উত্তর হামছাদী ইউনিয়ন
উত্তর হামছাদী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
উত্তর হামছাদী | |
---|---|
ইউনিয়ন | |
১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে উত্তর হামছাদী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৯০°৫০′১৬″ পূর্ব / ২৩.০১৪৪৪° উত্তর ৯০.৮৩৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭০০ |
আয়তন
সম্পাদনা১৭.৫ বর্গমিটার
জনসংখ্যা
সম্পাদনা৪৫৫২১ জন
অবস্থান ও সীমানা
সম্পাদনালক্ষ্মীপুর সদর উপজেলার সর্ব-উত্তরে উত্তর হামছাদী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে দক্ষিণ হামছাদী ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে পার্বতীনগর ইউনিয়ন, পূর্বে বশিকপুর ইউনিয়ন ও রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন, উত্তরে রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন এবং পশ্চিমে রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাউত্তর হামছাদী ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষার হার ৮১%, স্বশিক্ষার হার-৯৩%
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাক্রম নং | প্রতিষ্ঠানের নাম | পর্যায় |
---|---|---|
১ | উত্তর হামছাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
২ | পশ্চিম বিজয় নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
৩ | পূব বিজয় নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
৪ | বিজয়নগর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
৫ | মুক্তারাম সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
৬ | মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
৭ | শৈলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
৮ | সমিতির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
৯ | হামছাদী এস.কে. সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
১০ | হামছাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
১১ | উত্তর বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
১২ | মধ্য হামছাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
১৩ | ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
১৪ | শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
১৫ | কাফিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
১৬ | পশ্চিম হাসন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
১৭ | পূর্ব হাসন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১-৫ |
ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | পর্যায় |
---|---|---|
১ | হাসন্দী নুরুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা | ১-১০ |
২ | শ্যামগঞ্জ দাখিল মাদ্রাসা | ১-১০ |
৩ | হাসন্দী দারুল আমান ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা | ১-১০ |
ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | পর্যায় |
---|---|---|
১ | শ্যামগঞ্জ ইমামিয়া এতিমখাণা | হাফেজী |
২ | হাসন্দী মোহাম্মদিয়া এতিমখানা | হাফেজী |
৩ | ছবিলপুর মোজাদ্দিয়া হাফিজিয়া এতিমখানা | হাফেজী |
ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | পর্যায় |
---|---|---|
১ | বিজয়নগর মর্ডান কিন্ডার গার্টেন | প্লে-৫ |
২ | শ্যামগঞ্জ মিলিনিয়াম কিন্ডার গার্টেন | প্লে-৫ |
৩ | উত্তর হামছাদী মডেল কিন্ডার গার্টেন | প্লে-৫ |
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাজেলা সদর থেকে ১০ কিঃ মিঃ
হাট-বাজার
সম্পাদনা১➤শহীদ বাসু বাজার। ২➤কালি বাজার। ৩➤সমিতির হাট। ৪➤মীরগঞ্জ বাজার। ৫➤ডাগ্গাতলী বাজার। ৬➤কাজীর দিঘীর পাড় বাজার। ৭➤চৌধুরী বাজার। ৮➤কাফিলাতলী বাজার। ৯➤মন্ডলতলী বাজার। ১০➤বাংলা বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা১➤ইসহাক জমিদার বাড়ি। ২➤হামছাদী বেড়ীবাঁধ ৩➤হাসন্দী মা ও শিশু হাসপাতাল রোড। ৪➤বাসু বাজার শহীদ সমাধি।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- হযরত মাওলানা আজিজুল্লাহ - শিক্ষক, আলেম
- শাহজাহান মাস্টার - বীর মুক্তিযোদ্ধা
- আতিকুর রহমান - বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক সভাপতি।
জনপ্রতিনিধি
সম্পাদনামো: নজরুল ইসলাম, চেয়ারম্যান
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |