রোজী সিদ্দিকী
রোজী সিদ্দিকী একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি ছোটপর্দা এবং বড়পর্দা মিলিয়ে বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮৯ সালে আমজাদ হোসেন পরিচালিত জন্মভূমি টেলিভিশন ধারাবাহিক নাটকে 'বিজলী' চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন।[২][৩]
রোজী সিদ্দিকী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৯ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | শহীদুজ্জামান সেলিম (বি. ১৯৯৩) |
সন্তান | ২ |
জীবনী
সম্পাদনাঢাকার সিদ্দিকবাজারে জন্ম নিলেও তিনি বেড়ে ওঠেন মতিঝিলে। মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে তার প্রবেশ ঘটে। তার মঞ্চযাত্রা শুরু হয় থিয়েটার আরামবাগে নাট্যচর্চার মাধ্যমে। তিনি মমতাজ উদ্দীন আহমেদের রচনা ও পরিচালনায় সাতঘাটের কানাকড়ি নাটকে প্রথম অভিনয় করেন। এই দলের হয়ে তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মঞ্চে অভিনয় করেন। এরপর ১৯৯৩ সালে যোগ দেন ঢাকা থিয়েটারে। এ দলের হয়ে মঞ্চে তার উল্লেখযোগ্য নাটক হলো হাত হদাই, প্রাচ্য, বন পাংশুল, ধাবমান ইত্যাদি।
১৯৯০ সালে তিনি টেলিভিশনে নাটকে অভিনয় শুরু করেন।[৪] ১৯৯৩ সালে গৌতম ঘোষের পরিচালনায় পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে অভিনয় করেন, যেটি ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র।
ব্যাক্তিগত জীবন
সম্পাদনা১৯৯৩ সালের ১ ডিসেম্বর তিনি অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে বিয়ে করেন।[৫][৬] তাদের দুই কন্যা তমা ও সানজানা খান শ্রীমা।[৭]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- পদ্মা নদীর মাঝি (১৯৯৩)
- লাভ ষ্টোরী: প্রেমের গল্প (১৯৯৫)
- মেড ইন বাংলাদেশ (২০০৭)
- কমন জেন্ডার (২০১২)
- এ এমন পরিচয় (২০২১)
- শঙ্খচিল (২০১৬)
- পরাণ (২০২২)
- সাইকো (২০২২)[৮]
- হ্যাপি বার্থডে (২০২২)
- আরারাত (২০২৪)
- ওমর (২০২৪)
- দুঃখিত (২০২৪)
টেলিভিশন নাটক
সম্পাদনা- জন্মভূমি (১৯৮৯)[৯]
মঞ্চনাটক
সম্পাদনাশিরোনাম | নির্দেশক | প্রথম মঞ্চায়ন | প্রযোজনা |
---|---|---|---|
সাতঘাটের কানাকড়ি | মমতাজউদদীন আহমদ | থিয়েটার আরামবাগ | |
পঞ্চনারী আখ্যান | শহীদুজ্জামান সেলিম | ২০১২[১০] | ঢাকা থিয়েটার |
হাত হদাই | ঢাকা থিয়েটার | ||
প্রাচ্য | ঢাকা থিয়েটার | ||
বন পাংশুল | ঢাকা থিয়েটার | ||
ধাবমান | ঢাকা থিয়েটার |
পুরষ্কার
সম্পাদনাপুরষ্কার | বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
বিএফডিএ অ্যাওয়ার্ডস | ২০২২ | শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | পরাণ | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইসলাম, এন (২৫ সেপ্টেম্বর ২০২৩)। "'দুই কন্যা আমাদের ভালোবাসাকে পূর্ণ করেছে'"। সাম্প্রতিক দেশকাল। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ সাজু, শাহ আলম (৬ মার্চ ২০২২)। "'বিজলি চরিত্রে অভিনয়ের পর ১০ বছর একা বের হতে পারিনি'"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ সামিউল্লাহ, মুজাহিদ (২৯ জুন ২০২২)। "সিনেমা একদমই করছি না তা নয়- রোজী সিদ্দিকী"। মানবজমিন।
- ↑ "মঞ্চে প্রাণবন্ত বিশিষ্ট অভিনেত্রী রোজী সিদ্দিকী"। priyo। ২৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "রোজি সিদ্দিকী"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "তুমি আছো বলে আমি গর্বিত: রোজি সিদ্দিকী"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৫ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ বিনোদন প্রতিবেদক (২৪ নভেম্বর ২০২৩)। "মেয়ের অস্ট্রেলিয়ার দিনগুলোর কথা ভেবে কাঁদলেন অভিনেত্রী রোজী সিদ্দিকী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "সেলিম-রোজি দম্পতির মিষ্টি মেয়ে পূজা"। জাগো নিউজ। ২০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "প্রায় সব নাটকে একই বিষয় গুলিয়ে ফেলছে : রোজী সিদ্দিকী"। যাযাদি ডেস্ক। ৫ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ রহমান, পাভেল (২৬ জানুয়ারি ২০১৮)। "৫০-এ রোজী সিদ্দিকী"। আরটিভি অনলাইন। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রোজী সিদ্দিকী (ইংরেজি)
- রটেন টম্যাটোসে রোজী সিদ্দিকী (ইংরেজি)