রেবেকা মমিন

বাংলাদেশী রাজনীতিবিদ

রেবেকা মমিন (১৫ মে ১৯৪৭ – ১১ জুলাই ২০২৩) ছিলেন বাংলাদেশি একজন রাজনীতিবিদ। তিনি নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

রেবেকা মমিন
নেত্রকোণা-৪ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ জানুয়ারি ২০১৪ – ১১ জুলাই ২০২৩
পূর্বসূরীলুৎফুজ্জামান বাবর
উত্তরসূরীসাজ্জাদুল হাসান
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪৭-০৫-১৫)১৫ মে ১৯৪৭
নেত্রকোণা
মৃত্যু১১ জুলাই ২০২৩(2023-07-11) (বয়স ৭৬)
স্কয়ার হাসপাতাল, ঢাকা
সমাধিস্থলপারিবারিক কবরস্থান
কাজিয়াহাটি গ্রাম, মোহনগঞ্জ, নেত্রকোণা
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীআবদুল মোমিন
সন্তান১ মেয়ে
পিতামাতা
  • আশরাফ আলী খান (পিতা)
  • কামরুন নাহার খানম (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রাথমিক জীবন

সম্পাদনা

রেবেকা মমিন ১৫ মে ১৯৪৭ সালের তৎকালীন ব্রিটিশ ভারিতের ময়মনসিংহের নেত্রকোণায় মোহনগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আশরাফ আলী খান এবং মাতার নাম কামরুন নাহার খানম।[] তার স্বামী আবদুল মোমিন ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, এই দম্পতীর এক মেয়ে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

রেবেকা মমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি ১৯৬৯ এর গণআন্দোলনে নেতৃত্ব দেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।[]

তিনি ২৯ ডিসেম্বর ২০০৮ সালে অনুষ্ঠিত নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][][][]

নবম জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, দশম জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।[]

মৃত্যু

সম্পাদনা

রেবেকা মমিন ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে কাজিয়াহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত"বাসস। ৩ সেপ্টেম্বর ২০২৩। ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩ 
  2. বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২১৫। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮ 
  3. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮ 
  4. "Constituency 160_10th_Bn"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮ 
  5. "নেত্রকোণা জেলা - জনপ্রতিনিধি : রেবেকা মমিন"www.netrokona.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩-২০১৪"সিএসবি নিউজ অনলাইন। ১৪ আগস্ট ২০১৬। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮