মেড ইন বাংলাদেশ
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র
মেড ইন বাংলাদেশ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এটি ফারুকী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। এর কাহিনী রচনা করেছেন জনপ্রিয় কবি, সাহিত্যিক এবং সাংবাদিক আনিসুল হক। এটি ২০০৬ সালের ডিসেম্বরে মুক্তি পায় এবং ২০০৭ সালের জানুয়ারি মাসে ঈদ উপলক্ষে চ্যানেল আইতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
মেড ইন বাংলাদেশ | |
---|---|
পরিচালক | মোস্তফা সরয়ার ফারুকী |
প্রযোজক | ইমপ্রেস টেলিফিল্ম |
রচয়িতা | আনিসুল হক |
শ্রেষ্ঠাংশে | জাহিদ হাসান |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ডিসেম্বর ২০০৬ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রটি মূলত আনিসুল হক রচিত জিম্মি উপন্যাস এর চিত্ররূপ। এতে এক বেকার যুবকের সমাজ, রাষ্ট্র এবং প্রশাসনের দুর্নীতি এবং বিভিন্ন অব্যবস্থাপনার বিরুদ্ধে অবদমিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান।
অভিনয়
সম্পাদনা- জাহিদ হাসান খোরশেদ আলম, একজন বেকার যুবক
- শহীদুজ্জামান সেলিম - পিএস নওশাদ
- তারিক আনাম খান - ডিসি আখতার উদ্দিন খান
- নাদের চৌধুরী - এডিসি কাদের
- হাসান মাসুদ - এএসপি বকুল
- মাসুদ আলী খান - এসপি জাহাঙ্গীর
- মারজুক রাসেল - সাদেকুর রহমান
- জয়ন্ত চট্টোপাধ্যায় - হায়দার আলী
- ফজলুর রহমান বাবু - জহিরুল ইসলাম
- সালেহ আহমেদ - খাদেমুল করিম
- আমিরুল হক চৌধুরী - গিয়াস উদ্দিন আহেমদ
- শহিদুল আলম সাচ্চু - আগন্তুক
- আহসানুল হক মিনু - আহসান মামা
- কচি খন্দকার - দারোয়ান
- ডি এ তায়েব - পুলিশ অফিসার
- রোজী সিদ্দিকী - বউদি
- শ্রাবস্তী দত্ত তিন্নি - রূপা
- দিলারা জামান - গিয়াসউদ্দিনের স্ত্রী
- আশুতোষ সুজন - অন্তু
- রেদওয়ান রনি - এস পি'র ছেলে
- বাপ্পী আশরাফ -
- তানিয়া আহমেদ - রওশন আরা
- ফেরদৌসী আহমেদ লীনা - ডিসি'র স্ত্রী
- হুমায়ূন কবীর সাধু