রোজী সিদ্দিকী

বাংলাদেশী অভিনেত্রী

রোজী সিদ্দিকী একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি ছোটপর্দা এবং বড়পর্দা মিলিয়ে বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮৯ সালে আমজাদ হোসেন পরিচালিত জন্মভূমি টেলিভিশন ধারাবাহিক নাটকে 'বিজলী' চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন।[][]

রোজী সিদ্দিকী
জন্ম
সিদ্দিকবাজার, ঢাকা, বাংলাদেশ[]
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৯ – বর্তমান
দাম্পত্য সঙ্গীশহীদুজ্জামান সেলিম (বি. ১৯৯৩)
সন্তান

ঢাকার সিদ্দিকবাজারে জন্ম নিলেও তিনি বেড়ে ওঠেন মতিঝিলে। মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে তার প্রবেশ ঘটে। তার মঞ্চযাত্রা শুরু হয় থিয়েটার আরামবাগে নাট্যচর্চার মাধ্যমে। তিনি মমতাজ উদ্দীন আহমেদের রচনা ও পরিচালনায় সাতঘাটের কানাকড়ি নাটকে প্রথম অভিনয় করেন। এই দলের হয়ে তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মঞ্চে অভিনয় করেন। এরপর ১৯৯৩ সালে যোগ দেন ঢাকা থিয়েটারে। এ দলের হয়ে মঞ্চে তার উল্লেখযোগ্য নাটক হলো হাত হদাই, প্রাচ্য, বন পাংশুল, ধাবমান ইত্যাদি।

১৯৯০ সালে তিনি টেলিভিশনে নাটকে অভিনয় শুরু করেন।[] ১৯৯৩ সালে গৌতম ঘোষের পরিচালনায় পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে অভিনয় করেন, যেটি ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র।

ব্যাক্তিগত জীবন

সম্পাদনা

১৯৯৩ সালের ১ ডিসেম্বর তিনি অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে বিয়ে করেন।[][] তাদের দুই কন্যা তমা ও সানজানা খান শ্রীমা।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

টেলিভিশন নাটক

সম্পাদনা
  • জন্মভূমি (১৯৮৯)[]

মঞ্চনাটক

সম্পাদনা
শিরোনাম নির্দেশক প্রথম মঞ্চায়ন প্রযোজনা
সাতঘাটের কানাকড়ি মমতাজউদদীন আহমদ থিয়েটার আরামবাগ
পঞ্চনারী আখ্যান শহীদুজ্জামান সেলিম ২০১২[১০] ঢাকা থিয়েটার
হাত হদাই ঢাকা থিয়েটার
প্রাচ্য ঢাকা থিয়েটার
বন পাংশুল ঢাকা থিয়েটার
ধাবমান ঢাকা থিয়েটার

পুরষ্কার

সম্পাদনা
পুরষ্কার বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল
বিএফডিএ অ্যাওয়ার্ডস ২০২২ শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী পরাণ মনোনীত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইসলাম, এন (২৫ সেপ্টেম্বর ২০২৩)। "'দুই কন্যা আমাদের ভালোবাসাকে পূর্ণ করেছে'"। সাম্প্রতিক দেশকাল। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫ 
  2. সাজু, শাহ আলম (৬ মার্চ ২০২২)। "'বিজলি চরিত্রে অভিনয়ের পর ১০ বছর একা বের হতে পারিনি'"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫ 
  3. সামিউল্লাহ, মুজাহিদ (২৯ জুন ২০২২)। "সিনেমা একদমই করছি না তা নয়- রোজী সিদ্দিকী"মানবজমিন 
  4. "মঞ্চে প্রাণবন্ত বিশিষ্ট অভিনেত্রী রোজী সিদ্দিকী"। priyo। ২৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫ 
  5. "রোজি সিদ্দিকী"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫ 
  6. "তুমি আছো বলে আমি গর্বিত: রোজি সিদ্দিকী"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৫ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫ 
  7. বিনোদন প্রতিবেদক (২৪ নভেম্বর ২০২৩)। "মেয়ের অস্ট্রেলিয়ার দিনগুলোর কথা ভেবে কাঁদলেন অভিনেত্রী রোজী সিদ্দিকী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫ 
  8. "সেলিম-রোজি দম্পতির মিষ্টি মেয়ে পূজা"জাগো নিউজ। ২০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫ 
  9. "প্রায় সব নাটকে একই বিষয় গুলিয়ে ফেলছে : রোজী সিদ্দিকী"। যাযাদি ডেস্ক। ৫ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫ 
  10. রহমান, পাভেল (২৬ জানুয়ারি ২০১৮)। "৫০-এ রোজী সিদ্দিকী"আরটিভি অনলাইন। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা