইউনিয়ন কে তিনভাগে ভাগ করা হয়। তখন চররমণীমোহন ইউনিয়ন গঠিত হয় সাবেক শাকচর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে।

চররমণীমোহন ইউনিয়নটি লক্ষীপুর সদর উপজেলার সর্ব দক্ষিণে অবস্থিত। জেলার একমাত্র পর্যটক এলাকা মজু চৌধুরীর হাট চররমণীমোহন ইউনিয়নে অবস্থিত।

এছাড়াও ইউনিয়নটির পাশের জেলা ভোলা হওয়ায় প্রতিদিন হাজার হাজার লোক ভোলা ও বরিশাল জেলায় যাতায়াত করে থাকে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

এই ইউনিয়নে ৪,টি উচ্চ বিদ্যালয়। ও ৯,টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং ১০,টি দ্বীনি মাদ্রাসা রয়েছে এছাড়াও আরোও অনেক গুলো মক্তব রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

খাল ও নদী

সম্পাদনা

মেঘনা নদী,রহমত খালি খাল

হাট-বাজার

সম্পাদনা

মজু চৌধুরীর হাট

দর্শনীয় স্থান

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

আরোও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা